Better Life with Steem || The Diary Game || June 29, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ২৯শে জুনের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

আজকে সকাল ১০টার সময় আমি ঘুম থেকে উঠলাম। বেশ বুঝতে পারলাম যে আজকে আর আমার বাজার যাওয়া হবে না আর চিকেন বা মাটন রান্না করে খাওয়া হবে না। ঘরে শুধু ডিম রয়েছে, তাই ডিমের ঝোলই আজকে আমার রবিবারের মেনু। নাহ, এইসব নিয়ে ভেবে লাভ নেই, তাই আমি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা করে আজকের সংবাদপত্র পড়ে নিলাম। একটু পরে রাজ্য সরকারের তরফ থেকে দীঘার জগন্নাথধামের প্রসাদ আসলো।


প্রসাদের বাক্সে ছিল ১টা প্যাঁড়া সন্দেশ, ১টা গজা আর একটা ফটো। আমি প্যাঁড়া সন্দেশটা খেয়ে গজাটা কাজের মাসীর জন্য তুলে রাখলাম। প্যাঁড়া সন্দেশটা যথেষ্ট নরম ছিল আর খেতে বেশ ভালো ছিল। আজকে এটাই আমার ব্রেকফাস্ট, সকালে আর কিছু খাবো না।
এরপর আমি পেঁয়াজ, টম্যাটো, কাঁচা লংকা, আদা ও রসুন কেটে আর ভাতের সাথে ডিম সিদ্ধ করতে দিয়ে আজকের রান্নার জন্য প্রস্তুত হলাম।

দুপুর ১টার আগেই আমার ডিমের ঝোল রান্না করা হয়ে গেলো। আজকে আমি আমার ফেবারিট পোড়া কড়াইতে ডিমের ঝোল রান্না করেছি। এরপর কাজের মাসী এসে ঘরদোর ঝাঁট দিয়ে মুছে বাসনপত্র মাজলো। মাসী ফেরার সময় আমি মাসীর হাতে জগন্নাথধামের গজা প্রসাদ তুলে দিলাম। মাসী চলে গেলে আমি স্নান করে নিয়ে ভাত আর ডিমের ঝোল দিয়ে লাঞ্চ করে নিলাম। লাঞ্চের পর আমি একটা পাকা ল্যাংড়া আম খেয়ে ঘন্টাখানেকের জন্য বিশ্রাম নিতে চলে গেলাম।

বিকেলবেলায় আমার ঘুম ভাংলো কলিংবেলের শব্দে। মেয়ের জন্য ফ্লিপকারটে পোশাকের অর্ডার দিয়েছিলাম কয়েকদিন আগে, তার ডেলিভারি দিতে এসেছে। অর্ডার ডেলিভারি নিয়ে আমি আবার শুতে চলে গেলাম।



রাত ৮টা নাগাদ বিছানা ছেড়ে উঠে আমি আমার মেয়ের ড্রেসগুলো আনপ্যাক করে দেখলাম। দেখে তো বেশ ভালোই লাগলো, এখন ফিট হয় কিনা সেটাই বড়ো ব্যাপার। আমি সামনের শনিবারের আগে শ্বশুরবাড়ী যেতে পারছি না আর ততোদিনে রিফান্ড অপশনও শেষ হয়ে যাবে।
যাইহোক, এরপর আমি ইলেভেন মুভি (সাউথ ইন্ডিয়ান ডাবড) দেখা শুরু করলাম। আমি আপনাদের সাজেস্ট করবো মুভিটা দেখার জন্য। একদম অন্যরকম কনসেপ্ট। রাত ১১টা নাগাদ দিদি আসলো দুই পিস মাটন কারি নিয়ে। আমার ভাগ্য ভালো যে আমার কপালে রবিবার মাংস জুটলো।
দিদি বাড়ী ফিরে যাওয়ার পর আমি মাংস ভাত খেয়ে ডিনার করে নিলাম। তারপর একটা পাকা ল্যাংড়া আম খেয়ে আমি ইউটিউব ভিডিও দেখতে লাগলাম বেশ কিছু সময় ধরে। তারপর আমি আমার বউয়ের সাথে কিছুক্ষণ ভিডিও কলে কথা বললাম। এরপর বেশ কিছুক্ষণ সময় ধরে ফেসবুকে চ্যাট করার পর আমি ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ২৯শে জুনের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1939718800586506666