Better Life with Steem || The Diary Game || September 07, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৭ই সেপ্টেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

আজকে সকালেও ৬টার সময় অ্যালার্মের আওয়াজে আমার ঘুম ভেঙ্গে গেলো। রাত ২টোর পর শুয়ে সকাল ৬টায় ঘুম থেকে ওঠা যে কি কষ্টকর ব্যাপার সেটা একমাত্র ভুক্তভোগী মাত্র জানে। যাইহোক, এরপর ফ্রেশ হয়ে বউয়ের হাতে তৈরী এক কাপ চা খেয়ে নিয়ে আমি আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। তারপর ময়লার গাড়ী আসলে আমি এক প্যাকেট ময়লা ফেলে দিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম।
বাজার থেকে কিছু মাছ আর সব্জী কেনার পর আমি বাড়ী ফিরে এলাম। বাড়ী ফেরার পথে আমি দুজনের জন্য কচুরী কিনে নিলাম ব্রেকফাস্ট করার জন্য। স্নান করে ব্রেকফাস্ট করা হয়ে গেলে আমার বউ অফিস চলে গেলো আর আমি এক কাপ চা করে নিয়ে অনলাইনে কাজ করতে বসলাম।
দুপুর ১টা নাগাদ আমি অনলাইনে কোয়ালিটি ওয়ালশের ৭০০ মিলি আইসক্রিম অর্ডার করে স্নান করতে গেলাম। আইসক্রিম চলে আসার পর আমি কাজের মাসীর জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। এরপর মাসী কাজ করে চলে যাওয়ার পর আমি লাঞ্চ করে নিলাম আর তার পর একটু আইসক্রিম খেলাম। তারপর আমি ঘন্টাখানেকের জন্য ঘুমাতে চলে গেলাম।




সন্ধ্যে ৬টা নাগাদ আমি ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে হাঁটতে বের হলাম। আধঘন্টা মতো হেঁটে বাড়ী ফিরে সন্ধ্যে দিয়ে আমি এক কাপ চা করে খেয়ে নিয়ে The Bengal Files ওয়েব সিরিজ দেখা শুরু করলাম।

রাত ৯টার পর আমি আমার ওয়াইফের সাথে কিছুক্ষণ মোবাইলে কথা বললাম। ওর বাড়ীতে ফিরতে এখনো আধঘন্টা দেরী আছে। এরপর ও বাড়ী ফিরে এলে মেয়ে আর বাপের বাড়ীর লোকের সাথে কিছুক্ষণ কথা বললো। আমিও কিছুক্ষণ ওদের সাথে সঙ্গ দিলাম।
সবার সাথে কথা হয়ে যাওয়ার পর আমরা দুজনে খাবার গরম করে ডিনার করে নিলাম। এরপর আমার স্ত্রী ঘুমাতে চলে গেলে আমি ইউটিউব ভিডিও দেখা শুরু করলাম। আমি চম্পারন মিটের বেশ কিছু রেসিপি দেখলাম। মাটির হাঁড়ি কিনতে হবে যা দেখছি।
তারপর আমি কিছু গানের ভিডিও দেখলাম, বিশেষ করে অরিজিত সিংহের বাংলা আর হিন্দি গানের ভিডিও। ওর গলায় সত্যি কোনও জাদু আছে।
এরপর আমি কিছু রান্নার রেসিপির ভিডিও দেখলাম। তারপর আমার ঘুম পেয়ে গেলে আমি সব লাইট, ফ্যান, ল্যাপটপ সুইচ অফ করে দিলাম। তারপর বেডরুমের এসি অন করে দিয়ে আমি ঘুমাতে চলে গেলাম।
আমি সামনের দিনের অপেক্ষায় আছি। কবে আমার মেয়েটাকে আমার কাছে পাবো কে জানে! সব মানুষের জীবনেই সমস্যা থাকে। দেখা যাক আমার ক্ষেত্রে কি হয়! তুই মা ভালো থাক ভালো থাক……………………। আমার মাটা মাটা……………। তুই ভালো থাক মা……
তো বন্ধুরা এই ছিল আমার ৭ই সেপ্টেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1965073769602646280
@lirvic, thank you for supporting my post.