স্কেচ, নদীর পাড়ে নৌকা বাধা
আমার বড়দের সকলকে প্রণাম জানাই ।আজকে আমি অনেকদিন পর আসতে চলেছি একটি স্কেচ নিয়ে। আমি মাঝে বন্ধ করেছিলাম এই স্কেচ ।আবার আমার দিদি আমাকে বলল যে অনেকদিন ধরেই স্কেচ আঁকচ্ছিস না। তাই আমি আবার একটি স্কেচ নিয়ে হাজির হয়েছি ।
আর সামনে যেহেতু জগদ্ধাত্রী পুজো আসছে, তাই জন্য আমার মাথায় পড়ে সেই বিসর্জনের নদীটি ।আর আমি বইয়ের মধ্যে নদী খুঁজতে লাগলাম। দিয়ে আমার চোখে পড়ে এই নৌকার সঙ্গে একটি নদীর ধার। আমি তাই এই ছবিটা আজকে চুস করেছি।
আর আমি এই ছবিগুলো ভালো আঁকতে পারছি না ,তার একটি কারণ আছে। সে কারণটি হল আমি একটি জিনিসের অপেক্ষায় আছি। আর আমার মাস্টার মশাই আর বিভিন্ন ম্যাডাম পড়াতে আসছেন। আমি দিনটাকে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতে চাইছি। সেই দিনটার জন্য যার জন্য আমি অপেক্ষা করছি ,আসলে আমার আট বছর বয়স থেকে একটি হ্যাবিট তৈরি হয়েছিল। যেটা ছিল cube কালেকশনের হ্যাবিট।
এ কিউব মানে রুবিক্স কিউব। যেটিতে অনেক রং হয়। সেই গুলিকে মিলাতে হয়। এই কিউবের অনেক ধরন আছে ।যেমন গাছের ধরন থাকে, লতা গাছ, ফুল গাছ, ফল গাছ, ইত্যাদি। আমি ৮ বছর থেকে এইসব শুরু করেছিলাম। আসলে আমি একদিন মামার বাড়ি ঘুরতে গিয়েছিলাম ।তখন আমার বয়স ছিল আট বছর। আমি সেখানে গেলে খুব মেতে উঠি। কারণ সেখানে আমার খেলার সাথী ভরে আছে।
ওখানে আমার একটি বুনু আছে ।একটি দিদি আছে ।যারা আমার সঙ্গে খেলে। সেটি নাটক হোক বা অন্য কোন বাইরের রেকেট খেলা বা ব্যাট বল খেলা হোক। সেখানে আমার এই বোনটির বাবা আমার ছোট মামা হয়।
আসলে আমাদের মামার বাড়িটা ঠিক জয়েন্ট ফ্যামিলি। একটি ঘরে দিদা থাকে ,আরেকটি ঘরে বড় মামাদের পরিবার থাকে ।আরেকটি ঘরে ছোট মামাদের পরিবার ।আরেকটি ঘরে আমার একটি দাদারা থাকে। এরকম চারটে বাড়ি চারদিকে, আর মাঝখানে একটি উটন আর সাথে একটা আম গাছ ।আমি বুঝে পাইনা আর আমার বাড়ি এলাকায় প্রতি জায়গায় একটি চিহ্ন থাকে। সেটি হলো আমগাছ ,আমি বুঝে পাইনা এটা যেকোন পরিচিত বাড়িতেই থাকে ,এটা একটি কমন গাছ যাই হোক।
আমি এখানে আমার বোনুর ঘরে খেলার সময় আমি ওর ঘরে একটি জিনিস লক্ষ্য করি ।তখন আমার একটা ব্যাড হ্যাবিট ছিল ,যে যেকোনো বাড়িতে গিয়ে সেই বাড়িতে এক্সপ্লোর করা আর জিনিসপত্র দেখা। তো আমি ফট করে একটি রুবিক্স কিউব ,যেটি beginner দের কেউব ।সেটিকে আমি অনেক মিলানোর চেষ্টা করি ।কিন্তু মেলে না।
আমি অনেক বুদ্ধি খাটিয়ে একটার দিক মেলাতে পারি ।তাও পুরো মেলেনা। আমিও সন্তুষ্ট হই না ।আমি মোবাইল দেখে মিলাই ।আমি চাই যে ওখানকার সব সূত্রগুলো মুখস্ত থেকে আমি একা একা মোবাইল ছাড়া মেলাতে পাই, সেটাই আমার বড় একটি পাওনা ছিল।
আমি দিনের পর দিন youtube দেখে টিউটোরিয়াল ভিডিও গুলো দেখে সেখানকার সূত্রগুলো খাতায় লিখে মিলানোর চেষ্টা করে দিয়ে লাস্টে আমি বাড়ি আসি যেদিন,
তার কয়েকদিন পর আমি দিদিকে জেদ করি যে আমাকে একটা কিউব কিনে দে ।তারপর দিদি অনেক জেদাজিদের পর কিনে দেয়। ওখান থেকে শুরু হয় আমার কিউব কালেকশন। আমি সেদিন থেকে প্রায় পাঁচটা কিউব জোগাড় করে রেখে দিয়েছি। সেটি একটি কালেকশন এর মতন আছে ।পরবর্তীকালে আরো থাকবে ।যাইহোক আমি যে দিনটার কথা বলছি ,সেদিন আমার আরো দুটো কিউব আসবে ।
যাইহোক এবার ছবি আঁকায় ফিরে আসি।
লিংক
