The September contest #1 sduttaskitchen| Can a best friend become a good life partner?
![]() |
---|
Source |
Hello,
Everyone,
আমরা সকলেই জানি যে ,জন্ম , মৃত্যু এবং বিয়ে এই তিনটি বিষয় বিধাতার হাতে থাকে। এটা আমরা চাইলেও নিজের মন মত তৈরি করতে পারি না । আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমার জন্য যাকে লিখে রেখেছেন সে আমারই হবে। আমি শত চেষ্টা করলেও তাকে ছাড়তে পারবো না ।
আমাদের বরিশাল অঞ্চলে একটা কথা আছে, ”মেয়েদের জন্য যে বাড়ির হাঁড়িতে ভাত তোলা রয়েছে, সেই বাড়িতে মেয়েকে যেতে হবে”। আর বন্ধুত্ব, তা তো সবার ঊর্ধ্বে। তবে সঠিক বন্ধু খুঁজে পাওয়া অনেক কঠিন ।এমন সুন্দর একটি বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমি @sduttaskitchen দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই।
অনেকদিন পরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লাগছে।প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি শুরুতেই আমার তিন বন্ধুদের@pandora2010,@ tanay123 & @piya3 কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাতে চাই ।
তবে চলুন আর দেরি না করে প্রতিযোগিতায় মূল বিষয় চলে আসি।
✅ Do you think a best friend can become a good life partner? Your viewpoint!? |
---|
![]() |
---|
Source |
একজন ভালো বন্ধু যে একজন ভালো জীবনসঙ্গী হতে পারে , এর সাথে আমি পুরোপুরি একমত নই । এই প্রশ্নের উত্তরে ছোট্ট একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি।
কামাল (এক রোগী) একজন মানসিক রোগ বিশেষজ্ঞ এর কাছে এসেছেন ।কামাল বলছেন ,ইদানিং আমার স্ত্রীকে সহ্য হচ্ছে না ,তাকে আর ভালো লাগছে না , সারাক্ষণ আমাদের সাথে ঝগড়া হচ্ছে, ওর প্রতি আমার আগের মতো ভালোবাসা নেই ,ওকে আমি আগের মতো ভালবাসতে পারছি না ।তখন ডাক্তার সাহেব তাদের বিবাহিত জীবনের সমস্ত ঘটনা শুনতে চাইলেন ।
তখন কমান সাহেব বললেন , তাদের দীর্ঘ ছয় বছর প্রেম ছিল, তারপরে তারা বিয়ে করেন, জেরিন (তার স্ত্রীর নাম)সহপাঠী ছিল এবং ভালো বন্ধু ছিল, প্রেমিকা হিসেবে অনেক ভাল ছিল, নম্র ছিল, ভদ্র ছিল ,যা বলতো তাই শুনত । কিন্তু যখন সে স্ত্রীর রূপে তার পরিবারে আসলো, আস্তে আস্তে সে যেন কেমন হয়ে যাচ্ছে। জেরিন যেন সারাক্ষণ খিটখিটে মেজাজ থাকে আর কোন কথাই আমার শোনে না, কথায় কথায় ঝগড়া করে, এরকম হাজারে সমস্যার ।
ডাক্তার সাহেব সবকিছু শুনে বললেন ,আপনি একটু ভেবে দেখুন, স্বামী হবার পূর্বে আপনি যখন প্রেমিক ছিলেন বা তার ভালো বন্ধু ছিলেন ,তখন জেরিনের জন্য কতটা সময় দিতেন ,আপনি তার ভালোলাগা- মন্দলাগাটাকে গুরুত্ব দিয়েছেন কতটা। এখন আপনি কর্মক্ষেত্রে এতটা ব্যস্ত হয়ে গেছেন যে কখনোও জেরিনের ভালোলাগা-মন্দলাগাকে গুরুত্ব দিতে পারেন না। জেরিন যখন আপনার বন্ধু ছিল তখন কি তার মাথায় কোন সংসারের চাপ ছিল না, বাচ্চাদের কোন প্রেসার ছিল না, একটি মেয়ের পক্ষে সারা দিন বাচ্চা সামলিয়ে, রান্না-বান্না করে ,সংসারের সমস্ত কিছু করে সেও তো ক্লান্ত হয়।
স্ত্রীর ইচ্ছে করে,মাঝে মাঝে স্বামীর সাথে ঘুরতে যেতে, কিছুটা আনন্দের মুহূর্ত কাটানো। সাইকিয়াট্রিস্ট এর কথা শুনে কামাল তার সমস্ত ভুলগুলো বুঝতে পারলাম এবং তিনি সিদ্ধান্ত নিলেন, জেরিনের এর সাথে কথা বলতে হবে এই বিষয় নিয়ে। তাদের সেই পুরোনো দিনের বন্ধুত্বটাকে আবার ফিরিয়ে আনতে হবে। যদি স্বামী-স্ত্রীর সম্পর্ক রাজা এবং দাসীর ন্যায় না হয়ে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় তাহলে জীবনটা অনেক সুন্দর হতে পারে।
