এলোমেলো কিছু ফটোগ্রাফি
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি সকলেরই ভালো লাগবে।
আষাঢ় -শ্রাবণ মাস এই দুটো মাস নিয়ে হয় বর্ষাকাল। বর্ষাকালে বৃষ্টি যেমন ভীষণ ভালোবাসি। ঠিক তেমনই বর্ষাকালে অনেকেরই অনেক কাজের ক্ষতি হয়। এখন শুধু বর্ষাকাল বলেই নয় ।বেশ কিছুদিন আগেও বেশ কয়েক দিন ধরে বৃষ্টি শুরু হয়েছিল। আবার যখন তখন বৃষ্টি আসলে কাজে বেশি সমস্যা হয়। বর্ষাকালে কখনো আকাশে কালো মেঘ। কখনো আবার হুটহাট করে ফিসফিস করে বৃষ্টি পড়ছে। আবার কখনো ঝম ঝমিয়ে বৃষ্টি। প্রত্যেকদিনই মেঘ বৃষ্টি খেলা চলছে। আবারো কখনো কখনো বৃষ্টির পরে কড়া রোদ। এই রোদকে কেউ কেউ বলে বাঘের মতো রোদ উঠেছে। এইরকম রোদ উঠলে বেশি গরম করে। তবে এত বৃষ্টির মাঝেও কিন্তু মাঝে মাঝেই প্রচন্ড গরমে মানুষ হাঁসফাঁস করছে। কখনো বা লেগে থাকছে সারাদিন ধরে টিপটিপ করে বৃষ্টি। তবে এই বৃষ্টির সময় রাস্তায় বেরোতে ভীষণ অস্বস্থি বোধহয়। রাস্তাঘাট ভীষণ নোংরা থাকে। বিশেষ করে শহরে রাস্তাঘাটে একদমই যাতায়াত করা যায় না।
সেদিন হঠাৎ করেই সকালবেলায় উঠে দেখি আকাশে কালো মেঘ ।খানিকক্ষণ পরে শুরু হয়ে গেল বেশ ঝমঝমিয়ে বৃষ্টি। মাঝে মাঝে আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছিল। বিদ্যুৎ চমকাচ্ছিল ।এমনকি দূরে বাজ পড়ার শব্দ পাচ্ছিলাম ।আবারও বৃষ্টি কমার পর দেখি আকাশে যেন পেঁজা তুলোর মত মেঘ ভেসে বেড়াচ্ছে। ঠিক যেন মনে হচ্ছে শরতের আকাশ। খানিকক্ষণ বৃষ্টি হবার পর যখন কড়া রোদ উঠতে দেখলাম আকাশের দিকে তাকিয়ে আকাশটা ভীষণ ভালো লাগছিল। বৃষ্টির সময় গাছগুলো ঠিক যেমন আনন্দে মাথা দোলাচ্ছিল। আবারও খানিকক্ষণ পর যখন রোদ উঠল তখন গাছের দিকে তাকিয়ে দেখলাম সূর্যের আলো পড়ে গাছ গুলো একদম ঝলমল করছিল। আমার বোন সাথে সাথে আমাকে ছাদে ডেকে নিয়ে গিয়েছিল কিছু ছবি তোলার জন্য। আমিও ওর কথা মতো বেশ কিছু ছবি সংগ্রহ করেছিলাম। কারণ ও ছোট হলেও এই প্লাটফর্মে কাজ সম্পর্কে অনেক কিছুই জেনে গেছে ।তাই প্রচুর কাজে আমাকে সাহায্য করে।
এরপর যখন বিকেল বেলায় ছাদে চলে গিয়েছিলাম তখন দেখলাম আকাশটা একদমই অন্যরকম লাগছে। রং বেরঙের মেঘ ভেসে বেড়াতে দেখে সত্যিই খুব ভালো লাগছিল। বিকেল বেলায় ছাদে ঘোরাঘুরি করলে মনটা একটু ভালো লাগে ।শান্ত পরিবেশে বসে বসে আকাশের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। খোলা আকাশের দিকে তাকিয়ে অনেক কিছুই মনে পড়ে। ঝাঁকে ঝাঁকে পাখিরা নিজের বাসাতে ফিরতে ব্যস্ত থাকে ।আবার একটু সন্ধ্যা হলেই রাতের বেলায় নিশাচর প্রাণীরা বেরিয়ে পড়ে। ঠিক যেমন সন্ধ্যা হতেই ঝাঁকে ঝাঁকে বাঁদুর গুলো আকাশে উড়ে যাচ্ছিল। তবে বিকেল বেলায় মেঘটা দেখে মনে হচ্ছিল একদম সিঁদুরে রাঙা মেঘ করে রয়েছে। এটা কে আবার অনেকেই গোধূলি লগ্ন বলে।
তবে আজকের ছবিগুলো এই বর্ষার বেশ কিছুদিন আগের তোলা। তখন প্রত্যেকটা দিন মেঘ বৃষ্টির খেলা চলত। কিন্তু এক টানা এক নাগারে বৃষ্টি হয়নি। তাই সেদিন বেশ কিছু আকাশের মেঘেদের ফটোগ্রাফি করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করে নেব বলে। আমি খুব ভালো ফটোগ্রাফি করতে পারি না ।তবু একটু চেষ্টা করেছিলাম ।আজ এই পর্যন্তই।
আবারো অন্য কোন পোস্ট নিয়ে হাজির হব আপনাদের মাঝে ।সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