Better Life with Steem || The Diary Game || June 23, 2025

in Incredible Indialast month

thumbnail.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ২৩শে জুনের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

1.jpg

আজকে সকাল ১১টার সময় আমি ঘুম থেকে উঠলাম। আজকেও আমার ময়লা ফেলা হলো না, এদিকে ঘরে ইতিমধ্যে ৩ প্যাকেট ময়লা জমে গিয়েছে। যাইহোক, বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি রোজকার মতো এক কাপ চা করে চা খেতে খেতে আজকের খবরের কাগজটা পড়ে নিলাম।

2.jpg

3.jpg

4.jpg

তারপর আমি অনলাইনে ১ কেজি হিমসাগর আম, ১ কেজি ল্যাংড়া আম এবং মাদার ডেয়ারির মিষ্টি দই অর্ডার করলাম। ১০ মিনিটের মধ্যে অর্ডার ডেলিভারি দিয়ে গেলে আমি আমগুলো এবং মিষ্টি দই ফ্রিজে তুলে রাখলাম। আজকে রান্না করার কোনো চাপ নেই। গতকালের রান্না করা মুরগীর কষা মাংস আছে। আমাকে শুধু ভাত রান্না করে নিলেই হবে।

“দুপুর”

দুপুর ১টা নাগাদ আমি ইন্ডাক্সনে ভাত বসিয়ে দিলাম। এরপর কাজের মাসী আসলো ঘর ঝাঁট দিয়ে মুছতে আর বাসি বাসনপত্র মাজতে। মাসী কাজ করে চলে যাওয়ার পর আমি স্নান করে নিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চের পর আমি মাদার ডেয়ারির মিষ্টি দই খেয়ে কিছুক্ষণের জন্য বেডরুমে বিশ্রাম নিতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

5.jpg

বিকেলবেলায় আজকে আর আমি চা খেলাম না। তার বদলে আমি একটা পাকা হিমসাগর আম আর একটা পাকা ল্যাংড়া আম খেয়ে হাঁটতে বের হলাম। আজকে আর লেকের ধারে যাইনি। আমি মেন রোড দিয়ে কিছুক্ষণ হেঁটে বাড়ী ফিরে এসেছি।

এখন যেহেতু অম্বুবাচী চলছে তাই আজ আর সন্ধ্যে দিলাম না। এক কাপ চা করে আমি স্টিমিটের জন্য ডেইলি ডায়েরী গেম লিখতে বসলাম।

“রাত”

ডেইলি ডায়েরী গেম লেখা শেষ করে স্টিমিটে পোস্ট করে দিয়ে আমি এক ক্লায়েন্টের ওয়েবসাইট ডেভেলপ করার কাজে মন দিলাম। রাত ৯টা নাগাদ আমি দোকান থেকে ৪টে আটার রুটি আর এক প্লেট ডিম তড়কা কিনে আনলাম ডিনারের জন্য।

বাড়ী ফিরে আবার আমি আমার কাজে মন দিলাম। আজকের মতো কাজ মোটামুটি শেষ হয়ে গেলে আমি ইউটিউব ভিডিও দেখা শুরু করলাম। আজকে আমি জ্যোতিষের বাস্তু সংক্রান্ত বেশ কিছু নতুন ভিডিও দেখেছি। তারপর আমি রান্নার বেশ কিছু ভিডিও দেখলাম। ইউটিউবে রান্নার চ্যানেলগুলোর মধ্যে আমার তনহীর পাকশালা চ্যানেলের রান্নার ভিডিওগুলো দেখতে বেশ ভালো লাগে।

এরপর আমার স্ত্রীর সাথে ফোনে বেশ কিছুটা সময় ধরে কথা বললাম। আগস্ট মাসে মেয়ের ৩টে ভ্যাকসিন আছে, একই দিনে দেওয়া হবে। আমার ইচ্ছে আছে এই উইকেন্ডে শ্বশুরবাড়ী যাওয়ার, দেখা যাক পেরে উঠি কিনা!

রাত ১১টার পর দিদি আসলে আমি ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। দিদি বাড়ী ফিরে গেলে আমি রান্নাঘরে গিয়ে দেখলাম যে তড়কা তখনও গরম আছে কিন্তু রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি রুটিগুলো গরম করে ডিম তড়কা দিয়ে ডিনার করে নিলাম। ডিনারের কিছুক্ষণ পরে আমি ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ২৩শে জুনের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।