"মোবাইল ছাড়া অনেকদিন অতিবাহিত করলাম"
বিসমিল্লাহির রহমানির রাহিম |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
অনেকদিন পর আপনাদের সাথে আমার পোস্ট শেয়ার করতে আসলাম এতদিন ছোট একটি দুর্ঘটনার কারণে পোস্ট দেখতে পারি নাই সেজন্য আন্তরিকভাবে দুঃখিত।
ছোটখাটো দুর্ঘটনা আমাদের জীবনে কতটা ভোগান্তি নিয়ে আসতে পারে সেটা হারে হারে অনুভব করতে পারছি এই কয়দিনে।
ছোটখাটো দুর্ঘটনা নিয়েই আজকের পোস্টের বিষয় মোবাইল ছাড়া অনেকদিন অতিবাহিত করলাম।
![]() |
---|
মোবাইল আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ আমরা প্রায় সকলেই জানি মোবাইল ছাড়া একটি দিন অতিবাহিত করা অনেকের জন্যই কষ্টকর।
কিছুদিন আগে লাগা লাগি কয়েকদিন বৃষ্টি পড়ছিল এর মধ্যেই আমার ফোনটা নষ্ট হয়। শিং মাছের পুকুরে দিনমজুর লাগানো হয়েছিল কিছু কাজ করে দেওয়ার জন্য তাদেরকে দেখিয়ে দেওয়া তার সাথে সাথে ছবি তোলার জন্য আমি গিয়েছিলাম কিন্তু শিং মাছের পুকুরে বাঁধ অর্ধেক যাওয়ার পরে স্লিপ খেয়ে পুকুরে পড়ে যায় সাথে মোবাইল থাকার কারণে নষ্ট হয়ে যায়।
দিন মজুরা দেখে একজন আসে আমাকে পুকুর থেকে তোলার জন্য ।বাড়িতে চলে আসি ফ্রেস হয়ে আব্বু আম্মুকে এই খবরটা জানানোর পর একটু বকাঝকা করে এরপর বিকেল বেলা আমি আরেকজন চাচাতো ভাইকে নিয়ে মোবাইল নিয়ে ভালুকা চলে আসি। ঠিক করানোর জন্য ঠিক করাতে অনেক টাকার চেয়ে বসে।
মোবাইল মেকানিক আমাকে জানায় মোবাইলের ডিসপ্লে চলে গেছে ইত্যাদি আরো অনেক কিছু চলে যেতে পারে সেজন্য অনেক টাকা লাগবে।
![]() |
---|
যে পরিমাণ টাকা আমার কাছে দাবি করে সেই পরিমাণ টাকা না নিয়ে যাওয়ায় বাড়িতে চলে আসি। আব্বু-আম্মুকে টাকার পরিমাণটা জানাতেই একটু রাগা রাগি করে এরপরও টাকা দিতে রাজি হয়।
বন্ধুরা আমাকে উপদেশ দেয় মোবাইলটি গাজীপুর নিয়ে যাওয়ার জন্য। ওখানে পরিচিত দোকান আছে কম টাকা মধ্যেই ঠিক করে নিয়ে আসা যাবে। ওদের কথা মতোই আমি মোবাইল করানোর জন্য বলি নিয়ে যেতে আমি অসুস্থ থাকাই আর যেতে পারি নাই। টাকা আর মোবাইল দিয়ে পাঠিয়ে দেই সাথে চাচাতো ভাই ও যায়।
![]() |
---|
এখানকার কিছু দোকানদার বন্ধুদের পরিচিত ছিল ওদেরকে উপদেশ দেই এই মোবাইলটা ঠিক হলে ভালো চলবে মোটামুটি কিন্তু আগের মতো ততটা শক্তিশালী হবে না দুর্বল প্রকৃতির থাকবে।
এই খবরটা আমাকে জানানোর পর আমি ওদেরকে চলে আসতে বলি। এত টাকা দিয়ে মোবাইল ঠিক করে শান্তি মত চালানো নাই যায় তাহলে এই মোবাইল ঠিক করার কোন দরকার নাই।একদিন পরে আব্বুকে বলি আমার একটি নতুন মোবাইল ক্রয় করে দেওয়ার জন্য আব্বু বলেন মার্কেট থেকে ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে মোবাইল ক্রয় করে নিয়ে আসো । তুমি যদি আরো কিছুদিন পরে নিতে চাও তাহলে একটু ভাল দেখে দামি মোবাইল ক্রয় দেবে ।
আব্বুর দ্বিতীয় কথার মধ্যে আমি রাজি হই আব্বুকে সময় দেই। মাঝেমধ্যে আম্মুর মোবাইল কিছু সময়ের জন্য চালাতে পারি। আমার এমনিতেই ছোট বাটন ফোন ছিল সেটা দিয়েই কথাবার্তা চলতো আর সন্ধ্যার সময় কিছু দেখার হলে ল্যাপটপ দি দেখতাম তা নিয়ে ব্যস্ত থাকতাম।
মোবাইল নষ্ট হয়ে যাওয়ার ১৩ দিন অতিবাহিত করার পরে আম্মুকে জানাই মোবাইল একটি ক্রয় করে দেওয়ার জন্য।
১৪ দিনের মাথায় আমাকে মিডিয়াম দামি মোবাইল কিনার টাকা দেয় সে টাকা নিয়ে ভালুকা থেকেই একটি মোবাইল ক্রয় করে নিয়ে আসি।
আজকের পোস্টে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।