Better Life with Steem|| The Diary Game|| 27- 08-2025||
![]() |
---|
Hello,
Everyone,
ইদানিং কি হলো কিছুই বুঝতে পারছি না ।মন স্থির করে কোন কাজ করতে পারছিনা। অনেকে হয়তো বলতে পারেন যে, আমি শুধুমাত্র দিনলিপিী লিখছি। অন্য কিছু কেন লিখছি না? নতুন কিছু বিষয় নিয়ে লিখতে হলে কিছু সময় ভাবনা চিন্তা করতে হয়।
কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে , সে প্রতিযোগিতার বিষয়বস্তু বুঝতে হয়, প্রশ্নগুলো উত্তর খুজতে হয়, তারপরে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত। ইতিমধ্যে আমাদের কমেউনিটিতে খুব সুন্দর সুন্দর প্রতিযোগিতা যাচ্ছে কিন্তু সেই প্রতিযোগিতার বিষয়বস্তু যে একটু পড়বো ,ভেবে যে তার উত্তর গুলো দেয়ার চেষ্টা করব, সেই সময় পাচ্ছি না এবং সেই রকম মন মানসিকতা তৈরি করতেও পারছি না ।
এখন আর আগের মতো মাথায় কাজ করছে না তাই প্রতিদিনের কার্যকলাপ আপনাদের সাথে শেয়ার করছি্ ।আশা করি আমি দ্রুত সুস্থ হয়ে যাব এবং আবার আগের মত এই প্লাটফর্মে কাজ করতে পারবো ।এক অজানা অসুখ শরীরে বাসা বেধেছে, যার জন্য কিছুদিন পরপরই আমাকে CMH যেতে হয়।
![]() |
---|
তবে যতগুলোই টেস্ট দেওয়া হলো সব গুলো নরমাল আসে কিন্তু আমার সমস্যা থেকে যায় ।কিছুদিন ভালো থাকি আবার কিছুদিন পরে আবার অসুস্থ হয়ে পড়ি তাই তিন মাস পরে আজ CMH যাবো।সকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি তৈরি হয়ে নিলাম CMH এ যাওয়ার উদ্দেশ্যে ।
আজ সকালবেলার নাস্তা তৈরি করতে পারিনি । গতকাল রাতে (26 তারিখ) ভারত বাংলাদেশ যৌথ সংগীত লাইভ Sahitya Niketon Studioপ্রোগ্রাম ছিল । প্রোগ্রাম শেষ করে রাতে ঘুমাতে দেরি হয়ে গিয়েছিল। তাইতো সকালবেলা অনেক ক্লান্ত ছিলাম। আমি কিছু খেয়ে বাসা থেকে বের হয়নি কারণ আমার মনে এটাই বিশ্বাস ছিল যে ,ওখানে গেলে বিভিন্ন পরীক্ষা দিতে পারে। তাই ভেবে খালি পেটে ছিলাম । যাই ভাবলাম তাই হল।
সকালবেলা আসার জন্য প্রথম সিরিয়াল পেলাম । ম্যামকে সবকিছু খুলে বলা হলো ।আমার সমস্যাগুলো এবং বিগত দিনের রিপোর্টগুলো দেখানো হলো । সবকিছু দেখে আবার নতুন করে পরীক্ষা দিলেন এবং আবার তিন মাসের ওষুধ দিয়ে দিলেন । আল্ট্রা এবং ডায়াবেটিস পরীক্ষা দিলেন।যেহেতু আমি খালি পেটে ছিলাম তাই আমি ডায়াবেটিস পরীক্ষার জন্য রক্ত দিতে পেরেছি।
সকাল দশটার সময় প্রথম FBS পরীক্ষার জন্য রক্ত দিলাম এবং আমাকে গ্লুকোজ দিল এবং খাবার শেষে হবার দু'ঘণ্টা পর আবার RBS এর জন্য রক্ত দিতে হবে । আমি CMH এর ক্যান্টিন থেকে খাবার নিলাম সাথে চিনি কম দিয়ে এক কাপ কফি নিলাম । আমাকে যেহেতু ২ঘণ্টা অপেক্ষা করতে হবে। ক্যান্টিনে বসে কফি খাচ্ছি আর ভাবছি, মানুষ কত অসহায়, কত একা।
