আমার আজকের সারাদিন টা যে ভাবে কেটেছে,, 21/06/2025

in Incredible India27 days ago (edited)

IMG_20250621_215958_368.jpg

সময় এমন একটা শব্দ যার গুরুত্ব অনেক বেশি, সময়ের কাজ সময় না করলে একটা সময় গিয়ে বড্ড আফসোস করতে হয়, এ শব্দ গুলোর অর্থ না আগে বুঝতাম না, এখনো যে খুব বুঝি তা না তবে যতটুকু বুঝি তাতেই অনেক আফসোস হয়।যদি এই জীবনে ফেলে রাখা সময় গুলো যদি আরো ভালোভাবে কাজে লাগাতাম তাহলে হয়তো বা নিজেকে আরও ভালো রাখার নিজেকে আরো অনেক কিছু শেখার সুযোগ করে দিতে পারতাম।

IMG_20250621_215958_920.jpg

যাই হোক, তবুও সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া তিনি অনেক ভালো রেখেছে আমার এই ছোট্ট জীবনে যতগুলো বছর পেরিয়ে গিয়েছে তাতে অনেক কিছু সংরক্ষণ করতে পেরেছি আমি, আলহামদুলিল্লাহ। আজ সকাল বেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে একটু পুকুর পাড় গিয়েছিলাম,এবং সেখানে গিয়ে দেখি পুকুরের মধ্যে একটা হিজল গাছ পড়ে আছে, গাছটা এভাবে পরে থাকলে পুকুরের মাছের অনেক ক্ষতি হবে,,।

IMG_20250621_215958_240.jpg

এটা একটা চিন্তার বিষয়, কিন্তু এত বড় গাছ কে উঠাবে, একটা সংসারে পুরুষ মানুষের গুরুত্ব যে কতখানি বেশি তা আমি এই এক মাসের মধ্যে হারে হারে বুঝতে পারছি, কি আর করার একজন লোক নিতে হবে এই গাছটা উঠানোর জন্য। এরপরে বাসায় চলে আসি হাতমুখ ধুয়ে আসতে ছেলে আমার উঠে গিয়েছে।

এর মাঝে শাশুড়ি আম্মা খাবার ঘরে গিয়ে সকালের চা তৈরি করেছে, এবং আমাকে ডাকছিলো চা খাওয়ার জন্য, তবে আমি খুব একটা চা খাই না যেহেতু সে বানিয়ে দিয়েছে একটু না খেলেও ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। তাই তার সম্মানার্থে খানিকটা খেয়ে নিলাম, এরপরে বাবুকে তার কাছে দিয়ে আমি সকালের নাস্তা তৈরি করলাম।

IMG_20250622_122649.jpg

প্রেসার কুকারে খিচুড়ি রান্না করেছি সাথে ছিল ডিম ভাজা , এরপরে আমরা দুজনে মিলে সকালের নাস্তা করলাম, আজ আমার ভুলের বেশি চাল ডাল নেওয়া হয়ে গিয়েছিল খিচুড়িটা ও বেশি রান্না করে ফেলেছে। কি আর করার তাই শাশুড়ি আম্মাকে বললাম দুপুরে রান্না করার দরকার নেই,, খিচুড়িটা ছিলো বাসমতি চালের আর আমি বাসমতি চালাই খিচুড়ি ভীষণ পছন্দই করি। তাই দুপুরে রান্না করার প্যারা নেই।

এরপরে আমার পার্টনার ফোন দিয়েছে,তার সাথে বাচ্চাদের কে নিয়ে বেশ খানিক টা সময় কথা বললাম, কারণ, আমার কাছে মনে হয় এই একটা মানসিক শান্তির জায়গা যত বড়ই খারাপ পরিস্থিতি আসুক না কেন এবং যতই খারাপ থাকি না কেন, আমার কাছে মনে হয় আমার পার্টনার যদি আমার পাশে থাকে এবং তার মিষ্টি কথা সব দুঃখই যেন দূর করে দিতে পারে,,। শাশুড়ি এবং বাচ্চাদের কে নিয়ে আমি আছি অনেক দূরে তার কাছ থেকে তবে, দূরে থেকেও সম্পর্ক টা যদি সুন্দর থাকে তাহলে দূরে থেকেও হাজার শান্তি।

IMG_20250621_215958_895.jpg

কথা বলা শেষ করে, কিছুটা কাজ করছিলাম বাচ্চাদের দিকে খেয়াল করলাম। ওদের কে গোসল করিয়ে দিলাম সাথে নিজেও গোসল করে নিলাম, এরপরে ডিপ ফ্রিজের মাংসের তরকারি ছিলো তাই বের করে গরম করে নিয়েছি সেই সাথে সকাল বেলার খিচুড়ি , এরপরে শাশুড়ি আমাকে ডেকে দুপুরে খাবারটা খেয়ে নিলাম সবাই মিলে।

খাবার শেষ করে খানিক টা সময় রেস্ট নিয়েছিলাম, এর মাঝেই পাশের বাসার এক কাকা আসলো, তাকে সকাল বেলায় খবর দেওয়া হয়েছিলো এবং তার সাথে আমার শাশুড়ি আম্মা কথা হলো কিভাবে আগামীকাল কে ওই গাছটা পুকুর থেকে তোলা যায়,,এরপর সে বললো আগামীকাল এসে গাছ টা তুলে দিবে,,।

সে চলে যাওয়ার পরেই, মাছ নিয়ে আসলো পাশের বাসার এক দিদি , ওই দিদির স্বামীর কাছে আমাদের পুকুর দেওয়া আছে, বছর শেষে মাছ এবং টাকা দেয় টাকা আগে দিয়ে দিয়েছে তবে, মাছ এখনো আনা হয়নি, কারণ একবারে অনেক গুলো এনে ফ্রিজ ভর্তি না করে দুই তিন বারে আনা টা এই ভালো। গতকাল কে বলা হয়েছিলো বড় দেখে দুইটা পাঙ্গাস মাছ দিতে তাই আজকে নিয়ে এসেছে।

IMG_20250621_215958_355.jpg

পাঙ্গাস মাছ আমার মেয়ে খুব পছন্দ করে, যেহেতু কাটা কম তাই ও খেতে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে, এরপরে শাশুড়ি আম্মা মাছ দুই টা কেটে ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলো,আর আমি অন্য দিকে অন্য কাজ করছিলাম বাহির থেকে জামা কাপড় আনা ঘর ঝাড়ু দেওয়া ইত্যাদি।

এ সমস্ত কাজকর্ম করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো, রাতে রান্না করতে হবে তাই আমি আগে থেকেই রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। অন্যদিকে শাশুড়ি আম্মা গ্যাসের চুলা একটু তরকারি রান্না করে নিবে। সন্ধ্যার পরে হালকা নাস্তা করে মেয়েকে পড়তে বসিয়ে ছিলাম।

ও হ্যাঁ প্রিয় বন্ধুরা বলতে ভুলে গিয়েছি, পোষ্টের মাঝে যে স্ক্রিনশট টা দেখতে পাচ্ছেন ওইটা আমি whatsapp থেকে নিয়েছিলাম।

যাইহোক, আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন,আসসালামু আলাইকুম।

Sort:  
Loading...