আমার পছন্দের কিছু ফটোগ্রাফি।
Photo edited by canva
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার খুব ভালো লাগার কয়েকটা ছবি,,।ফোনের গ্যালারিতে পড়ে আছে মাঝে মধ্যে মনে হয় ডিলিট করে দেই, কিন্তু ইচ্ছা করে না, ভালো লাগে তাই রেখে দিয়েছি যত্ন করে। কারণ কথা আছে যে জিনিস কাছে পাওয়া যায় না, সেগুলো দূর থেকে দেখলে চোখের শান্তি পাওয়া যায়।
এটা নিয়ে যদি আমি লিখতে চাই, তাহলে আমার দিন শেষ হবে না ঠিকই কিন্তুু আমার ভিতরে থাকা না বলা কথা শেষ হবে না। খুব মূল্যবান একটা স্মৃতি যত্ন করে রেখে দিয়েছি আমার কাছে আর আজ এই প্লাটফর্মে রেখে দিলাম। মাঝেমধ্যে মনে হয় ফোনে এত চাপ নিবে গ্যালারি তো থাকা কিছু ছবি ডিলিট করে দেই কিন্তুু কতবার যে হয়েছে ডিলিট করতে গিয়েও এই ছবিটা আমি ডিলিট করিনি।
আমি জানি একই আকাশের নিচে থেকে, একই দেশে থেকে হয়তো আমাদের আর কোনদিন এই দেখা হবে না, আমি সংসারে নিজেকে ব্যস্ত করে দিয়েছি। হয়তো বা সেও হয়েছে এতদিনে হয়তো বা আমাকে মনেও রাখিনি,আর এটাই স্বাভাবিক। তবে আমি এত কিছুর ভিড়ে ও এই ছোট জিনিস টা কে রেখে দিয়েছি।মায়া জিনিস টা বড় অদ্ভুত।।
এটা একটা লেহেঙ্গার ছবি আমার বেশ সখ ছিলো আমার বিয়ে দিনে একটা হালকা রংয়ের লেহেঙ্গা পরবো,তবে দুর্ভাগ্যবশত তা আর হয়নি,,কারণ বিয়ের মার্কেট টা আগে করা হয়ে গিয়েছিলো আর তখন আমি বলিনি। কি আর করার লাল রঙের বেনারসি পরে ছিলাম,, আমি সব সময় অল্পতেই সন্তুষ্ট থাকি তাই খুব একটা আফসোস করিনি কিন্তু ওই যে।
মনের মাঝে একটা না পাওয়া আকাঙ্ক্ষা রয়ে গিয়েছিলো।এরপর হাজব্যান্ড বেশ কয়েক বার বলছিল তবে ওই শখটা তখন ছিল না, কারণ বিয়ে, পার্টি বড় কোন অনুষ্ঠানে গেলে পরে পড়া যায়, আর আমি তো সবসময় বোরকা পরেই যাই। সে ক্ষেত্রে লেহেঙ্গা কেনার কোন প্রশ্নই আসে না,,।
তবে এবার যখন বসুন্ধরা সিটি কমপ্লেক্স শপিংমলে গিয়েছিলাম, তখন এই লেহেঙ্গা টা দেখে আমার বেশ পছন্দ হয়েছিলো,আর সে পুরনো সখ টা যেন আবার জেগে উঠেছিলো মনে হচ্ছিলো কিনে নিয়ে বাসায় ফিরি। কাছ থেকে দাঁড়িয়ে ছবি তুলছিলাম।
এবং পাশ থেকে হাসবেন্ড দাঁড়িয়ে এটা দেখছিলো, সে বলল চলো এটা কিনে দেই তোমাকে , কিন্তু আমি তখন তার এই কথাটাই খুশি হয়ে গিয়েছিলাম কারণ, আমি নিজেও জানি এটা কেনা একদম অসম্ভব স্বপ্ন ভাবা যাবে না কারণ,,এইটার প্রাইজ লেখা ছিল ২৫ হাজার টাকা ভাবা যায়। তো তাই জিনিস টা ছবি তুলেই ফোনে গ্যালারিতে রেখে দিলাম। দেখেই শান্তি।
একদিন দুপুর বেলা অপেক্ষা করতে ছিলাম বাসায় আসবে, আসছিল না অপেক্ষা করতে করতে দুপুর গড়িয়ে বিকাল, বিকাল থেকে সন্ধ্যায় বাসায় ফিরলো আমি তো রাগের একদম গরম হয়েছিলাম, আসলেই ফায়ার হঠাৎ বাসায় এসে কলিং বেল দিলো সন্ধ্যায় আমি দরজা খুলতেই কিছু যে বলবো তার আগে এই আমার সামনে এই ফুলের তোরা টা দিলো,
আর শুধু একটা কথাই বললো তোমাদের জন্যই আমার এত কষ্ট করা।তোমরা খুশি থাকলে আমিও খুশি।এই কথা বলে আমার সম্পূর্ণ রাগ টা নিমিষে শেষ করে দিলো, কিছু এই বলতে পারলাম না তার মুচকি হাসি দেখে। তাইতো এই সুন্দর অভিমানের কথা মনে পড়ে যখন এই ছবিটা দেখি।
আজ আমার ভালো লাগার কয়েক টা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম যে সাথে এখানেও স্মৃতি করে রেখে দিলাম। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।।