![]() | ![]() | ![]() |
---|---|---|
![]() | ![]() | ![]() |
সবাই সবার মত ব্যস্ত ,কেউ অফিস নিয়ে ব্যস্ত, কেউ সংসার নিয়ে ব্যস্ত । আজ এই দুটি ঘন্টা সময় পার করা আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে । এত লোকজনের মাঝেও নিজেকে খুব একা মনে হয় কারণ কেউ আমার পরিচিত নয়। সবাই সবার মত ব্যস্ত । দুটো ঘন্টা যে আমার সাথে কেউ কথা বলবে , এমন কোন লোক খুঁজে পাচ্ছি না।
খুব কান্না পাচ্ছিল। নিজেকে নিজে শান্তনা দিচ্ছি ,আমাকে সুস্থ হতে হবে। কফি খেয়ে অনেক সময় বসে ছিলাম ।প্রায় ৪৫ মিনিট বসে ছিলাম ,তখন মনে পড়লো যে, আমাকে আল্ট্রাসনোগ্রাফি দিয়েছে তাই ভাবলাম যে তার ডেট নিয়ে আসি। কারণ এখানে আমি চাইলে যে কোন দিন আল্ট্রাসনোগ্রাফি করাতে পারবো না, তার জন্য নির্দিষ্ট ডেট নিতে হয় ।
এখানে যেহেতু রোগীর সংখ্যা অনেক তাই ভাবলাম সময় নষ্ট না করে আল্ট্রাসনোগ্রাফি বিভিগে চলে আসি ।এখানে এসে দেখি লম্বা সিরিয়াল। কিছু সময় দাঁড়িয়ে ছিলাম, এভাবে সময়টা কেটে যাবে আমার ।অবশেষে আমার কাগজটা দেওয়ার সুযোগ পেলাম । আল্ট্রাসনোগ্রাফি করার ডেট পেলাম ১৫ দিন পরে । আমি ডেট নিয়ে আবার ব্লাড দেয়ার ওখানে চলে আসি। আমি দু'ঘণ্টা পরে আমার ব্লাড দিলাম ।বাপির কিছু ওষুধ নিতে বলেছিল তাই ওষুধগুলোর ছবি তুলে নিয়ে আসলাম । ঔষধ গুলো নিলাম ।
রাস্তা উন্নয়নের কাজ চলছে তাই রাস্তা একদমই ভালো না। এ রাস্তা থেকে চলাফেরা করলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। বাসায় এসে অনেক ক্লান্ত লাগছিল। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে শুয়ে পড়ি। কোন কাজ করতে ইচ্ছে করছিল না । বিকেলবেলা সবার জন্য মা চা তৈরি করল। অনেকদিন পরে আজ এক কাপ দুধ চা খেলাম ।
আর্মি বাবু নান রুটি নিয়ে আসলেন তাই গরম গরম চায়ের সাথে নান রুটি ভালোই লাগে। যেহেতু নান রুটি আছে তাই ভাবছি আজকে একটু নেহেরি রান্না করি। ফ্রিজে খাসির পায়া ছিল ,তা নামিয়ে রান্না করলাম ।এই খাবারগুলো আমার মা খুব পছন্দ করে । ব্যস্ততা এবং শারীরিক অসুস্থতার জন্য তেমন কিছু তৈরি করে দিতে পারছি না ।
আজকের রাতের খাবারে আমরা সবাই এগুলো খেয়েছি। প্রিয় মানুষগুলোর হাসিমুখ দেখলে সত্যি আমি অনেকটাই সুস্থ হয়ে যাই। অসুখ তো হবে,আবার ভালো হয়ে যাবে, এই বিশ্বাস নিয়ে আমি চলতে চাই ।এভাবে কেটে যাচ্ছে আমার দিনগুলো ।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে নিয়ে হাসিখুশি থাকবেন।
Curated by: pandora2010
Thank you,Ma'am @pandora2010