কিছুক্ষেত্রে ভালো বন্ধু অনেক সময় ভালো জীবনসঙ্গী হতে পারে আবার জীবনসঙ্গী হবার পরেও তাদের বন্ধুত্ব সম্পর্ক থাকে । অনেক ক্ষেত্রে দেখা যায় , বিয়ের আগে কেউ কা্উকে চিনতো না, তাদের পারিবারিক ভাবে বিয়ে হয়েছে কিন্তু বিয়ের পরে স্বামী-স্ত্রীর এতটা মিল থাকে যে তারা বন্ধু হয়ে যায় ।এটা সম্পূর্ণ নির্ভর করে সেই স্বামী ও স্ত্রীর আচরনে।
✅ Do you believe Friendship and becoming life partners are distinct? How?? |
---|
![]() |
---|
Source |
হ্যাঁ আমি বিশ্বাস করি বন্ধুত্ব ও জীবন সঙ্গী সম্পূর্ণই আলাদা । আমি কখনো প্রেম করার সুযোগ পাইনি তারপরও বলছি, প্রেম করে বিয়ে করলে যে সবাই সুখী হতে পারবে সেটা কিন্তু নয়। এমন অনেক প্রেমের ঘটনা দেখেছি , ভালোবেসে বিয়ে করার জন্য অনেক কষ্ট করেছে, বছরের পর বছর অপেক্ষা করেছেন । দুই পরিবার থেকে পালিয়ে এসে তারা সংসার জীবন শুরু করেছিল , অনেক কষ্টে তারা তাদের সংসার জীবন দাঁড় করিয়েছে।
প্রথম জীবনে তাদের অভাবের মাঝে সুখ ছিল। যখন তাদের সংসারে অভাব দূর হলো, টাকা-পয়সা উপার্জন করতে শুরু করল তখনই তাদের জীবনে দূরত্ব তৈরি হলো। প্রতিদিন তাদের ঝগড়া-কলহ লেগে থাকে। এটা যে সব প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হয় তা নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ঘটনাগুলো দেখে থাকি।
মজার একটা বিষয় হলো, যখন প্রেমিকা থাকে তখন সংসারের ঝামেলা থাকে না । প্রেমিকের সাথে দেখা করতে যায় তখন সে দামি পারফিউম মেখে ,সাজুগুজু করে যায়। সেই বন্ধু যখন তার জীবনসঙ্গী হয়ে যায় তখন সংসারের সমস্ত কাজ করতে হয় একা নিজের হাতে, তখন তার গায়ে লেগে থাকে ঘামের গন্ধ , মাছের আস্টে গন্ধ, চুল এলোমেলো এবং সে সারাক্ষন পরিপাটি থাকে না। তাইতো বন্ধু হিসেবে যাকে ভালো লাগে জীবনসঙ্গী হিসেবে তাকে বেশি দিন ভালো লাগে না। মানুষের মন যে কখন বদলে যাবে তা কেউ বলতে পারে না ।
✅ Share some pros and cons if one accepts a friend as a life partner!? |
---|
![]() |
---|
Source |
আমরা ভালো বন্ধু বলতে তাকে বুঝি , যার উপস্থিতি মনের চাপ কমায় , আত্মবিশ্বাস বাড়ায়, কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং অস্বাস্থ্যকর জীবনধারা থেকে ফিরে আসতে সাহায্য করে, যে ছোট ছোট ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিকে দেখে এবং শুধরে নেওয়ার জন্য সাহায্য করে । যে বন্ধুর দুঃখে দুঃখী হয় এবং বন্ধুর সুখে সুখী হয়। বন্ধুত্ব হল এমনই এক বিশ্বাষের মানুষ, যার কাছে নিজের ভালো মন্দ যা আছে সমস্ত কিছু শেয়ার করা যায় ।যে বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার পরে তাকে প্রতিদ্বন্দ্বী মনে করে না ,সেই আগের পুরানো বন্ধু হিসেবে মনে করে ,তার সকল দুর্বলতা কে ঢেকে রাখে সেই তো হলো প্রকৃত বন্ধু ।
সংসার জীবন এমনই একটা বন্ধন যা একবার এই বন্ধনে আবদ্ধ হলে অনেক কিছু মানিয়ে নিতে হয় ।এখানে সুখ-দুঃখ, একটু সহানুভূতিতা ,সকলের প্রতি সকলের আন্তরিকতা ,নিজের চাহিদার পাশাপাশি পরিবারের সকলের চাহিদার কথা চিন্তা করতে হয় ।
এসবের মধ্য দিয়ে এই জীবন পার করতে হয় ।কখনো সুখের হয়, কখনো দুখের হয়। কিন্তু তাই বলে ভেঙে পড়া যাবে না সবকিছু সামলিয়ে এগিয়ে যেতে হবে। আমার তো মাঝে মাঝে মনে হয় ,বর্তমানে যা শুরু হয়েছে তাতে জীবনসঙ্গী হওয়ার থেকে ভালো বন্ধুত্ব সম্পর্কটা টিকে থাকবে ।
X
https://x.com/muktaseo/status/1963847908182081794
Congratulations!! Your comment has been upvoted through steemcurator04. We encourage you to publish creative and high-quality content, giving you a chance to receive valuable upvotes.
Thank you, Sir @abdul-rakib.