Better life with steem || The Diary Game || 26 June 2025||

in Incredible India20 days ago
বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Collage_2025-06-27_07_26_03.jpg

আমি আপনাদের মাঝে আমার নতুন একটি ডায়েরি গেম নিয়ে উপস্থিত হয়েছে। আশা করি আমার ডায়েরি গেমটা পরে আপনাদের ভালো লাগবে। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

IMG20250626171057.jpg

সকালবেলা ঘুম থেকে উঠে কিছু সময় হাঁটাহাঁটি করে ডাক্তারের পরামর্শে কিছু ব্যায়াম আজকে থেকেই শুরু করেছি। কিছুক্ষণ করার পর আমার কাজগুলো করার জন্য পোল্ট্রি ফার্মে চলে যাই গিয়ে দেখি আব্বু আম্মুর খাদ্য দেওয়ার শেষ করে পরবর্তী কাজ করতে ছিল আব্বু ফ্লোর পরিষ্কার করতে ছিল আম্মু মুরগী দের পানির পাইপ পরিষ্কার কাজ করতেছিল।

IMG20250626174606.jpg

আমি যাওয়ার ফরে আম্মু সাথে পোল্ট্রি ফার্মের পানি পাইপ গুলো পরিষ্কার করতে থাকি আব্বু তার কাজ করতে থাকে পোল্ট্রি ফার্মে পানির পাইপ পরিষ্কার করা শেষ হলে, আম্মু বাড়িতে চলে আসে। আমি আব্বু কাজের সহযোগিতা করি ।কাজ শেষ হলে মুরগী দের কে প্রতিটি পাইপে পানি দিয়ে দেয় হালকা হালকা গরম লাগছিল তাই একটু পরে আসা লাগবে ফ্যান চালু করতে এখনই ফ্যান চালু করেই অসুস্থ মুরগিকে খাবার দিয়ে বাড়িতে চলে আসি।

IMG20250626171651.jpg

ফ্রেশ হয়ে সকালে হালকা কিছু খাবার খেয়ে কিছু সময় রেস্ট নিয়ে বাড়িতে আর বাড়ির বাইরে টুকটাক কাজ ছিল সেগুলো শেষ করি। আমি আর আব্বু বিল পারে চলে আসি পাঙ্গাশ মাছের খাদ্য দেওয়ার জন্য।খাদ্যের ঘর থেকে আমি আর আব্বু খাদ্য গুলো নিয়ে নৌকার কাছে নিয়ে আসি তারপর খাদ্য গুলোকে আবার নৌকায় করে বিলের মাঝখানে মাচায় নিয়ে চলে যাই।

IMG20250626171724.jpg

আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে রুমে সেন সকালের খাবার খেতে যাব তখনই আব্বা একজন দিনমজুর কে বলে রেখেছিল আমাদের বাড়ির আশপাশ আমাদের বাড়ির পাশের বাগান এগুলো পরিষ্কার করার জন্য পাশাপাশি শিং মাছের পুকুর পরিষ্কার করার জন্য সে জন্য একজন দিনমজুর চলে আসে ।

IMG20250626171247.jpg

তাকে কি কি পরিষ্কার করতে হবে সেগুলো দেখিয়ে দেই আমি সকালের খাবার খাওয়ার জন্য চলে আসি ওষুধ খেয়ে গরুর জন্য খাবার তৈরি করতে কাজে লেগে পড়ি প্রতিদিনের মতো আজকেও পানির সাথে চাউলের কুঁড়া খাদ্য ভুসি এগুলো দিয়ে গরুর জন্য আরেক প্রকার খাদ্য তৈরি করার কাজ করা শুরু করে দেই খড় তার সাথে সবুজ ঘাস এগুলো কেটে একটি বস্তায় রেখে দেই কিছুক্ষণ পরপর দেওয়ার জন্য।

IMG20250626173503.jpg

গরুর খাবার তৈরি করা শেষ করে নানু আর খালাতো বোন আমাদের বাড়িতে বাড়ানোর জন্য আসে তাদের জন্য গাছ থেকে কাঁঠাল নিয়ে আসি তার সাথে আম এগুলো দেওয়ার পর ওদের সাথে বসে আম খেয়ে পোল্ট্রি ফার্মে চলে যাই মুরগির ডিম তোলার জন্য আমার এক সাইট ডিম তোলা হয়ে গেলে।

IMG20250626171744.jpg

আম্মু আসে ডিম তোলার জন্য এরপরে দুজন মিলে তাড়াতাড়ি করে ডিম তুলে গণনা করে গুছিয়ে বাড়িতে চলে আসি বাইরে ঠান্ডা বাতাস আকাশ হালকা মেঘাচ্ছন্ন তাই বিল পারে এসে মা চাই বসে থাকি। এরপরে মনে পড়ে যায় শিং মাছের পুকুরে কিছু কাজ আছে সেগুলো করা লাগবে তাই বসে না থেকে চলে আসি শিং মাছের পুকুরে।

IMG20250626174110.jpg

বাড়িতে এসে ওয়াশ রুমে চলে যায় গোসল শেষ করে আমি আমার রুমে চলে আসি খালাতো বোনের ছেলে আমার মোবাইল নিয়ে যাওয়ার কারণে আমি একা একা রুমে বসে আছি সময় কাটছিল না তাই ল্যাপটপ বার করে youtube থেকে একটি মুভি দেখতে থাকি।

IMG20250626145114.jpg

দুপুরের খাওয়া-দাওয়া করে সম্পন্ন মুভি দেখার সময় হয়ে ওঠে নাই ।তাই ল্যাপটপ বন্ধ করে বিকেলের কাজগুলো করার জন্য চলে আসি মুরগি দের কাছ থেকে ডিম গুলো সংগ্রহ করে খাবার পানি দিয়ে। আমি চলে আসি বিল পারে আব্বুর জন্য অপেক্ষা করতে থাকি ।

IMG20250626170905.jpg

খাবার দেওয়া শেষ হলে আব্বু চলে আসে পাঙ্গাশ মাছের খাবার দেওয়ার জন্য দুজন মিলে খাদ্য গুলো নৌকার কাছে নিয়ে যায় আবার সেই সব খাদ্য আব্বু মাচার কাছে নিয়ে যাই মাছদের খাদ্য দেওয়া শেষ করে আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে বিকেল বেলা রুমে ওদের সাথে গল্প করতে থাকি।

IMG20250626171837.jpg

সন্ধ্যার কাজের সময় ঘনিয়ে আসলে পোল্ট্রি ফার্মে গিয়ে লাইট জ্বালিয়ে চলে আসে বাড়িতে হাত-পা ধুয়ে রুমে চলে আসি, পায়ের ব্যথাটা হালকা হালকা করে বাড়তে শুরু করে ।এখন দাঁড়িয়ে থাকতে একটু কষ্ট হচ্ছে তাই হাঁটাহাঁটি না করে রুমেই বসে থাকি।

IMG20250626174611.jpg

মোবাইল নিয়ে সময় পার করতে থাকি পায়ে ব্যথা থাকার কারণে পোল্ট্রি ফার্মে লাইট বন্ধ করার জন্য যেতে পারি নাই। খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নেই।

সবাই মিলে গল্প করতে শুরু করে আমার পায়ের ব্যথা থাকার কারণে পাশের রুমে যেতে পারি নাই তাই গল্প করতে শরিক হতে পারি নাই। ব্যথা কমার অপেক্ষায় থাকি কিছুটা কমে গেলে ঘুমানোর চেষ্টা করি।

আজকের পোস্টটি পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।

আল্লাহ হাফেজ

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Loading...
Loading...