Better Life with Steem || The Diary Game || September 03, 2025steemCreated with Sketch.

in Incredible India20 days ago

thumb.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৩রা সেপ্টেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

1.jpg

আজকে সকাল ৬টার সময় ঘড়ির অ্যালার্মের শব্দে আমার ঘুম ভেঙ্গে গেলো। এরপর ফ্রেশ হয়ে নিয়ে আমি আর আমার স্ত্রী চা খেয়ে নিলাম। আমি অবশ্য তার সাথে আজকের খবরের কাগজটাও পড়ে নিলাম। তারপর আমার বউ উচ্ছে ভাজা আর লটে মাছ রান্না করলো। ওর রান্না করা হয়ে যাওয়ার পর আমি ইন্ডাকসনে ভাত বসিয়ে দিয়ে ব্রেকফাস্টের জন্য পাস্তা বানালাম কারণ ও এর আগে কোনোদিন পাস্তা খায়নি আর বানায়ওনি। এরপর আমার বউ অফিস চলে যাওয়ার পর পাশের বাড়ীর বিড়ালটা এসে উপস্থিত হলো।

2.jpg

3.jpg

4.jpg

ও এইবারে ৩টে বাচ্চা দিয়েছিল কিন্তু সবগুলোই মারা গেছে। আমি ওকে একটু আদর করে দুধ খেতে দিয়েছিলাম কিন্তু ও অল্প একটু দুধ খেয়ে চলে গেলো। তারপর আমি এক কাপ চা করে নিয়ে অনলাইনে কাজ করতে বসলাম।

“দুপুর”

5.jpg

6.jpg

দুপুর ১টা নাগাদ আমায় রে-ব্যানের দুটো সানগ্লাস ডেলিভারি দিয়ে গেলো। এরপর মাসী এসে কাজ করে চলে যাওয়ার পর আমি স্নান করে নিয়ে উচ্ছে ভাজা আর লটে মাছ দিয়ে ভাত খেয়ে লাঞ্চ করে নিলাম। তারপর আমি ঘন্টাখানেকের জন্য বিশ্রাম নিতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

7.jpg

8.jpg

সন্ধ্যে ৬টা নাগাদ আমার ঘুম ভাংলে আমি হাঁটতে বের হলাম। কিছুক্ষণ হাঁটার পর আমি ঘরে ফিরে এসে সন্ধ্যে দিলাম। তারপর এক কাপ চা করে নিয়ে আমি অনলাইনে কাজ করতে বসলাম। আজকে আমার যা কাজের চাপ আজ আর স্টিমিটের জন্য কোনো পোস্ট লেখা হবে না।

“রাত”

রাত ৯টা নাগাদ আমি মুঞ্জ্যা মুভিটা দেখা শুরু করলাম। এই কমেডি হরর মুভিটা দেখতে আমার একদমই ভালো লাগছিল না, কি করে সিনেমাটা মোটামুটি হিট হলো কে জানে! একটু পরে আমার স্ত্রী অফিস থেকে ফিরে আসলো আর ওর সারাদিনের কার্যাবলী আমায় বলতে থাকলো। ও এতো টকেটিভ না কি আর বলবো!

এরপর ও ভিডিও কলে কিছুক্ষণ মেয়ে আর বাপের বাড়ীর লোকের সাথে কথা বললো। আর আমি সেই সময় মুঞ্জ্যা মুভিটা দেখা শেষ করলাম। তারপর রাত ১০টা ৩০ মিনিটের পরে আমরা দুজনে ডিনার করে নিলাম। ডিনার করা হয়ে যাবার পর ও ঘুমাতে চলে গেলো আর আমি ল্যাপটপ অন করে আবার কাজ করতে লাগলাম।

কাজ করা শেষ হয়ে গেলে আমি ইউটিউবে কিছু ইলিশ মাছ ভাপার রেসিপি দেখলাম। দুই পিস ইলিশ মাছ রয়ে গেছে এখনও, আমার ইচ্ছে আছে ওইগুলো দিয়ে ইলিশ মাছ ভাপা করার। তারপর আমি বেশ কয়েকটা কিশোরকুমার আর কুমার শানুর গানের ভিডিও দেখলাম। এরপর দিদি ফোন করলে আমি ওর সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম। তারপর আমার ঘুম পেয়ে গেলে আমি ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ৩রা সেপ্টেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

Sort:  
Loading...

TEAM - 01


Congratulations!! Your post has been upvoted through steemcurator04. We encourage you to publish creative and high-quality content, giving you a chance to receive valuable upvotes.
Curated by: pandora2010

 18 days ago 

@pandora2010, thank you for supporting my post.