Better Life with Steem || The Diary Game || August 4, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৪ঠা আগস্টের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।


আজকে সকাল ৭টার সময় আমায় ঘুম থেকে উঠে পড়তে হলো। ঘরে দুই প্যাকেট ময়লা জমে গিয়েছিল। সেই কারণেই তাড়াতাড়ি আমার ঘুম থেকে ওঠা। কিছুক্ষণের মধ্যে আবর্জনা সংগ্রাহক দাদা চলে আসলে আমি ওনার গাড়ীতে ময়লার প্যাকেট দুটো ফেলে দিয়ে ঘরে ফিরে আবার ঘুমিয়ে পড়লাম। এরপর আমার ঘুম ভাংলো ১০টার পরে তাও কলিংবেলের শব্দে। বাইরে বেরিয়ে দেখি যে অ্যামাজন থেকে আমাকে দুটো পার্সেল ডেলিভারি দিতে এসেছে। আমি যে নতুন ওয়াশিং মেশিনটা কিনেছি তার ইনলেট আর আউটলেট দুটো পাইপ কিছুটা ছোট, তাই আমি দুটো পাইপের এক্সটেনশন অর্ডার করেছিলাম।
ডেলিভারি ম্যান আমাকে বললেন যে উনি আমাকে ফোন করেছিলেন কিন্তু আমার মোবাইল সুইচ অফ আছে। আমি ওনাকে বললাম যে আমি ঘুমচ্ছিলাম আর ঘুমনোর সময় আমি মোবাইল সুইচ অফ রাখি। যাইহোক, পার্সেল দুটো রিসিভ করে আমি ঘরে ফিরে এলাম। তারপর ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা করে আমি খবরের কাগজ পড়তে বসলাম। আজকে আর আমি ব্রেকফাস্ট করলাম না। একবারে লাঞ্চ করবো।

দুপুর ১টা নাগাদ আমি ইন্ডাক্সনে ভাতের সাথে আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। এই দিয়েই আজকে আমি লাঞ্চ আর ডিনার করবো। এরপর মাসী এসে কাজ করে চলে যাওয়ার পর আমি স্নান করে নিয়ে লাঞ্চ করে নিলাম। এরপর ৩টে নাগাদ ফ্লিপকার্ট থেকে আমাকে একটা লেদারের স্লিং ব্যাগ ডেলিভারি দিতে আসলে আমি সেটা রিসিভ করে নিলাম। তারপর আমি ঘন্টাখানেকের জন্য বিশ্রাম নিতে চলে গেলাম।


বিকেল ৫টা নাগাদ এক কাপ চা করে খেয়ে নিয়ে আমি হাঁটতে বের হলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর সন্ধ্যে হয়ে আসলে আমি বাড়ী ফিরে সন্ধ্যে দিলাম। তারপর এক কাপ চা করে নিয়ে আমি স্টিমিটের জন্য ডেইলি ডায়েরী গেম লিখতে বসলাম। বেশ কিছুদিন ধরে আমার স্টিমিটের জন্য কোনো পোস্ট লেখা সম্ভবপর হয়নি।
ডেইলি ডায়েরী গেম লেখা শেষ হয়ে গেলে আমি স্টিমিটে পোস্ট করে দিলাম। তারপর আমি থালাপতি বিজয়ের বিস্ট মুভির হিন্দি ডাবড ভার্শন ডাউনলোড করে দেখা শুরু করলাম। আমার বেশ ভালোই লাগছিল মুভিটা দেখতে। সিনেমা দেখার মাঝপথে দিদি আমার ফ্ল্যাটে আসলে আমি ওর সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম। দিদি বাড়ী চলে যাওয়ার পর আমি আবার মুভিটা দেখতে থাকলাম। মুভি দেখা শেষ হয়ে গেলে আমি ডিনার করে নিলাম।
তারপর আমি রোজকার মতো আমার স্ত্রীর সাথে ফোনে কিছুক্ষণ কথা বললাম। এরপর ফেসবুক ম্যাসেঞ্জারে আমার কিছু বন্ধুদের সাথে চ্যাট করলাম। তারপর ইউটিউবে কিছু ইলিশ মাছ রান্নার রেসিপি ভিডিও দেখলাম। এরপর ঘুম পেয়ে গেলে আমি ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ৪ঠা আগস্টের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1952747481776746586
Curated by: @artist1111
@artist1111, thanks a lot.