প্রত্যেক দিনের মতো আজকেও এই স্কেচটার ওপর আমি একটা ভিডিও রেখেছি। ভিডিওটা করে আমি আমার চ্যানেল থেকে পোস্ট করে দিয়েছি।
প্রথম ধাপ
প্রথমেই আমি প্রথম নৌকাটা আঁকা শুরু করলাম।
দ্বিতীয় ধাপ
প্রথম নৌকাটা আঁকা হয়ে যাওয়ার পর, নৌকার আলো-ছায়া গুলো ভালোভাবে দেখিয়ে নিলাম।। এর সাথেই এঁকে নিচ্ছি নৌকার পার্টগুলো।
তৃতীয় ধাপ
আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এর সাথে আরো আর একটা নৌকা আঁকা শুরু করেছি।
চতুর্থ ধাপ
প্রথম নৌকাটার মতন দ্বিতীয় নৌকাটাও সমস্ত কিছু করে নিচ্ছি। সাথে শেড দিয়ে দিচ্ছি।
পঞ্চম ধাপ
তিন নম্বর নৌকাটা আকার পর আমি দূরের গাছপালা গুলো আঁকা শুরু করলাম।।
ষষ্ঠ ধাপ
এর সাথেই নদীর পাড়ের গাছটা এঁকে দিচ্ছি। দূরের গাছপালাগুলোর উপর দিয়ে শেড দিয়ে দিচ্ছি।
সপ্তম ধাপ
নৌকাগুলো জলের ওপর রয়েছে। এই কারণে আমি জলের ওপরে নৌকার ছায়া এঁকে নিচ্ছি।
ফাইনাল
এভাবেই এই স্কেচটা তৈরি হয়ে গেছে।
বাহ ছবি আঁকাটা খুব সুন্দর হয়েছে। তবে সত্যিই যেন দেখে মনে হচ্ছে আমাদের কৃষ্ণনগরের কদমতলা ঘাট। তবে কদমতলা ঘাটে হয়তো কতগুলো নৌকা থাকেনা কিন্তু ঠাকুর বিসর্জনের সময় নৌকা নিয়ে লোকজন দাঁড়িয়ে থাকে। তুমি খুব ভালো স্কেচ আঁকা শিখে গেছো। এত সুন্দর ছবি আঁকতে পারো সেটা এই প্লাটফর্মে তুলে না ধরলে জানতেই পারতাম না। আমি তো জানতাম তুমি শুধু দুষ্টুমি করতেই ভালো পারো। যাইহোক দিন দিন তোমার ছবি আঁকা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। খুব সুন্দরভাবে প্রতিটা ধাপের মাধ্যমে ছবিটা আমাদের মধ্যে তুলে ধরেছে। এইভাবেই আরো ভালো ভালো ছবি আঁকতে চেষ্টা করো। আশা করছি তুমি পারবে।
TEAM 1
Congratulations! Your post has been upvoted through @steemcurator03. Good post here should be..কিউব মেলানো সত্যিই কঠিন কাজ। আমি তো পারি না। আর খুব বেশি চেষ্টাও কখনো করিনি। তবে হ্যাঁ অনেকেই খুব সহজে মেলাতে পারে দেখেছি। তবে এর কোনো সূত্র আছে এটা আজ তোমার পোস্ট পড়ে জানলাম। তোমার মামা বাড়ির বিবরণ এতো সুন্দর করে দিয়েছ যে, মনে হলো চোখের সামনেই দেখতে পেলাম।
এবার আসি তোমার আঁকা ছবির কথায়।এককথায় অসাধারণ। এমন একটি দৃশ্য ছবির মাধ্যমে দেখতে যতখানি ভালো লাগছে,এর বাস্তবিক দৃশ্যও ততখানি সুন্দর হয়। ছবি আঁকতে না পারলেও এমন ছবি ছোটো বেলায় এক দুবার বোধহয় সকলেই এঁকেছি। তুমি প্রতিটি ধাপ খুব সুন্দর করে লিখেছ। এই ধাপ গুলো পড়েই একদিন এই ছবিটি আঁকার চেষ্টা করবো। তোমার এই প্রতিভা তোমায় আরও অনেকদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাক আমি সেই প্রার্থনা করি। খুব ভালো থেকো তুমি।
রুবিক্স কিউব মিলানো খুব কঠিন আবার সেটা শিখে গেলে সহজ। আমি অনেক চেষ্টার পর রুবিক্স কিউব মিলানো শিখেছিলাম। আমি যখন ষষ্ঠ শ্রেণিতে পড়তাম তখন আমার দাদার কাছ থেকে রুবিক্স কিউব মিলানো শিখেছিলাম। তোমার আর্ট বরাবরই খুব সুন্দর হয়। আজও তোমার আকা নৌকার ছবিও সুন্দর হয়েছে। ভালো থেকো।
আমি নিজের ছবি আঁকতে পারি না মাঝে মাঝে আপনার ছবি আঁকা দেখে আমি অবাক হই কিভাবে আপনি এত সুন্দর করে দৃশ্যগুলো ফুটিয়ে তোলেন তা দেখার মত।
নদীর পাড়ে সারি সারি নৌকা বাঁধা মেঘলা আকাশ দেখতে অসম্ভব সুন্দর লাগছে সত্যিই প্রশংসিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।