টানা বৃষ্টির কারণে,পুকুরের অবস্থা খারাপ।
আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আবহাওয়া গত এক সপ্তাহ যাবত খুবই খারাপ, একটানা বৃষ্টি হচ্ছে গতকালকে খানিক টা সময় থেমে ছিলো তবে, আজ আবার শুরু হয়েছে,,
আর এত এত বৃষ্টি হওয়ার কারণে, আমাদের প্রত্যেক টা পুকুরের অবস্থা খুবই খারাপ,আগে আমার শশুর ছিলেন তিনি এসব দেখা শোনা করতেন, সত্যি কথা বলতে, এসবের ধারে কাছেও কখনো যেতাম না, কোন বিষয় নিয়ে না । মাঝে মধ্যে একটু পুকুর পাড়ে হাঁটতে যেতাম সেটা অন্য বিষয়,কিন্তু পুকুরের কোন দায়িত্বে আমাদের নিতে হতো না।
শুধু দেখতাম বছর শেষে এই পুকুর থেকে এই মাছ। এই পুকুর থেকে এই টাকা টা এসেছে, এরকম সব গুলো পুকুর থেকে কখনো এর দায়িত্ব নেওয়ার ধারে কাছেও আমি বা আমার শাশুড়ি ছিলাম না।আমাদের বাড়ি টা রাস্তার এক পাশেই তবে, বাড়ির চারপাশে এই আছে পুকুর এছাড়াও অন্যান্য জায়গায় আছে, আমার এই বারে হাজব্যান্ড ছুটি থেকে যাওয়ার সময়, বাড়ির পাশে এক দাদার কাছে এই পুকুর গুলো সব দায়িত্ব দিয়ে গেছে।
কারণ, আমার পক্ষে তো অসম্ভব সংসারের পাশাপাশি আবার এগুলোর দিকে নজর দেওয়া তাহলে তো দেখা যাবে আমাকে খুঁজে পাবে না কোন এক সময়। তাই তাকে বলা আছে বছর শেষে মাছ এবং টাকা দিবে, এক কথায় আমাদের গ্রাম্য ভাষায় লিচে দেওয়া হয়েছে। শুধু একটা পুকুর আছে যেটা আমাদের বাসার একদম সাথে ওই পুকুর টা কখনোই আমার শ্বশুর মাছ বিক্রি করার জন্য চাষ করে নি। শুধু নিজেদের মাছ খাওয়ার জন্য চাষ করেছে।
তো আমার শাশুড়ি বলতে ছিলো এই পুকুরটা কারো কাছে না দেওয়ার জন্য, এটা নাকি তার অনেক পছন্দের। তাই এই পুকুরে বিভিন্ন ধরনের মাছ ছাড়া আছে , মাঝে মধ্যেই আমরা কাউকে দিয়ে ধরিয়ে রাখি। বলা যায় শুধু এই এক টা পুকুরের দেখা শোনা আমাদের করতে হয়।
তো এই কয়দিনে বৃষ্টিতে বাকি পুকুর গুলোর মতো এই পুকুরটার খুবই খারাপ অবস্থা, পার গুলো ডুবে যাওয়া পথে এবং প্রত্যেক টা গাছের গোড়ায় পানি চলে এসেছে, এবং প্রায় গাছ পড়ে যাচ্ছে, বলা যায় অনেক পরিমানে পানি হয়েছে গাছের গোড়ায় , এবং বেশ কিছু মাছ করে বের হয়ে গিয়েছে অন্য পুকুরে,,, কি করা যাবে তাই এক কাকে কে ফোন দিয়ে বললাম নেট এনে দেওয়ার জন্য , পানি ধরে রাখা যাবে না তবে মাছ কিছু ধরে রাখা যায় কি না সে চেষ্টা।কি আর করার আমিই গিয়ে পুকুর পাড় টা একটু দেখে আসলাম এরপর অনেক গুলো যে অবস্থা তা পর্যবেক্ষণ করলাম এরপর অনেক গুলো গাছের ডাল নিয়ে এসে ছিলাম বাড়িতে৷
এরকম যদি আরো বৃষ্টি হতে থাকে তাহলে পুকুরের সব মাছ বেরিয়ে যাবে, পুকুর তলিয়ে যাবে, অনেকের অনেক ক্ষতি হবে আর যাদের জমিতে ফসল আছে তাদের তো একদম মাঠে মারা।এমনিতেই আমাদের অনেক টাকার মাছ বেরিয়ে গিয়েছে পুকুর থেকে তারপরেও যদি একটু বৃষ্টিটা কমে কিছুটা রক্ষা হবে।
পুকুর পাড়ে এসে বেশ মনটা খারাপ হয়ে গিয়েছিলো,কথায় আছে যতনে রতন মিলে, যে কোনো জিনিস আপনি যত্ন করবেন সেই যত্নের করার জিনিসের অনেক সুন্দর ফল পাওয়া যায়। তো এরকম প্রত্যেকটা জিনিস,তবে সত্যি কথা বলতে কি আমার এসব জিনিসের প্রতি আগ্রহ কম, যাই হোক প্রার্থনা করছি যেন এমন বৃষ্টি না হয়,
আর এরকম মানুষের ভোগান্তিতে না পড়তে হয় টেনশনে না করতে হয়, যাইহোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
গত কয়েক দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং যার জন্য অনেক মানুষ অনেক অসুবিধার মধ্যে আছে আজকেও বাংলাদেশে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং একটু আগে জানতে পারি আমাদের বাসাতেও পানি বেঁধে আছে যেটা শুনে আমি অনেক অবাক হয়েছি কারণ আমার বয়সে আমি কখনো এটা দেখি নাই।
এবং আশে পাশের পুকুর খাল সবকিছু পানিতে তলিয়ে যাচ্ছে যেটা সত্যি অনেক দুঃখ জনক অনেক মানুষের অনেক ভাবে ক্ষতির মুখে পড়ছে এবং আপনাদের পুকুরে পানি অনেকটাই বেশি হয়েছে ছবিতে দেখে বোঝা যাচ্ছে এবং সত্যি এটা দুঃখ জনক আপনাদের মত আরো অনেক মানুষের সাথে এই ঘটনাটি ঘটে যাচ্ছে কি আর করার সবকিছু মেনে নিয়েই চলতে হবে এখন এই অবস্থাতে।