Better Life with Steem || The Diary Game || July 08, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৮ই জুলাইয়ের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

আজকে সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ আমি বিছানা ছেড়ে উঠলাম। আমার ঘুম বেশ কয়েকঘন্টা আগেই ভেঙে গিয়েছিল কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না আর মেঘলা আবহাওয়ার কারণে সকাল ১০টা যে কখন বেজে গেছে তা বুঝতে পারিনি। যাইহোক, বিছানা ছেড়ে উঠে প্রথমে আমি ফ্রেশ হয়ে নিলাম। এইসময় দেখলাম বাড়ীর পাশে একটা সাদা বিড়াল তখনও ঘুমাচ্ছে। ও তো দেখছি আমার থেকেও অলস। এরপর আমি এক কাপ চা করে নিয়ে চা খেতে খেতে আজকের খবরের কাগজ পড়লাম।

দেরী করে ঘুম থেকে ওঠার কারণে আজ আর আমি ব্রেকফাস্ট করলাম না। একবারে লাঞ্চ করবো বলে ঠিক করলাম। ঘরে দুধ আর চা পাতা ফুরিয়ে এসেছিল, তাই আমি পাড়ার মুদী দোকানে গিয়ে দুধ আর চা পাতা কিনে আনলাম। আমি আমূল শক্তি দুধ ব্যবহার করি। এটা দিয়ে দুধ চা আর দই খুব ভালো হয়। এরপর আমি ল্যাপটপ অন করে অনলাইনে কাজ করা শুরু করলাম। আজকে আমার কাজের খুব চাপ আছে। স্টিমিটের জন্য কোনো পোস্ট লেখা সম্ভব হবে না।
দুপুর ১টার সময় আমি ইন্ডাক্সনে ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। ফ্রিজে টক ডাল আর কাঁকরোল ভাজা আছে, দিদি দিয়েছিল। এই দিয়ে আমার দুবেলা খাওয়া হয়ে যাবে। ১টা বেজে ৩০ মিনিট নাগাদ কাজের মাসী এসে কাজ করতে লাগলো। মাসী কাজ করে চলে যাওয়ার পর আমি স্নান করে নিয়ে লাঞ্চ করতে বসলাম। লাঞ্চের পর একটা পাকা ল্যাংড়া আম খেয়ে আমি কয়েক ঘন্টার জন্য ঘুমাতে চলে গেলাম।


বিকেল ৫টার সময় ঘুম থেকে উঠে প্রথমে আমি এক কাপ চা বানিয়ে খেলাম। তারপর আমি পোশাক পরিবর্তন করে হাঁটতে বের হলাম। ৩০ মিনিট হাঁটার পর আমি লেকের পাড়ে বসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। সন্ধ্যে হয়ে আসলে আমি বাড়ীর দিকে রওনা দিলাম। বাড়ী ফিরে ঘরে ঢুকে সন্ধ্যে দিয়ে নিয়ে আমি এক কাপ চা করে অনলাইনে কাজ করতে বসলাম।
রাত ৮টার পরে আমি আমার স্ত্রীর সাথে ফোনে কিছু প্রয়োজনীয় কথা বললাম। এরপর আমার ex gf আমায় ফোন করলে আমি ওর সাথে ১ ঘন্টা ধরে কথা বললাম। ও কুচবিহারের মেয়ে, বিয়ে হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বিভাগে কর্মরত ওখানকারই ছেলের সাথে। ওদেরও একটা মিষ্টি মেয়ে হয়েছে আমার মতো।
কথা হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ ইউটিউব ভিডিও দেখলাম। আজকে আমি কোনও রান্নার রেসিপির ভিডিও দেখিনি। কিছু গানের ভিডিও দেখার পর রোজকার মতো দিদি আসলে আমি ওর সাথে কিছুক্ষণ গল্প করলাম। দিদি বাড়ী ফিরে যাওয়ার পর আমি ডিনার করে নিয়ে এইবেলায়ও একটা পাকা ল্যাংড়া আম খেলাম। এর কিছুক্ষণ পরে আমি ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ৮ই জুলাইয়ের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1942976210415325336