Better Life with Steem// The Diary Game// 4 August 2025//

in Incredible India4 days ago (edited)

Neutral Minimalist Romantic Photo Collage (2).pngPhoto edited by canva

আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবার ও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আর একটি পোস্ট নিয়ে।। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে।

প্রতিদিনের মতো আজ ও স্বাভাবিক ভাবেই ঘুমটা ভেঙ্গে ছিলো,উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে সকাল সকাল সবার জন্য রান্না করলাম, আজ সকালের নাস্তা বানিয়ে ছিলাম ঝোল খিচুড়ি, গতকাল কে রাতে আমার মেয়ে এই খিচুড়ি টা খাওয়ার কথা বলছিলো, তাই আজ সকাল বেলায় রান্না করে দিলাম।

খাওয়া-দাওয়া শেষ করে কিছু কাজ করলাম, আর যাই হোক না কেন সংসারের কাজ কখনো কমে না একটার পর একটা করাই লাগে। এটা গুছিয়ে রাখি দেখি অন্য একটা অগোছানো আছে। মাঝেমধ্যে এত কাজ করতে করতে খুবই বিরক্ত হয়ে যায় সংসারের কাজের প্রতি অনীহা চলে আসে। তবে,এই কথাটা কখনো বাস্তবে পরিণত করতে পারবো না, যতদিন বেঁচে আছি করে যেতে হবে।

এরপরে পাশের বাসার এক কাকি আসলো তাকে দিয়ে দুইটা ঝাড়ু বানিয়ে রাখলাম।অনেকদিন হয়েছে উঠান ঝাড়ু দেওয়ার ঝাড়ু ওটা ভেঙ্গে গিয়েছিলো তাইতো তাকে দিয়ে করিয়ে রাখলাম। যদিও আমি একবার ইউটিউব দেখে শিখেছিলাম তবে, খুব একটা ভালো হয় না।তাই তাকে দিয়ে নতুন করে দুইটা ঝাড়ু বানিয়ে নিলাম।

এরপরে দুপুর বেলা দুপুরে রান্নার জন্য গুছিয়ে নিলাম। দুপুরের রান্নাটা শাশুড়ি আম্মা করে তবে রান্নার জন্য প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে আমাকে দিতে হয়।এরপরে রান্না ঘরের কাজ শেষ করে মেয়ে কে গোসল করিয়ে দিলাম। সেই সাথে নিজেও গোসল করে নিলাম।এরপরে যোহরের নামাজ আদায় করে, দুপুরে খাবার খেয়ে খানিক টা সময় রেস্ট নিয়েছিলাম।

এরপরে বিকাল বেলা একটু রাস্তা দিয়ে হাটাহাটি করছিলাম, সেই সাথে আমাদের অনেক পাট উঠেছে সেদিন একটা পর্যবেক্ষণ করলাম। পুকুর পাড়ে এসে দেখি যে কাকার কাছে আমাদের জমি দেওয়া ছিলো, সে পাট গুলো পরিষ্কার করছে।গতবছর আমাদের বেশ কয়েকটা জমিতে হয়েছিলো তবে এ বছর আমার শ্বশুর না থাকার কারণে মাত্র দুইটা জমিতে পাট লাগানো হয়েছে।এর মূল উদ্দেশ্য ছিলো পাট করি জন্য সারা বছর আমরা জ্বালানি হিসাবে এ পাট করি ব্যবহার করে থাকি। তার পাশাপাশি পার্টগুলো বিক্রি করে কিছু অর্থ পাওয়া যায়।

তবে, এগুলো বেশ পরিশ্রমে এবং ধৈর্যের কাজ যেহেতু পুরুষ মানুষ বাসায় থাকে না। তাই এখন এই কাজ থেকে যতটা দূরে থাকা যায় ততই ভালো আমার কাছে মনে হয়। কারণ আমি একা এত দিকে মন দিয়ে পারিনা।

00604b9b-de75-4cd3-8d30-51846e265fdf.jpg

এরপর আমার শাশুড়ি আম্মা ডাক দিলো বাসায় চলে আসি এবং সন্ধ্যার আগে একটু বাজারের দিকে গিয়েছিলাম, এবং বাজার থেকে ফেরার পথে কিছু ফল কিনেছিলাম , ফলের যে দাম এতে মনে হয় বিভিন্ন ধরনের ফলের চাষ করাই ভালো। কিছু হোক বা না হোক পরিবারের চাহিদা টা তো মিটাতে পারবো। আমি ডালিম কিনেছিলাম সেই সাথে কিছু আম। এরপরে বাসায় চলে আসি এর মধ্যে মাগরিবের আযান হয়ে গিয়েছিলো,,

হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে, সবাই মিলে ফল দিয়ে হালকা নাস্তা করার পরে, মেয়েকে পড়তে বসিয়ে ছিলাম সেই সাথে নিজে ও একটু কাজ করছিলাম, এইতো এইভাবে আমার আজকের দিনটা শেষ করেছি আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া খুব সুন্দর একটা দিন পার করতে পেরেছি। তো সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ।।

Sort:  
Loading...