Better Life with Steem|| The Diary Game||9 july 2025||

in Incredible Indialast month

  • আমরা মানুষ, আমাদের প্রত্যেকের মাঝে যেমন একটা খারাপ দিক আছে, ঠিক তেমনি একটা ভালো দিক ও আছে।এটা যার যার ক্ষেত্রে ভিন্ন রকম হতে পারে, তবে আমার একটা ভালো দিক আছে হ্যাঁ, আমি এটাকে ভালোই বলবো কারণ আমি অনেক কে দেখেছি এর উল্টো,আর যার কারণে একটা সময় সম্পর্কের বিচ্ছিন্ন ঘটে, তবে আমার দিক টা হলো আমি কখনো কারো সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারিনা,, অপর ব্যক্তি কথা না বললেও আমি কেন জানি কথা বলি এবং সমস্যাটা সমাধান করারও চেষ্টা করি।

যেমন ধরুন আজ সকাল বেলা প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে, খিচুড়ি রান্না করেছিলাম, সেই সাথে সকালের বেশ কাজ করেছি ও খাওয়া-দাওয়া শেষ করে, ১০ মিনিটের মত বিশ্রাম নিবো আর সেই ফাঁকে হাসবেন্ডকে ফোন করলাম। এই ফোনটা কিন্তু আমার করার কথা ছিল না কারণ গতকাল রাতে আমি তার সাথে রাগারাগি করে ফোনটা রেখে দিয়েছিলাম তখন তো ভেবেই নিয়েছি আমি আর ফোন দিব না।

কিন্তুু এই যে নিজের অজান্তেই আবার ফোন দিলাম কথা বললাম,খোঁজখবর নিলাম সেও নিলো কিন্তুু কথা বলার শেষ করে আমার মনে পড়েছে আমি তো তার সাথে কালকে ঝগড়া করেছি। হ্যাঁ বলতে পারেন এটা হাসবেন্ড ওয়াইফ কিন্তুু আমার আত্মীয়-স্বজন এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে এই আমি কেন জানি রাগ করে থাকতে পারিনা। আর যদিও কখনো অপর ব্যক্তি আমার সাথে কথা না বলে তাহলে আমার নিজের ভিতর এত বেশি অনুশোচনা কাজ করে খুব খারাপ লাগে।

যাই হোক অনেক কথাই বললাম সকাল বেলার কাহিনী এবার বাদ দেই চলুন, দুপুর বেলায় যাওয়া যাক। কি আর বলব বর্তমানে গ্রামে যে অবস্থা বৃষ্টির কোন থামাথামি নেই দুদিন পরে আজ একটু বৃষ্টি টা কমেছে, তাই দুপুরে গোসলের আগে শাশুড়ি কে নিয়ে গিয়েছিলাম লেবু গাছের কাছে বেশ কয়েক দিন হয়েছি লেবু পাড়া হয় না, গাছে লেবু পেঁকে হলুদ হয়ে আছে। আর এত ঝামেলা করে কে বা পারবে তাই আজকে বেশ কিছু লেবু পাড়া হলো।

লেবু তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী কিন্তুু কেন জানি অলসতা করে খাওয়া হয় না। লেবু পড়া শেষ করে গোসল করে নামাজ আদায় করলাম যোহরের , নামাজ পড়া শেষে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়া-দাওয়া শেষ করার পরে নেমেছে বৃষ্টি বৃষ্টির মাঝে কি করবো,তাই মা ছেলে মিলে একটা ঘুম দিলাম,,।

ঘুম থেকে উঠে দেখি, আম্মা কাঁঠালের বীজ ভেজেছে বৃষ্টির মধ্যে এরকম গরম গরম খাবার খেতে কিন্তু বেশ ভালই লাগে। এরপরে গল্প করতে করতে কাঁঠালের বীজ খেয়েছিলাম এর মাঝে আবার হাজব্যান্ড ফোন দিল তাই তার সাথে কথা বললাম। কথা বলা শেষ করে খানিকটা সময় কাজ করেছিলাম এই যেমন ধরুন জামা কাপড় ভাঁজ করা, থালা বাটি ধোয়া খানিকটা সময় ঘর গোছানো।

এর মাঝেই সন্ধ্যা হলো,মেয়েকে পড়তে বসিয়ে ছিলাম।এইতো কিছুদিন আগে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হলো। তাই ভাবছি চতুর্থ বর্ষের বই গুলো কিনে আনবো অন্য কোন একদিন , না হয় পরে পারা যাবে না।।এ বছর প্রচুর পড়া কিভাবে যে কি করব সে টেনশনে রাতে ঘুম আসে না,, এর মাঝে আমার মেয়ের হোমওয়ার্ক করেছে , আজকে ওর ক্লাসের ম্যাম পেঁপে আম এবং পতাকা আঁকার জন্য দিয়েছিল তবে, আমাকে বলছে আম্মু তুমি কোন টা খেতে বেশি পছন্দ কর পাকা আম নাকি কাঁচা আম, আর পাকা পেঁপে নাকি কাঁচা পেঁপে তো আমি বলছি পাকা টাই আঁকো , পড়ালেখার মাঝে মা এবং মেয়ে দুই জনে মিলে বেশ সুন্দর একটা সময় কাটালাম।

এইতো এভাবে আমার আজকের দিনটা কেটেছে,, সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।।

Sort:  
Loading...

SPOT-LIGHT TEAM: Your post has been voted on from the steemcurator07 account.

Thank you for your valuable efforts! Keep posting high-quality content for a chance to receive more support from our curation team.

1000006091.png