নিরামিষ পনিরের রেসিপি||paneer recipe!! video link

in Incredible India2 days ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন?আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG20250213134244.jpg

আজকে আপনাদের মাঝে শেয়ার করব নিরামিষ পনিরের তরকারি। নিরামিষের দিনে নিরামিষ তরকারির খুব ভালো স্বাদ তৈরি করা আমার কাছে ভীষণই কঠিন ।কারণ আমি নিরামিষ রান্না করতে একদমই পছন্দ করি না। তাতে আবার একদমই কম মসলা দিয়ে যেকোন পদ তৈরি করা ।বেশি মসলা দিয়ে যেকোনো তরকারি রান্না করা আমাদের বাড়িতে একদমই হয় না। কারণ আমরা সব সময় স্বাস্থ্যের দিকটা আগে ভাবি। বেশি রকমের মসলা দিয়ে যেকোন রেসিপি তৈরি করলে শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক ।তাই আমরা ঘরোয়া পদ্ধতিতেই সব সময় যেকোনো রেসিপি তৈরি করে থাকি। কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমার হাতে নিরামিষের দিনে নিরামিষ তরকারি খেতে শাশুড়ি মা , শশুর মশাই সকলেই পছন্দ করেন।


ভিডিও লিংক

রান্না করতে খুব একটা ভালোবাসি না ।তবু ও যে রান্না করি না কেন সেটা ভালো করে রান্না করার চেষ্টা করি। এই রেসিপিটি বেশ কিছুদিন আগে তৈরি করেছিলাম। আপনাদের মাঝে শেয়ার করা হয়ে ওঠেনি। তাই আজকে নিরামিষ আলু পনিরের তরকারি শেয়ার করছি।

চলুন তাহলে শুরু করি নিরামিষ আলু পনিরের রেসিপি:-

উপকরণ
নংসামগ্রীপরিমাণ
আলু২ টো
পনির২০০ গ্ৰাম
মটরশুঁটিপরিমাণ মতো
কাঁচা লঙ্কা৪ টে
টমেটো১ টা
সরিষার তেলপরিমাণ মতো
শুকনো লঙ্কা১ টা
গোটা জিরেসামান্য
দারচিনিসামান্য
১০এলাচ১ টা
১১লবঙ্গ১ টা
১২তেজপাতা১ টা
১৩লবণস্বাদ অনুযায়ী
১৪হলুদপরিমাণ মতো
১৫আদা বাটাহাফ চামচ
১৬জিড়ে গুঁড়ো১ চামচ
১৭মিট মসলা১ চামচ
১৮চিনি১ চামচ
১৯গরম মসলাহাফ চামচ
২০ঘিসামান্য

IMG_20250813_141620.jpg

প্রথম ধাপ

আমি প্রথমেই পরিমাণ মতো আলু কেটে নিয়েছিলাম। এর সাথে কিছুটা পরিমাণ মটরশুঁটি, টমেটো আর চারটি মত কাঁচালঙ্কা কেটে ধুয়ে রেডি করে নিয়েছিলাম।

IMG_20250813_143351.jpg

দ্বিতীয় ধাপ

এবারে পরিমান মত পনির নিয়ে নিয়েছি ।পনির খুব ভালো করে ধুয়ে নিয়ে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী কেটে নেবেন।

IMG_20250813_143445.jpg

তৃতীয় ধাপ

এরপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে কড়াইতে দিয়েছি পরিমাণমতো সরিষার তেল। তেল গরম হলে তেলের মধ্যে সামান্য লবন, হলুদ অ্যাড করে দিয়েছি। এবারে লবণ ,হলুদ তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর কেটে রাখা পনির গুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে।

IMG_20250813_143554.jpg

চতুর্থ ধাপ

এবারে ওই তেলের মধ্যে গোটা গরম মসলা যেমন:- গোটা জিরে ,শুকনো লঙ্কা ,এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হবে।

IMG_20250813_143641.jpg

পঞ্চম ধাপ

এরপর ওই তেলের মধ্যেই কেটে রাখা আলু গুলো দিয়ে দিতে হবে আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় আমি পরিমান মত লবন ,হলুদ দিয়ে দিয়েছি।

IMG_20250813_143733.jpg

ষষ্ঠ ধাপ

আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে কেটে রাখা কাঁচা লঙ্কা ,টমেটো কুচি ,আর ছাড়িয়ে রাখা মটরশুঁটি গুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে।

IMG_20250813_143827.jpg

সপ্তম ধাপ

এরপর খুব ভালো করে ভাজা হয়ে গেলে মসলা দিয়ে দিতে হবে ।মসলা তে আমি ব্যবহার করেছি আদা বাটা, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এক চামচ মিট মসলা দিয়ে আরো ভালো করে কষিয়ে নিতে হবে ।

IMG_20250813_143933.jpg

অষ্টম ধাপ

যখন মসলা থেকে হালকা তেল ছাড়বে তখনই পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। যেহেতু আগে থেকে খুব ভালো করে আলুগুলো ভাজা হয়েছিল। তাই বেশিক্ষণ ঢেকে রাখার দরকার নেই। ঝোলটা ফুটে উঠলেই ঢাকনা খুলে ভেজে রাখা পনির গুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে।

IMG_20250813_143029.jpg

নবম ধাপ

পনির গুলো দেওয়ার খানিকক্ষণ পর ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটে উঠলে এক চামচ চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে।

IMG_20250813_143044.jpg

দশম ধাপ

এবারে এক চামচ গরম মসলা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।

IMG_20250813_143104.jpg

তৈরি

শেষে সামান্য একটু ঘি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষের দিনে আলু পনিরের রেসিপি।

IMG_20250813_141807.jpg

আমি এই রেসিপিটি একদমই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছিলাম ।খেতে দুর্দান্ত হয়েছিল। দুপুর বেলায় গরম গরম ভাতের সাথে এইরকম রেসিপি খেতে অসাধারণ লাগে ।আপনারা চাইলে বাড়িতে এই রকম রেসিপি তৈরি করতে পারেন। যারা পনির খেতে পছন্দ করেন তারা এরকমই পনির তরকারি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এরকম রেসিপি বাড়িতে তৈরি করে খেলে স্বাস্থ্যের পক্ষে অনেকটাই উপকারী। আপনারা চাইলে অন্যান্য মসলার অ্যাড করতে পারেন। আমি একদমই সাধারণভাবে তৈরি করেছি। ভিডিও লিংক দেওয়া থাকলো আপনারা চাইলে দেখতে পারেন।

IMG20250213134244.jpg


আজ এইখানেই শেষ করছি, আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে ।সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
Loading...