বেড়াতে যাওয়ার মূহুর্ত

in Incredible Indiayesterday

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলের ভালো আছেন ।আজকে আবারো নতুন একটা পোস্ট হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG_20250921_091802.jpg

গতকালকে আপনাদের শেয়ার করেছিলাম আমার বেড়াতে যাওয়ার জন্য একটা ব্যস্ততম দিন। আজকে শেয়ার করব সকলে মিলে একসাথে বেরিয়ে পড়ার আনন্দ। গতকালকে রাত সাড়ে নটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম যেখান থেকে একসাথে সকলে মিলে বের হবো। বাড়ি থেকে আমি, কাকু ,কাকিমা ,ভাই এই চারজন প্রথমে চলে গিয়েছিলাম। সন্ধ্যা পাড়া নামে একটা জায়গাতে। ওখানে বেশ কিছু লোক মাটির কাজ করে ।তারাও যাবে তাই ওখানেই চলে গিয়েছিলাম। বাড়ির কাছ থেকে টোটো ধরে যেতে হয়। আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই। সেখানে যাওয়ার মাত্র দেখলাম তখন সকলে যাবার প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, টোটো আসার অপেক্ষায়। মোট ২৫ জন মিলে যাবো ।

IMG_20250921_091819.jpg

টোটো আসতে একটু দেরি করেছিল ।তাই সকলে মিলে অপেক্ষা করছিলাম । টোটো যখন আসলো তখন প্রায় রাত দশটা বাজে। এদিকে আমাদের ট্রেনের টাইম রাত সাড়ে ১১ টায় ।টোটো করে নবদ্বীপ আসতে প্রায় অনেকক্ষণ সময় লাগে। তাতে আবার রাস্তায় জ্যাম হয় ।আবার কখন হয় রেললাইন গেটও পড়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে টোটো করে বেরিয়ে আসবার সময় এক কাকিমা তার ওষুধের বাস্ক ফেলে চলে আসে ।রাস্তায় আর এক কান্ড অপেক্ষা করার পর তাদের বাড়িতে থেকে ওষুধের বাস্ক দিয়ে গেল। তারপরে আবারো বেরিয়ে পড়েছিলাম। আসলে একটা জিনিস ভুলে গেলে টেনশন শুরু হয়ে যায় কাকিমারও হয়ে গিয়েছিল।

IMG_20250921_091846.jpg

এরপর রাত ১১ঃ৩০ টা নাগাদ স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। স্টেশন পুরো ফাঁকা আমরা ২৫ জন ছাড়া আর কেউ ছিল না। মাত্র ১০ মিনিট অপেক্ষা করার পর ট্রেন এসে পড়ে ছিল। এইপর সকলে হুড় মুড়িয়ে ট্রেনে উঠতে ব্যস্ত।ট্রেনে উঠে সকলে সকলের সিট নাম্বার খুঁজতে ব্যস্ত।সিট নম্বর আলাদা হওয়ায় একেক জায়গায় একেক জনকে বসতে হয়েছিল। সকলে রাতের বেলা ঘুমানোর জায়গা পেয়েছিলাম। কিন্তু ট্রেনের মধ্যে কি আর ঘুম হয় ।রাতের বেলাতে ট্রেন এত জোরে চলছিল যে মাঝে মাঝে ঘুম ভেঙ্গে যাচ্ছিল ।আর মনের মধ্যে ভয় বাসা বাঁধছিল। রাত কোনরকম কাটানোর পর সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে গিয়েছিল। ঘুম ভেঙে যাওয়ার পর বাইরের পরিবেশটা দেখতে অসাধারণ লাগছিল।

আসলে মাঝরাতে যখন খুব জোরে ট্রেন চলছিল তখন সেই ট্রেনের ভয়াবহ দুর্ঘটনামূলক কথা মনে পড়ে যাচ্ছিল। তাই আরো ঘুম হয়নি ।যাইহোক সকালবেলা উঠে ফ্রেশ হওয়ার পরে সকলে মিলে চা খেয়ে নিয়েছিলাম। প্রথমেই আমাদের জন্য দু কাপ দুধ চা নেওয়া হয়েছিল। আমরা উপর থেকে নামার সময় চার গুলো পড়ে যায়। একেক জায়গায় বেশ ভালো লাগছিল ।কোথাও ঘন কুয়াশা ।কোন কিছুই দেখা যাচ্ছে না। আবার কোথাও মেঘেদের ফাঁক দিয়ে সূর্যি মামা উঁকি দিচ্ছে। আজ ছিল শুভ মহালয়া, মহালয়া দেখতে দেখতে ভোরবেলাটা সুন্দরভাবে কেটে গিয়েছে। তবে এখনো আমরা নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারিনি। সকলে মিলে খুব মজা আনন্দ করতে করতেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবো। অনেক রকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। অনেক কিছুর মুখোমুখি হচ্ছি।


আজ এই পর্যন্তই ।আবার পরের মুহূর্ত অন্য কোন পোস্টে শেয়ার করে নেব ।সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
Loading...

Congratulations!! Your post has been upvoted through steemcurator06. We encourage you to publish creative and quality content.

Curated By: @wirngo