Better Life with Steem || The Diary Game || July 01, 2025steemCreated with Sketch.

in Incredible Indialast month

header.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ১লা জুলাইয়ের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

1.jpg

2.jpg

আজকে সকাল ১১টার সময় আমি বিছানা ছেড়ে উঠলাম। যদিও সকাল ৯টার আগেই আমার ঘুম ভেঙে গিয়েছিল কিন্তু বিছানা ছাড়তে একদম ইচ্ছা করছিল না। যাইহোক, এরপর বিছানা ছেড়ে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা করে আমি আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। তারপর আমি পাড়ার মুদী দোকান থেকে ব্রেড নিয়ে এসে ডিম টোস্ট বানিয়ে ব্রেকফাস্ট করলাম।

“দুপুর”

দুপুর ১টা নাগাদ আমি অনলাইনে ২টো নিরামিষ থালি অর্ডার করে দিলাম। অর্ডার ডেলিভারি করে দিলে আমি লাঞ্চ করে নিলাম। তারপর একটা পাকা ল্যাংড়া আম খেয়ে আমি ঘুমাতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

3.jpg

বিকেলবেলায় যখন আমি ঘুম থেকে উঠলাম তখন ৫টা বেজে গেছে। আমি তাড়াতাড়ি করে এক কাপ চা খেয়ে হাঁটতে বের হলাম। চলার পথে হরিসভার মন্দির পড়লে আমি তার একটা ছবি তুলে নিলাম।

4.jpg

5.jpg

এরপর হাঁটতে হাঁটতে লেকের ধার দিয়ে যাওয়ার সময় আমি লেকের ২টো ছবি তুললাম। লেকের পাড়ে বেশ কিছুক্ষণ বসে থাকার পর সন্ধ্যে হয়ে আসলে আমি বাড়ী ফিরে আসলাম।

বাড়ী ফিরে সন্ধ্যে দিয়ে নিয়ে আমি এক কাপ চা বানিয়ে খেলাম। তারপর আমি অনলাইনে কাজ করতে বসলাম। আজ এতো কাজের চাপ আছে যে স্টিমিটের জন্য কোনো পোস্ট লেখা সম্ভবপর নয়।

“রাত”

অনলাইনে কাজ অর্ধেক হয়ে গেলে আমি ১১ মুভির বাকি অংশ দেখা শুরু করলাম। বেশ ভালো মুভিটা, আপনারাও দেখুন। মুভি দেখা শেষ হয়ে যাওয়ার পর আমি দিদির জন্য ওয়েট করতে থাকলাম। প্রায় আধঘন্টা বাদে দিদি আসলো। দিদিরও সিনেমাটা বেশ ভালো লেগেছে।

দিদি বাড়ী চলে যাওয়ার পর আমি ডিনার করে নিলাম। ডিনার হয়ে যাওয়ার পর আমি আমার স্ত্রীর সাথে কিছুক্ষণ ভিডিও কলে কথা বললাম। আমার মেয়ে ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। বউয়ের সাথে কথা বলা শেষ হয়ে গেলে আমি আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয়র গল্পগুলো পড়া শুরু করলাম। বেশ কিছু রবিবাসরীয়র গল্প পড়া আমার বাকি ছিল। রাত ১২টা ৩০ মিনিট নাগাদ আমার সব রবিবাসরীয়র গল্প পড়া শেষ হলো।

তারপর আমি আবার ল্যাপটপ অন করে ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট ডেভেলপ করার কাজে মন দিলাম। OTT মুভি আর ওয়েব সিরিজ দেখার চক্করে পড়ে আমার কাজে বেশ কিছু সময় ক্ষতি হচ্ছে কিন্তু এই নেশাটা আমি কিছুতেই ছাড়তে পারছি না। রোজ রাতে যতই কাজের চাপ থাকুক না কেনো আর যতই দেরী হোক না কেনো আমি কোনো না কোনো মুভি বা ওয়েব সিরিজ দেখবোই।

আমার কাজ যখন শেষ হলো তখন প্রায় রাত ২টো বাজে। আমি আর দেরী না করে সব ঘরের জানালাগুলো বন্ধ করলাম। তারপর আমি ল্যাপটপ, ফ্যান আর লাইট সুইচ অফ করে দিয়ে ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ১লা জুলাইয়ের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

Sort:  
Loading...
 last month 

আপনার দিদির সাথে প্রতিদিনের আড্ডাটা আমার কাছে খুব ভালো লাগে। খুব কম মানুষের জীবনেই এমন সম্পর্ক থাকে। আমার মেঝো ভাইয়ের সাথে আমার সম্পর্কটা অনেকটা এমন। যদিও ও আমার থেকে নয় বছরের বড়ো। ভাই-বোনের সম্পর্কে বোধকরি ব্যস্ত বাধা না। মেয়ের ছবি দেখি না কিছুদিন ধরে। এরপরের লেখায় অবশ্যই মেয়ের ছবি দিবেন।

 last month 

আমার দিদি আমার থেকে ঠিক সাড়ে চার বছরের বড়ো। মেয়ের কাছে যাওয়া হচ্ছে না বেশ কয়েক সপ্তাহ ধরে। এই শনিবার মেয়ের কাছে যাবো ঠিক করেছি। গেলে অবশ্যই ছবি তুলবো।

 last month 

@fombae, Thank you for your humble support.