রোজীকে নিয়ে
আমার বড়দের সকলকে প্রণাম জানাই ।আজকে আমি আপনাদের সঙ্গে একটি short ভিডিও শেয়ার করছি। এটি আমার ইউটিউব চ্যানেলের প্রথম short ।তাই আমি যতটা পারি ততটা ভালো করার চেষ্টা করছি।
আর চমকানোর মতন ব্যাপার যে, ভিডিওগুলোতে আমার খুব কষ্ট করে ৫০ ভিউয়ার্স হতো ,এই ভিডিওটাই ফটাফট নব্বই পার হয়ে গেছে ।এখন যদি দেখি প্রায় একশোর উপরে মনে হয় চলে গেছে। এখন চেক করলাম ১১১ হয়েছে মানে এক সেকেন্ডের মধ্যে বা এক মিনিটের মধ্যে এই ১১১ হয়ে গেল।এখন বোধ হয় 517 ভিউয়ার্স।
আমার সাবস্ক্রাইবারও দুটো তিনটে বাড়লো।পরবর্তীকালে মনে হয় আরো বাড়বে, কারণ আমি যেগুলো আঁকি,সেগুলো সবাই পছন্দ করে অর্থাৎ অ্যানিমে বা গাড়ি বা সুপার হিরো এই তিন চারটে ছবি দিয়েছি। আর যেহেতু আমি এডিট করতে পারি তাই পুরো ভিডিওটাই আমি সবকিছু দিয়ে এডিট করেছি।
শর্টসের লিংক
আর আমার যা মনে হয় আমি যেহেতু আমার দুটো বন্ধু যাদের নাম্বার আমার মায়ের ফোনে সেভ করা, তাদেরকে পাঠিয়েছি এবং তারা রিপ্লাই দিয়েছে যে খুব ভালো ।আমার দিদিকেও দিয়েছিলাম দিদিও দেখেছে। আমার মাও দেখেছে ,শুধু আমার বাবা দেখেনি। তাছাড়া আমি মাঝখানে এফেক্ট গুলো খুব বেছে বেছে দিয়েছি। আমার মনে হয় যে এটা ভালোই পপুলার হবে।
যাই হোক আপনারা তো জানেনই যে আমার পাশের বাড়িতে একটা রোজী বলে কুকুর ছিল। সে চলে গেছে ।যদিও কারণ আমাদের পাশের বাড়িতে আমার কাকা এবং কাকিমাদের খুব চাপ। কাকিমার তো হাতে খুব ব্যথা ।তাছাড়া ঠাম্মা আর দাদুর কথাতো বাদ দেন, কারণ দাদু কাজে চলে যায় প্রতিদিন। শুধু ঠাম্মা বাড়িতে থাকে ।আর ঠাম্মা অনেক বুড়ি হয়ে গেছে, তাই তিনি ওই দুরন্ত পুঁচকে টাকে সামলাতে পারে না।
তাই জন্য যেখান থেকে নিয়ে এসেছে, সেখানে দিয়ে দিয়েছে। আবার যখন সিচুয়েশন ঠিক হবে, তখন নিয়ে আসবে। আমার খুব দুঃখ লাগছে ।আর আমি ওকে খুব মিস করছি। আমি এখানে একটা ছবি দিয়েছি, যখন ওর সঙ্গে দ্বিতীয় দিন দেখা হয় অর্থাৎ প্রথম দিনেই ও আমাকে চিনে গিয়েছিল, দ্বিতীয় দিন তো আমার কোলে বসেছিল।
ওরা ওকে এত যত্ন করে যে, ওকে বেবি টিস্যু দিয়ে পরিষ্কার করে। ছবি তোলার সময় ওকে পরিষ্কার করছিল ,আর ওর গা ঘষছিল বলে, ও আমার কোলে এসে বসেছিল । ও খুব কিউট দেখতে ।আমি এখনও ওকে খুব মিস করি।সব সময় আমি ওর সাথে থাকতাম। এখন আমি যদিও স্কুল এ যাই, তাও আমার মন খারাপ করে।
মানুষের চাইতে পশুরা অনেক বেশি বিশ্বস্ত এবং ভালবাসার মর্যাদা দিতে সক্ষম।
ওরা খুব সহজেই খারাপ ভালো বিভেদ করতে জানে।
আর মানুষের মতো ঠকাবার প্রবৃত্তি থাকে না এদের মধ্যে। আমারও খুব পছন্দ কিন্তু মুশকিল এদের খুব যত্ন করতে হয়, আর একলা সেটা পারে ওঠা বেশ কঠিন তাই নিজের ইচ্ছেকে খানিক দমন করে রেখেছি।
শখের বশে অবলা জীবকে এনে কষ্ট দেওয়া উচিত নয়। তোমার কি মনে হয়?
রোজীর গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। রোজীর গল্পটি অনেক ভালো ছিল। সত্যি রোজী অনেক সুন্দর একটি কুকুর। তোমার পোস্ট এর মাধ্যমে জানতে পারলাম তোমার একটি ইউটিউব চ্যানেল আছে। তোমার ইউটিউবের ছোট ভিডিও দেখে খুব ভালো লাগলো। এভাবেই এগিয়ে যাও।
ভালো থেকো ভাই।
আমি আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। পোস্টটি পড়ে জানতে পারলাম রোজি ব্যাপারে, আপনার রোজি অনেক কিউট। আমি ও অনেক পশুপাখি ভালোবাসি। পশুপাখিকে ভালোবাসা এটাও এক প্রকার
ইবাদত! পশুপাখি কে সবাই ভালোবাসতে পারে না। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আপনার ইউটিউবের ভিডিও গুলো আমি অবশ্যই দেখবো।