Better Life with Steem || The Diary Game || August 27, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ২৭শে আগস্টের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।
আজ সকাল ৬টার সময় আমাকে ঘুম থেকে উঠে পড়তে হলো আমার বউয়ের সৌজন্যে। তারপর ফ্রেশ হয়ে নিয়ে দুজনে চা খেলাম। ও ইন্ডাকশন ব্যবহার করতে পারে না, তাই আমি চা করলাম। চা খেতে খেতে আমি আজকের আনন্দবাজার পত্রিকা পড়ে নিলাম আর আমার স্ত্রী মানে সঙ্ঘমিত্রা লুচি আর আলুরদম বানাতে লাগলো ব্রেকফাস্টের জন্য। এরপর ও লুচিগুলো বেলে দিলো আর আমি সেগুলো ভেজে ওকে সাহায্য করলাম।


৮টার মধ্যে আজ আমাদের ব্রেকফাস্ট হয়ে গেলো। এতো সকালে আমি জলখাবার খাই না কিন্তু আমাকে আবার বাজার যেতে হবে। ব্রেকফাস্টের পর আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি প্রথমেই মাছের বাজারে গিয়ে একটা ছোট জ্যান্ত কাতলা মাছ, একটা মাঝারি সাইজের বোয়াল মাছ কিনলাম। তারপর একটা পেঁপে, ১ কেজি আলু আর ৫০০ গ্রাম পেঁয়াজ কিনে আমি বাড়ী ফিরে এলাম।
৯টা নাগাদ আমার স্ত্রী অফিস চলে গেলে তার হাউস হাসবেন্ড রান্না করার প্রস্তুতি নিলো। আজকে আমি সর্ষে আর বেগুন দিয়ে বোয়াল মাছ রান্না করলাম। আগামীকাল থেকে ১ মাসের জন্য রান্নার সব দায়িত্ব আমার বউয়ের। ১১টার মধ্যে ভাত আর বোয়াল মাছ রান্না হয়ে গেলে আমি ঘন্টাখানেক সময় ধরে ঘরদোর গোছগাছ করলাম।


দুপুর ১টা নাগাদ আমি স্নান করে নিয়ে লাঞ্চ করে নিলাম। তারপর আমি কাজের মাসীর জন্য অপেক্ষা করতে থাকলাম কিন্তু আজ আর মাসী এলো না, শরীর খারাপ হলো কিনা কে জানে! নাহলে মাসী না বলে কামাই করে না, মাসে ৪টে ছুটি নেয় তাও আগের থেকে বলে দেয়। যাইহোক, ৩টে নাগাদ মিশো থেকে আমায় ৫টা স্টোরেজ ব্যাগ ডেলিভারী দিয়ে গেলো। এরপর আমি ঘন্টাখানেকের জন্য বিশ্রাম নিতে চলে গেলাম।


বিকেল ৫টার সময় ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে আমি হাঁটতে বের হলাম। তখন বেশ রোদ ছিল আর রাস্তায় আমার ছায়া দেখা যাচ্ছিল। এরপর সন্ধ্যে হয়ে আসলে আমি বাড়ী ফিরে সন্ধ্যে দিলাম। তারপর এক কাপ চা করে নিয়ে আমি অনলাইনে কাজ করতে বসলাম।
রাত ৯টা নাগাদ কাজ শেষ হলে আমি ইউটিউবে বেশ কিছুক্ষণ গান শুনলাম। ১০টা নাগাদ আমার স্ত্রী অফিস থেকে ফিরলো। ওদের অফিসে এখন পুজোর জন্য রাত ৮:৩০ পর্যন্ত ডিউটি করতে হচ্ছে। সেই কারণেই ও এখানে ১ মাস থাকবে।
যাইহোক, বাড়ী ফেরার পর ও মেয়ের সাথে কিছুক্ষণ ভিডিও কলে কথা বললো। আমার স্ত্রীর মনটা বেশ খারাপ কারণ ও মেয়েকে কাছে পাচ্ছে না আর রাতের বেলা আমাদের মেয়ে ওর কাছেই ঘুমায়। মেয়ের সাথে কথা হয়ে যাবার পর খাবার গরম করে আমরা ডিনার করে নিলাম। তারপর কিছুক্ষণ গল্পগুজব করার পর আমরা শুতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ২৭শে আগস্টের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1960970833297596429
Your post has been supported by SC-05. We support quality posts, quality comments anywhere, and any tags
@sduttaskitchen, thank you mam for your encouraging support.