Better Life with Steem || The Diary Game || June 21, 2025

in Incredible India2 months ago

thumb.png
Image edited by Adobe

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ২১শে জুনের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

আজকে সকাল ৭টার সময় মোবাইলের ঘড়ির অ্যালার্ম আমার ঘুম ভাঙ্গিয়ে দিলো। আমি ১ ঘন্টা পরে অর্থাৎ সকাল ৮টার সময় অ্যালার্ম সেট করে আবার ঘুমিয়ে পরলাম। এরপর সকাল ৮টার সময় মোবাইলের ঘড়ির অ্যালার্ম বাজলে আমি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিলাম।

আজকে মোবাইলে অ্যালার্ম দেওয়ার কারণ হলো আজ সকাল ১১টা নাগাদ গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে আর তাও হবে আমার ফ্ল্যাটে, নাহলে আমি রোজ মোবাইল অফ করে ঘুমাই আর আমার ঘুম থেকে ওঠার সময়ের কোনো ঠিক নেই। যাইহোক, ফ্রেশ হওয়ার পরে আমি এক কাপ চা করে আজকের খবরের কাগজ পড়ে নিলাম।

তারপর আমি পাড়ার মুদি দোকান থেকে পাউরুটি কিনে এনে ডিম টোস্ট বানিয়ে খেলাম। বেশ কিছুদিন বাদে আজ আমি ব্রেকফাস্ট করলাম। এরপর আমি এক কাপ চা করে মিটিংয়ের জন্য প্রস্তুত হলাম। সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ সবাই আসার পর মিটিং শুরু হলো।

“দুপুর”

1.jpg

2.jpg

3.jpg

মিটিং শেষ হলো দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ। সবাই চলে যাবার পর আমি অনলাইনে সুইগির মাধ্যমে আপনজন রেস্টুরেন্ট থেকে দুটো নিরামিষ থালি অর্ডার করলাম। খাবার চলে এলে আমি স্নান করে নিয়ে লাঞ্চ করতে বসলাম। আজকে আমার লাঞ্চের মেনু ছিল ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আলু পটলের তরকারী, আলু ঝিঙ্গে পোস্ত এবং কাঁচা আমের চাটনি। লাঞ্চের পর আমি রোজকার মতো দুটো পাকা আম খেয়ে ঘুমাতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

4.jpg

5.jpg

6.jpg

বিকেল ৫টার সময় ঘুম থেকে উঠে আমি প্রথমে এক কাপ চা বানিয়ে খেলাম। তারপর আমি পোশাক পরিবর্তন করে হাঁটতে বের হলাম। আজকে আমি প্রথমে লেকের পাড়ে গিয়ে কিছুক্ষণ বসে থাকলাম। তারপর সন্ধ্যে হলে আমি বাড়ী ফিরে সন্ধ্যে দিয়ে নিয়ে এক কাপ চা করে ক্লায়েন্টের জন্য presentation তৈরি করতে থাকলাম।

“রাত”

Presentation সম্পূর্ণ করতে আমার রাত ১০টা ৩০ মিনিট বেজে গেলো। আমি ভেবেছিলাম যে আজকে আমাদের অ্যাডমিন ম্যাম দ্বারা আয়োজিত কন্টেস্টের জন্য পোস্ট লিখবো কিন্তু তা আর হয়ে উঠলো না আর আজকেই ছিল শেষ দিন। একটা জিনিস আমি হাড়ে হাড়ে বুঝতে পারলাম যে কালকের জন্য কোনো কিছু ফেলে রাখতে নেই।

এরপর রাত ১১টা নাগাদ দিদি আসলে আমি ওর সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কথা বললাম। দিদি যখন বাড়ী ফিরে গেলো ঘড়িতে দেখলাম যে রাত ১১টা ৪৫ মিনিট বাজে। আমি আর দেরী না করে ডিনার করে নিলাম। ডিনারের পর আমি ১ ঘন্টা সময় ধরে ইউটিউব ভিডিও দেখলাম। তারপর আমি ফেসবুকে আমার মতো নিশাচর প্রাণীদের সাথে কিছুক্ষণ চ্যাট করলাম। তারপর যখন আমার ঘুম পেয়ে গেলো আমি সবকিছু অফ করে দিয়ে ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ২১শে জুনের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।