আমার বৌভাতের দিনের কিছু মুহূর্ত আর সাথে বিয়ের ভিডিও

বৌভাতের দিন খুব সকালে আমকে ঘুম থেকে উঠতে হয়েছে। আমার বউয়ের মেকআপ থেকে শুরু করে ক্যাটারিং সব দায়িত্ব আমার ছিল। আমার বাবা মারা গেছে ২০১৭ সালে আর আমি বিয়ে করি ২০২২ সালে। দুর্ভাগ্যবশত বাবা আমার বিয়ে দেখে যেতে পারেনি। আমার মা ততদিনে শয্যাশায়ী ২০২০ সাল থেকে।
সকাল ৮টার কিছু আগেই আমাকে ক্যাটারারের লোক ফোন করলো অনুষ্ঠানের জায়গায় নিয়ে যাবার জন্য। আমি একটা ক্লাবঘর ভাড়া করেছিলাম রিসেপশনের জন্য। ক্যাটারারের লোকজনকে সেখানে পৌঁছে দেওয়ার পর ওনারা রান্নাবান্নার আয়োজন করা শুরু করলেন আর আমি বাড়ী ফিরে এলাম।
বাড়ী ফিরে কোনোমতে ব্রেকফাস্ট করে আমি ক্লাবঘরে চলে গেলাম রান্নার কাজের তদারকি করার জন্য। আমার দিদি, কাকু আর বিল্ডিঙের সবার দুপুর আর রাতে আমার এখানে নিমন্ত্রণ ছিল। দুপুরবেলায় আমার ফ্ল্যাটে ভাত কাপড়ের অনুষ্ঠান হলো। এইসময় বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রীকে বলে যে আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমি অবশ্য তা বলিনি, আমি বলেছিলাম যে আজ থেকে আমরা দুজনে দুজনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এর সবকিছু ফোটো আর ভিডিও আমার কাছে রয়েছে কিন্তু কোন গুগল ড্রাইভে রয়েছে সেটাই মনে করতে পারছি না। যাইহোক, সবশেষে আমার বিয়ের ভিডিওতে এর কিছু অংশ পেয়ে যাবেন আশা করি।
যাইহোক, আমার আর নতুন বউয়ের লাঞ্চ করতে করতে বিকেল ৪টে বেজে গেলো। এরপর আমার পাড়ার এক বৌদি যার বিউটি পার্লার আছে এসে আমার বউকে ২ঘন্টা ধরে সাজিয়ে দিয়ে গেলো আর তার বিনিময়ে ৫০০০/- নিলো। 😒

সন্ধ্যে ৭টা নাগাদ আমি, আমার স্ত্রী, কাকু আর কাকিমা আর দিদির পরিবার ক্লাবঘরে পৌঁছে গেলাম। একটু পরে আমার বন্ধুবান্ধব আর রিলেটিভদের আসা শুরু হলো। আমার খুব খারাপ লাগছিলো যে আমার মা আমাদের বৌভাতের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলো না।
রাত ৮টার পর কন্যাযাত্রীরা এসে পৌছালো। নিজের বাড়ীর লোকজনকে দেখে আমার বউয়ের আবার কান্না পেয়ে গেলো আর ও কাঁদতে শুরু করলো। একটা জোক মনে পড়ে গেলো ফেসবুকে দেখেছিলাম। বিয়ের সময় মেয়েরা কাঁদে আর ছেলেরা চুপ করে থাকে কেনো? উত্তর ছিল বাকিটা জীবন ছেলেদের কাঁদতে হবে বলে। একদম সঠিক উত্তর আর এই জিনিসটা আমি এখন হাড়ে হাড়ে টেড় পাচ্ছি।


এরপর খাওয়াদাওয়া শুরু হলো। আমাদের রিসেপশনের ডিনারের মেনু ছিল স্টারটারে চিকেন পকোড়া, পনীর শাহী সিল্ক আর কফি। নন ভেজ এ কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ফিস বাটারফ্রাই, স্যালাড, ভাত, মুগ ডাল, আলুভাজা, পোলাও, কাতলা মাছের কালিয়া, মাটন কষা, চাটনি, পাপড়, মিষ্টি, আইসক্রিম আর পান। পানটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আর আমি কোনো লোকাল ক্যাটারারদের দিয়ে রান্না করাইনি, সব করেছে উড়িয়া মানুষজন। আমার শ্বশুরবাড়ীর লোক বাড়ী ফিরে গেলে আমরাও বাড়ী ফিরে এসে ঘুমিয়ে পড়লাম।
এইটা আমার বিয়ের ভিডিও। সময় থাকলে দেখুন নয়তো স্কিপ করে যান।
X share: https://x.com/PijushMitra/status/1949871353877741629