Better Life with Steem || The Diary Game || September 12, 2025steemCreated with Sketch.

in Incredible India11 days ago

thumb.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ১২ই সেপ্টেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

1.jpg

2.jpg

আজকে সকালেও যথারীতি ঘড়ির অ্যালার্মের শব্দে ৬টার সময় আমার ঘুম ভেঙ্গে গেলো। এরপর ফ্রেশ হয়ে নিয়ে আমি আর ঝুনু মানে আমার স্ত্রী একসাথে বসে চা খেলাম। আমি অবশ্য সেই সময় আজকের খবরের কাগজটাও পড়ে নিলাম। তারপর আমি বাজারে গিয়ে কিছু মাছ ও সব্জী কিনে আনলাম। বাড়ী ফিরে দেখলাম যে ও ব্রেকফাস্টের জন্য চাউমিন বানিয়েছে। আমি তাই খেয়ে ব্রেকফাস্ট করে নিলাম আর ঝুনু এরপর অফিস চলে গেলে আমি এক কাপ চা করে নিয়ে অনলাইনে কাজ করতে বসলাম।

“দুপুর”

3.jpg

4.jpg

দুপুর ১টা নাগাদ আমি JioMart থেকে কিছু জিনিস অর্ডার করলাম। আধঘন্টার মধ্যে আমায় সব অর্ডার ডেলিভারি দিয়ে গেলো। আমি যে যে জিনিসগুলো অর্ডার করেছিলাম সেগুলো হলো ম্যাগি, চিলি সস, কুড়কুড়ে, মিষ্টি দই আর পেঁয়াজ।

এরপর মাসী কাজ করতে এলো। মাসীর কাছ থেকে শুনলাম যে ওর ছেলে ভালো আছে আর আজকে হসপিটাল থেকে ছেড়ে দেবে। এই খবর শুনে আমার মনটা বেশ ভালো হয়ে গেলো। মাসী কাজ করে চলে যাওয়ার পর আমি স্নান করে নিয়ে লাঞ্চ করে নিলাম। তারপর আমি কিছুক্ষণের জন্য ঘুমাতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

5.jpg

6.jpg

7.jpg

সন্ধ্যেবেলা ৬টা নাগাদ আমার ঘুম ভাংলো। তারপর এক কাপ চা খেয়ে সন্ধ্যে দিয়ে নিয়ে আমি হাঁটতে বের হলাম। ৩০ মিনিটের মতো হাঁটার পর আমি বাড়ী ফিরে এসে এক কাপ চা করে অনলাইনে কাজ করতে বসলাম।

“রাত”

রাত ৯টা নাগাদ আমার দিদি ফোন করে জানালো যে ওর শ্বাশুড়ীর পেসমেকারের কি সমস্যা হচ্ছে। আমরা আর দেরী না করে টেকনিক্যাল টিমের সাথে কথা বললাম। ওনাদের গাইডলাইন অনুসরণ করে আমরা দিদির শ্বাশুড়ীকে বাঁচাতে পারলাম।

এরপর আমার বউ এসে বেশ কিছুক্ষণ সময় ধরে ভিডিও কলে ওর বাপের বাড়ীর লোকের সাথে কথা বললো। তারপর কথাবার্তা হয়ে যাবার পর আমরা নিজেরা কিছুক্ষণ কথা বলাম। এরপর আমরা ডিনার করে নিলাম। তারপর আমার বউ ঘুমাতে চলে যাওয়ার পর আমি ইউটিউব ভিডিও দেখা শুরু করলাম।

আমি প্রথমে বেশ কিছু রান্নার রেসিপির ভিডিও দেখলাম। চিকেন স্টিউ বানানোটা আজকে ভিডিও দেখে আমি শিখে নিলাম। দেখি রান্নাটা কবে করে উঠতে পারি! এছাড়া ভেটকি পাতুরির রেসিপির ভিডিও দেখলাম। এটা অবশ্য এর মধ্যে রান্না করা সম্ভব হবে না। ভেটকি মাছের সারা বছরই দাম খুব চড়া থাকে।

রান্নার ভিডিও দেখা হয়ে যাওয়ার পর আমি অনির্বাণের ব্যান্ডের একটা নতুন ভিডিও দেখলাম। এই ভিডিওটা ইদানীং খুব ভাইরাল হয়েছে। তারপর বেশ কিছুক্ষণ ফেসবুক ঘাঁটার পর ঘুম পেয়ে গেলে আমি লাইট, ফ্যান, ল্যাপটপ সব সুইচ অফ করে দিয়ে বেড্রুমে ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ১২ই সেপ্টেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

Sort:  


Hello there, you have posted a great quality post and we are happy to support you, stay up with good quality publications
Curated by heriadi

 11 days ago 

@heriadi, thank you for supporting my post.

@pijushmitra, আপনার দিনলিপিটি খুবই সুন্দর এবং সাবলীলভাবে লেখা। ১২ই সেপ্টেম্বরের প্রতিটি মুহূর্ত আপনি যেভাবে বর্ণনা করেছেন, তা পড়ে মনে হচ্ছে যেন আমিও আপনার সাথে ছিলাম! সকালের চা থেকে শুরু করে রাতের রান্নার রেসিপি দেখা পর্যন্ত, সবকিছু খুব জীবন্ত লেগেছে।

বিশেষ করে JioMart থেকে জিনিস অর্ডার করা এবং মাসীর ছেলের ভালো থাকার খবর শুনে আপনার ভালো লাগার অনুভূতিটি আমাকেও ছুঁয়ে গেছে। আর দিদির শাশুড়িকে পেসমেকারের সমস্যা থেকে বাঁচানোর ঘটনাটি সত্যিই প্রশংসার যোগ্য!

আপনার দৈনন্দিন জীবনের এই গল্পটি অন্যদেরকেও তাদের দিনগুলি সুন্দরভাবে উপভোগ করতে উৎসাহিত করবে। আপনার লেখাটি Steemit-এ সত্যিই আলাদাভাবে নজর কাড়ছে। চালিয়ে যান, এবং আপনার অন্যান্য পোস্টগুলি দেখার জন্য আমি উৎসুক। অন্যান্য পাঠকদেরকেও অনুরোধ করবো আপনার এই সুন্দর পোস্টে মন্তব্য ও ভোট দিয়ে উৎসাহিত করতে।

 11 days ago 

অশেষ ধন্যবাদ আপনাকে আমার পোস্ট সময় নিয়ে পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Loading...