Better life with steem || The Diary Game || 29 July 2025||

in Incredible India10 days ago
বিসমিল্লাহির রাহমানির রাহিম।

Collage_2025-07-29_21_47_51.jpg

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

IMG20250729174450.jpg

সকাল বেলায় ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করে, পোল্ট্রি দিকে চলে আসি এসে দেখি আম্মু আব্বু মুরগিদেরকে খাবার দেওয়া শেষ করে পরবর্তী কাজ শুরু করে দিয়েছে।

আম্মু পানির পাইপ পরিষ্কার করতে ছিল আমিও আম্মুর সাথে পানির পাইপ পরিষ্কার করার কাজে লেগে যায় এর পাশাপাশি আব্বুকে সহযোগিতা করি ফ্লোর পরিষ্কার করতে ছিল।

আমরা দুজন তাড়াতাড়ি করি সমস্ত মুরগির পানির পাইপ পরিষ্কার করে ফেলি আম্মু বাড়িতে চলে আসে আমি আর আব্বু মুরগি দের ফ্লোর পরিষ্কার করা শেষ করে ওদেরকে পানি দিয়ে চলে আসি।

আমি বাড়িতে চলে আসি আব্বু বড় বিল এর বাঁধ দেখতে চলে যায়। আমি ফ্রেশ হয়ে সকালে হালকা কিছু খাবার খেয়ে ওষুধ খেয়ে নিই এর মধ্যে আব্বু আসে ও বলে বড় বিলের পানি বের হচ্ছে বাহিরে।

IMG20250729173025.jpg

সেটা বন্ধ করার জন্য যাওয়া লাগবে তাই আমি আর আব্বু আরেকটি কোদাল নিয়ে চলে যায় বেশ অনেকক্ষণ চেষ্টা করার পর বন্ধ করতে পারি নাই তাই আমি আর আব্বু চলে আসি বাড়িতে। পাঙ্গাশের খাদ্য দেওয়ার জন্য চলে আসে বিল পাড়ে ঘর থেকে খাদ্য নেওয়া শুরু করে আমি আর আব্বু খাদ্য নেওয়া শেষ করে। আব্বু যখন নৌকা দিয়ে খাদ্য মিলের মাঝখানে নিয়ে চলে যায় তখন আমি চলে আসি বাড়িতে।

IMG20250729164819.jpg

IMG20250729164621.jpg

ফ্রেশ হয়ে সকালের খাওয়া-দাওয়া শেষ করে গরুর জন্য খাদ্য তৈরি করতে কাজে নিয়োজিত হয়ে যাই। গরুর খাবার তৈরি করতে বেশ । ঘন্টাখানেকের মতোন গরুর কাজ চলে।

IMG20250729181014.jpg

বাড়িতে টুকটাক আরো অনেক কিছু কাজ ছিল ছোট বড় সেগুলো কাজ শেষ করি ডিম তোলার সময় হলে আমি একা ডিম তোলা শুরু করে দেই আমার যখন ডিম তোলা শেষ পর্যায়ে তখন আম্মু আসে ডিম তোলার জন্য তাও বাকি কিছু ডিম ছিল সেগুলো আম্মু তুলে গুছিয়ে গণনা করে ।

IMG20250729165022.jpg

আমি আর আম্মু বাড়িতে চলে আসি আজকের আবহাওয়াটা এই রুটির বৃষ্টি বাড়িতে আসা মাত্রই আকাশ অন্ধকার হয়ে আসে ওয়াশ রুমে গিয়ে গোসল শেষ করে। জানালা দিয়ে বৃষ্টি উপভোগ করি বৃষ্টি কমে গেলে এর কিছুক্ষণ পরে দুপুরের খাওয়া-দাওয়া সম্পন্ন করে শুয়ে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি।

বিকেলে কাজের সময় হয়ে গেলে আমি আর আম্মু চলে আসি একটু আগে আমি ডিম তুলে মুরগিদেরকে পানি দিয়ে বাড়িতে চলে আসি আব্বু আম্মু মুরগিদেরকে খাবার দিয়েন ওরা বাড়িতে চলে আসে ঝিরিঝিরি বৃষ্টি পরতে ছিল তাই আর বিকেল বেলার খাদ্য দেওয়া হয় নাই।

IMG20250729164604.jpg

আমি ফ্রেশ হয়ে বড় বিলে বাঁধ দেখতে চলে আসি আগের মতই পানি যাচ্ছে কিনা না একটু বেশি হয়ে গেছে কি না গিয়ে দেখি আগের মতোই আছে হাঁটতে হাঁটতে আবার বাড়িতে চলে আসি ।

IMG20250729172942.jpg

আরেকটু সামনের দিকে হাঁটাহাঁটি করেন বাড়ির দিকে আসার পথে পোল্ট্রি ফার্মের লাইট জ্বালিয়ে বাড়িতে চলে আসি। আকাশে এখনো আলো আছে তাই বাহিরে চেয়ার নিয়ে বসে থাকি মাগরিবের আজান দিয়ে দিলেন চেয়ার নিয়ে বাড়িতে চলে আসি রুমে এসে মোবাইল নিয়ে সময় পার করতে থাকি।

IMG20250729181503.jpg

এশারের আজান দিয়ে দিলে আম্মু রাত্রে খাওয়ার জন্য ডাক দেয় খাওয়া দাওয়া করে রাত্রে ওষুধ খেয়ে পোল্ট্রি ফার্মে লাইট বন্ধ করার সময় যেন অপেক্ষা করি। পোল্ট্রি ফার্মের লাইট বন্ধ করার সময় যখন হয় তখন পোল্ট্রি ফার্মে কে লাইট বন্ধ করে বাড়িতে এসে। হাতমুখ ধুয়ে দাঁত ব্রাশ করে ঘুমানোর জন্য প্রস্তুতি নেই।

আজকের পোস্ট এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।

আল্লাহ হাফেজ

Sort:  
Loading...