Better Life With Steem | The Diary game ,june , 27 , 2025
Photo edited by canva
আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভাল আছি। আজ সকালে ঘুম ভেঙ্গেছে তখন প্রায় সাতটা বাজে ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে, শাশুড়ি আমাকে চা বানিয়ে দিয়েছে। মেয়েকে সকালের নাস্তা তৈরি করে দিয়েছিলাম নুডুলস, আর আমি সকালের নাস্তা করেছিলাম গতকাল কে পায়েশ ছিলো, ঠান্ডা পায়েস সাথে মুড়ি দিয়ে খেতে আমি বেশ পছন্দ করি। তাই সকাল বেলা আর অন্য কিছু খেতে যায়নি।
এরপরে ছোটখাটো বেশ কিছু কাজ করেছি , বাবুর ডায়পার ঝুড়ি থেকে শেষ হয়ে গিয়েছিলো, তাই আবার এক ঝুড়ি টাইপের নামিয়ে নিলাম, এরপরে বারান্দায় বসে বাবুর গায়ে তেল দিয়ে দিলাম। সকালে হালকা রোদে বসে বাবুদের গায়ে তেল দিয়ে সেই সাথে হালকা ব্যায়াম করি শরীরের জন্য খুবই উপকারী।আমি চেষ্টা করি প্রতিদিন যতই কাজ থাকুক এর মাঝ দিয়েও বাচ্চাদের সঠিক যত্ন নেওয়া।
এরপরে, শাশুড়ি আম্মাকে সিমের বীজ বের করে দিলাম, লাগানোর জন্য বেশ কয়েক জায়গা থেকে বীজ গুলো বপন করা হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এগুলো থেকে আমরা অনেক বেশি ফলন পাবো,এরপরে দুপুরে রান্নার জন্য শাশুড়ি আম্মাকে একটু গুছিয়ে দিলাম, আজ দুপুরে রান্না করা হয়েছিলো মুরগির মাংস,করলা ভাজি, ও বেগুন ভর্তা সবকিছু গুছিয়ে দিয়ে আমি, মেয়েকে গোসল করিয়ে দিলাম, সেই সাথে নিজেও গোসল করে নিলাম।
এরপরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম,বেশ দুষ্টু হয়েছে এখন ঘুম পাড়াতে অনেক টা সময় যায়। এরপরে জোহরের নামাজ আদায় করে সবাই মিলে একসাথে খাবার খেলাম । খাওয়া-দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে খানিক টা সময় বিশ্রাম করলাম।এর মাঝে হাজব্যান্ড ফোন দিলো তার সাথে বেশ কিছু সময় কথা বললাম,,।
সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় একটা সময় ছিলো,সে ফোন দেওয়ার আগে আমি ফোন দিতাম প্রত্যেকটা বেলায়, কিন্তু এখন সংসার বাচ্চাদের নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি, যে প্রতিবেলা তো দূরের কথা মাঝে মধ্যে এমন দিন যায়। সকালে এক বার আর রাতে একবার কথা হয়। আর বলা যায় এখন সেই বেশি ফোন দেয়।
যাইহোক, এরপরে একটু হাটাহাটি করছিলাম কারণ, সারাক্ষণ বাসার মধ্যে থেকে থেকে যেন এক ঘেয়েমি হয়ে যায়। এরপরে সবার জন্য হালকা নাস্তা বানিয়ে ছিলাম। সুজি ও কলা দিয়ে গরম গরম খাবার টা খেতে বেশ মজাই হয়েছিলো খাবার শেষ করতে না করতে সন্ধ্যা হয়ে গেল,।
মাগরিবের আযানের পরে মেয়ে কে পড়তে বসিয়ে ছিলাম। বেশ কিছু সময় পর লেখাপড়া শেষ করলাম, এরপরে মেয়ে কে রাতের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম।এর পরে শুরু হলো আমার কাজকর্ম, রাতের খাবার খেয়ে, হালকা করে দাঁত ব্রাশ করে নিয়েছিলাম এরপরে পোস্ট লেখা শুরু করি। এবং ইচ্ছা আছে পোস্ট করার পরে ঘুমিয়ে পড়বো,,,।