Better Life with Steem|| The Diary Game|| 17- 09-2025||
![]() |
---|
Made by Canva |
Hello,
Everyone,
আজ (17- 09-2025)বিশ্বকর্মা পূজা ছিল।খুব সকাল সকাল ঘুম থেকে উঠলাম । উঠে ফ্রেশ হয়ে পুজোর আয়োজন করি । ”বিশ্বকর্মা পূজা” আমি ততটা ঘটা করে পালন করতে পারি না। আমার (শ্বশুরবাড়ি) গ্রামের বাড়িতে করা হয় ।যেহেতু ওদের ব্যবসা আছে, কৃষি কাজ করেন । কৃষি কাজের বিভিন্ন যন্ত্রপাতি পুজো করে থাকেন।
![]() |
---|
”বিশ্বকর্মা” ঠাকুরকে বিশ্ব গড়ার কারিগর বলা হয় । তাকে একজন স্থাপতি হিসাবে মানা হয় । কথিত আছে ,হিন্দু ধর্ম রীতিতে মনে করা হয় ”জগন্নাথ দেবকে” সৃষ্টি করেছিলেন এই বিশ্বকর্মা দেব।যারা ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে থাকেন তারা বিশ্বকর্মা পূজা করে থাকেন।বিভিন্ন কলকারখানা বা লোহার সরঞ্জামাদি পুজো করা হয় ।
গ্রামের বাড়ির বসে পুজো দিতে অনেক ভালো লাগে কারণ সেখানে ফুল ,বেলপাতা সমস্ত কিছু পাওয়া যায় আর শহরের বাড়িতে মন্দির ছাড়া কোন কিছুই পাওয়া যায় না । আমাদের বাসা থেকে মন্দির অনেক দূরে । পুজোর সামগ্রী আমার পক্ষে সংগ্রহ করা অনেক কঠিন হয়ে যায় ।
![]() | ![]() |
---|
আর্মি বাবু গতকাল রাতে কিছু ফল, মিষ্টি এবং কিছু ফুল নিয়ে এসেছিল ।মাত্র দশটা গাধা ফুল ৫০ টাকা ,তা আবার ফুলগুলো একদম ছোট ছোট ।কিছু করার নেই এটুকু পেয়েছি তাতেই আমি অনেক খুশি ।ভগবান তাতেই সন্তুষ্ট হবেন তাই তো আমাকে দিয়ে এগুলো করাচ্ছে।
খুব সকাল সকাল পুজো দিয়েছিলাম কারণ আমাকে CMH এ যেতে হবে ।যেহেতু তিন মাস পরে আমার আবার চেকআপ আছে । দ্বিতীয়বার চেকআপের ডেট ছিল তাই নির্দিষ্ট তারিখে আমাকে যেতে হবে । সারাক্ষণ উপবাস থেকে পুজো করতে দেরি হয়ে যেতে পারে তাই আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠে পূজোর সমস্ত কিছু করে নিয়েছে ।
সকালের নাস্তা কিংবা দুপুরের খাবার সবকিছুই মাকে করতে হয়ে ছিল । আমার জন্য মেয়েটাও আজ কলেজে যেতে পারেনি । মা অসুস্থ থাকলে সন্তানদের অনেক সমস্যায় পরতে হয়। আমি ও আর্মি বাবু একত্রে বাসা থেকে বেরিয়ে যাই ।তিনি আমাকে CMH রেখে অফিসে যান।
আমরা সবাই জানি, CMH এর চিকিৎসা অনেক উন্নত ,তার সাথে এখানে সবকিছু নিয়ম মাফিক হয়।সমস্ত বিষয়ের জন্য সিরিয়াল ধরে বসে থাকতে হয়। MyCMH Apps নামে অনলাইন মাধ্যমে সিরিয়াল দেয়া যায় । আমার ভাগ্যটা এমন হলো এখানে সার্ভারে অনেক সমস্যা ছিল ।
কিছুক্ষণ পরপরই নেটে সমস্যা ছিল তাই অনলাইন মাধ্যমে সিরিয়াল দিতে পারিনি।অফলাইন সিরিয়াল দেয়ায় আমি সিরিয়াল পেয়েছি ৫৬। আল্ট্রাসনোগ্রাফি করতে হবে তাই এখানে অপেক্ষা না করে আল্ট্রাসনোগ্রাফির জন্য আমার ফরমটি জমা দেই। এখানে সিরিয়াল পেলাম ২৯। ৩ ঘন্টা সময় এখানে চলে গেলো।
রিপোর্ট ভালো এসেছে কিংবা খারাপ এসেছে এই নিয়ে মনের ভিতর নানা প্রশ্ন যাগচ্ছে । রিপোর্ট দেখানোর পরে ম্যাম আমাকে আশ্বস্ত করলেন , তেমন কোনো সমস্যা নেই। তারপরও তার পরামর্শ মত চলতে হবে এবং আমাকে আরো দুই মাস এর ওষুধ খেতে হবে।
CMH এর কাজগুলো শেষ হতে দুপুর ২ টা বেজে গেল । আর্মি বাবু ফোন করে আমাকে অপেক্ষা করতে বলছিল ।তিনি অফিস থেকে ফেরার পথে আমাকে নিয়ে আসবেন।আমরা ফেরার সময় দেখলাম একটি ভ্যানে খুব সুন্দর কথবেল সাজানো ছিল। আমি মনে মনে ভাবছিলাম একটি কথবেল পেলে মন্দ হতো না। ঠিক তাই ,আর্মি বাবু বুঝে গেলেন, তিনি ২টা কথবেল সুন্দরভাবে বানিয়ে নিয়ে আসলেন। যেহেতু খালি পেটে ছিলাম ,তাই না খেয়ে বাসায় নিয়ে এসেছি ।
আমরা দুজনে বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুর বেলার খাবার খেয়ে নেই। অনেকটাই ক্লান্ত ছিলাম । অনেকের হয়তো পুজোর কেনাকাটা হয়ে গেছে । আমার এখনো অনেক কিছু কেনাকাটা বাকি আছে। আমি নিজের পোশাকগুলো নিজেই তৈরি করতে পছন্দ করি ,বাইরের গুলো ততটা ভালো লাগেনা ।কিন্তু কি হবে শরীরের অসুস্থতা এবং ব্যস্ততার জন্য সেগুলো কাজ করা হচ্ছে না ।পুজো চলে এসেছে নাড়ু বানানো হয়নি, এ সমস্ত চিন্তা দূর করার জন্য ফ্রিজ থেকে একটা ডিসকোন আইসক্রিম বের করে খাচ্ছিলাম ।
এভাবে আমার দিনগুলো কেটে যাচ্ছে ।আশা করি আমাদের দিনগুলো খুব ভালো যাচ্ছে। সকলের জন্য শুভকামনা করে এখানেই বিদায় নিচ্ছি।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
আমার পোস্টটি সমর্থন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম।@lirvic
https://x.com/muktaseo/status/1969473857645133980
@tipu curate
Upvoted 👌 (Mana: 3/9) Get profit votes with @tipU :)