Incredible India Monthly Contest of July|Balance and Judgement!

in Incredible India16 days ago
pexels-dpsinghbhullar-30483132 (1).jpg
Source

Hello,

Everyone,

অনেকদিন হলো কোনো প্রতিযোগিতার পোস্টে অংশগ্রহণ করা হয় না। সেটা বিভিন্ন কারনে অংশগ্রহণ করতে পারছিনা । এই প্রতিযোগিতার বিষয়টি অনেক ভালো লেগেছে। প্রতিযোগিতার শেষের দিকে এসে এই গভীর রাতে আমার অংশগ্রহণ পোস্ট নিয়ে আসলাম।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পূর্বে নিয়ম অনুসারে আমি আমার তিনজন বন্ধুদের@baizid123 ,@ sayeedasultana & @pijushmitraকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ।

✅ Do you believe judgment needs the help of balance? Share your views.
pexels-ekaterina-bolovtsova-6077861.jpg
Source

হ্যাঁ, আমি বিশ্বাস করি, একজন দক্ষ বিচারকের বিচার-বিবেচনার জন্য ভারসাম্যের সাহায্য প্রয়োজন হয়।জ্ঞান, ধৈর্য, শ্রবণ ক্ষমতা, বোধগম্যতা, যুক্তিবাদ, নিরপেক্ষতা ,ন্যায়পরায়ণতা ইত্যাদি গুণাবলীগুলো একজন দক্ষ বিচারক বিচারকের থাকে।

অনেক অনেক কঠিন কেচের রায় তিনি হুট করে নিয়ে থাকেন না। রায়ের পূর্বে তিনি বাদী-বিবাদী সকলের বক্তব্য শুনে থাকেন ।সরকারি পক্ষের আইনজীবী এবং আসমী পক্ষের আইনজীবীর যুক্তি তর্কের এবং সাক্ষীদের কাছ থেকে পাওয়া তথ্যগুলোর ভিত্তি করে তিনি একটি সিদ্ধান্ত নিয়ে থাকেন ।

তার সিদ্ধান্তের উপরে নির্ভর করে বাদী এবং বিবাদীর ভবিষ্যৎ ।তিনি এমন কোন সিদ্ধান্ত নেবিননা যার কোন যুক্তি নেই।” নিরপরাধী শাস্তি পাক আর অপরাধী মুক্তি পাক” সকলের কাম্য বিচারব্যবস্থা এমন হোক ।

আমাদের পরিবারের প্রধান পিতা বা মাতা, তাদের সন্তানদের সমস্যা গুলো ধৈর্য ,দক্ষতা ও যুক্তির মাধ্যমে সমাধান করে থাকেন ।অনেক সময় দেখা যায় সন্তানরা অন্যায় কিছু আবদার করে কিংবা অন্যায় কাজ করে, সে ক্ষেত্রে আমাদের পরিবারের অভিভাবক কিংবা বাবা সন্তানকে সঠিক পথে নিয়ে আসতে বিচার-বিবেচনার জন্য ভারসাম্যের সাহায্য প্রয়োজন হয় ।সন্তানকে সঠিক পথে নিয়ে আসেন ।

✅ How much does a balance help us to make correct judgments? Describe!
pexels-ron-lach-10475166.jpg
Source

ভারসাম্য আমাদের সঠিক বিবেক বিচার বিবেচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ধরা যাক আমাদের সেই পুরনো দিনের কথা, আমাদের শিক্ষকরা শিক্ষার্থীকে যেমন সন্তানের মতই ভালবাসতেন এবং শাসন করতেন ।অনেক শিক্ষক দুস্থ মেধাবী শিক্ষার্থীদের বিনা বেদনে পড়িয়ে ছিলেন ।তারা শিক্ষার্থীদের যেমন কঠিন শাসন করতেন তেমনি ভালোবাসতেন ।

বর্তমান সময়ে শিক্ষকরা শিক্ষার্থীদের গায়ে হাত তোলা তো দূরের কথা বকা দিতে পারেনা ।দিন দিন শিক্ষার্থীরা শিক্ষকদের সম্মান করতে ভুলে যাচ্ছে। তাদের কথায় কথায় অপমান করছে ।বর্তমান আইন-শৃঙ্খলা সম্বন্ধে সবাই অবগত আছেন ।একজন কঠিন এবং দক্ষ রাজাই করেন তার সাম্রাজ্য সঠিকভাবে পরিচালনা করতে ।

আইনশৃঙ্খলা দিন দিন এত অবনতি হচ্ছে যা ধারণার বাইরে।বাসা থেকে বের হলে আবার যে বাসায় নিরাপদে ফিরতে পারব তার কোন নিশ্চয়তা নেই। বর্তমান সময় হচ্ছে ”জোর যার, মুল্লুক তার” যার শক্তি বেশি তার ক্ষমতা বেশি ।মনে হচ্ছে, আইন বলতে এখন কিছুই নেই। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই বিচার বিবেচনা ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।

✅ According to you, what is the definition of equal rights Do you believe balance and judgement are the two sides of the same coin? Justify!?
pexels-pixabay-106152.jpg
Source

হ্যাঁ আমি বিশ্বাস করি ভারসাম্য ও বিচার বিবেচনা একই মধ্যে দুটি দিক। যেমন:- একটি পরিবারে যদি পাঁচটি সন্তান থাকে, তাদের মতামত সধারনত পাঁচ ধরনের হবে । সেই পরিবারের প্রধান বা পিতা সমস্ত সন্তানের সিদ্ধান্ত শুনে একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। তেমনি একজন বিচারক উভয়পক্ষের প্রথমে কথা শুনে এবং তা থেকে তিনি সঠিক রায় দিয়ে থাকেন।
অনেক রাত হলো ,আজ বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন ,ভালো থাকুন।


◦•●◉✿ শুভ রাত্রি✿◉●•◦

Sort:  
Loading...