Better Life with Steem|| The Diary Game||10- July-2025||

in Incredible Indialast month (edited)
Untitled design (2).png
Made by Canva

Hello,

Everyone,

সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিনিয়ত অনলাইন মাধ্যমে যে খবরগুলো চোখের সামনে ভেসে আসছে, তা সত্যি ভাবার বিষয় ।দিন দিন মানুষের ভেতর থেকে মনুষত্ব বোধটাই চলে যাচ্ছে ।মানুষ মানুষের প্রতি একটা মিল ছিল, মমতা ছিল , সেটা যেন দিন দিন কমে যাচ্ছে ।সবাই শুধু টাকা-পয়সা,জায়গা-জমি নিয়ে খুবই ব্যস্ত।

একটু ভেবে দেখুন, যখন আমরা এই পৃথিবীতে এসেছিলাম আমরা কোন কিছু সঙ্গে নিয়ে আসিনি ।আবার যখন এই পৃথিবী থেকে আমরা চলে যাব তখন আমাদের অর্থ-সম্পদ কোন কিছুই আমাদের সঙ্গে যাবে না। শুধুমাত্র আমাদের কর্মফল সঙ্গে যাবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম।

IMG_20250710_083857.jpgIMG_20250710_210938_597.webp

এবার চলে আসি আমার ১০ তারিখের দিনলিপি নিয়ে। আজ বৃহস্পতিবার সকালে উঠে ঘরে অনেক কাজ করতে হয়েছিল। সকালবেলা নাস্তা করি এর মাঝে কাজের মাসি চলে আসে । কাজ শেষে তাকে নাস্তা খেতে দিলাম, তিনি নাস্তা খাচ্ছিল আর কিছু কথা বলছিল। তার বস্তির পাশে একটি পরিবারে ঘটে যাওয়া ঘটনা বলছেন।

দুই সন্তান নিয়ে এক রিক্সা চালকের ছোট পরিবার খুব ভালোই যাচ্ছিল হঠাৎ তাদের স্বামী-স্ত্রীর ভিতরে কলহ শুরু হয়ে যায় ।একদিন শোনা যায় তার স্ত্রী সন্তানদের ছেড়ে অন্য একটি ছেলের সাথে চলে যায়।তার সাথে নতুন করে সংসার বাঁধে । রিক্সা চালক আবার নতুন করে বিয়ে করে। কিন্তু সে সংসারেও ততটা সুখ ছিল না। প্রায় প্রতিদিনই ঝামেলা লেগেই থাকে ।

নতুন স্ত্রী প্রতিদিনের মত কালও গৃহকর্মীর কাজে বেরিয়ে যায়। রিক্সা চালক কজে না গিয়ে প্রথমে তারা দুই সন্তানকে হত্যা করে এবং নিজেও আত্মহত্যা করবে এমন সময় তাকে ধরে ফেলে এলাকাবাসী। তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। লোকটা হয়তো তার মন-মানসিকতার সাথে আর পারছিল না তাই হয়তো সে এমন একটি কাজ করেছে। ছেলে দুটি অকালে প্রাণ হারালো।

IMG_20250710_112400.jpg

প্রতিনিয়ত এরকম খবর আমরা অনলাইন মাধ্যমে দেখতে পাই। মাসি কাজ করে যাওয়ার পরে আমি প্রার্থনা সেরে দুপুরে রান্নায় চলে আসি। আমি প্রতিদিনই চেষ্টা করি রান্না শুরুতে সমস্ত কিছু কেটে ধুয়ে রেডি করে রাখি, তারপরে একটানা ঝটপট রান্না করে ফেলি। আমি কাঁঠাল খেতে ততটা ভালোবাসি না কিন্তু কাঁঠালের বিচি ভর্তা খেতে খুবই ভালোবাসি।

চিংড়ি মাছ, কাঁঠালের বিচি, শুকনো মরিচ এবং রসুন দিয়ে একটি ভর্তা তৈরি করেছিলাম ।খেতে সেই স্বাদ হয়েছে । আমার শাশুড়ি মা ভর্তা খুব পছন্দ করতেন। তিনি যখন বাসায় আসতেন আমরা দুজনে প্রায় বিভিন্ন ধরনের ভর্তা করতাম।আর্মি বাবু ভর্তা অতটা পছন্দ করেনা তাই আমার বেশি একটা ভর্তা করা হয় না ।

IMG_20250710_125717.jpg

এই বৃষ্টির দিনে ভাজি. ভর্তা বেশি ভালো লাগে ।সমস্ত রান্নার শেষে মা-মেয়ে দুপুরে খাবার খেয়ে নিলাম। কিছু সময় বিশ্রাম নিলাম। প্রতিদিনই সন্ধ্যাবেলা বাড়তি আরেকটা টেনশন থাকে বাচ্চারা কি খাবে । সন্ধ্যার নাস্তায় তারা একেক দিন একেকটা খেতে চায় ।এখন তো বড় হয়ে গেছে ,এখন তার বায়নাও বেড়ে গেছে ।আজ খেতে চেয়েছিল ”কোরিয়ান চিলি পটেটো”।

1000015546.jpg

সারাদিন কাজ করার পরে বারতি কিছু তৈরি করতে ভালো লাগছিল না ।সন্ধ্যাকালীন প্রার্থনা করে রান্না ঘরে গেলাম। আলু গুলো সিদ্ধকরে ১ম ধাপ আমি তৈরি করেছি শেষের দিকে মেয়ে আমাকে সাহায্য করেছিল ।সত্যি সন্তান বড় হয়ে গেলে মায়ের অনেক উপকারে আসে। মাকে অনেক কাজে সহযোগিতা করে।

IMG_20250710_132456.jpg

সে ততটা কাজ পারে না তারপরও যতটুকু আমাকে সাহায্য করে তাতে আমি অনেক খুশি। মেয়ে তৈরি করে নিলো করিয়ান চিলি পটেটো । এভাবে কেটে গেল আমার আরেকটি দিন এবং রাতে খাওয়া দাওয়া শেষে নতুন সকালের আশায় ঘুমিয়ে পড়লাম। আশা করি আপনাদের দিনগুলো ভালই কেটে যাচ্ছে। তো ভালো থাকুন এবং সুস্থ থাকুন ।আজ এখানেই বিদায় নিচ্ছি।

Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 last month 

আপনার মত এই ভাবে যদি আমরা সবাই চিন্তা করতাম তাহলে হয়তো বা আমাদের মাঝে হিংসা বা মারামারি ঝামেলা গুলো আর থাকত না এটা ঠিক আমরা এসেছি একা যাওয়ার সময় যাবো একা যাবে শুধু আমাদের কার্যক্রম গুলো আমরা ভালো কাজ করলে সেটার ফল অবশ্যই পাবো কিন্তু আমরা এই দিন দুনিয়াতে শুধু টাকা জমি জায়গা নিয়েই ব্যস্ত থাকি।

আপনার একটি দিনের কার্যক্রম গুলো আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন যেটা দেখে অনেক ভালো লাগলো এবং অনেক সুন্দর সুন্দর খাবার আপনি তৈরি করে আমাদের মাঝে সেগুলো শেয়ার করেছেন দেখে বেশ ভালই লাগছে।

Loading...