Better Life with Steem || The Diary Game || September 15, 2025

in Incredible India8 days ago

thumbnail.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ১৫ই সেপ্টেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

আজকেও সকাল ৬টার সময় আমি ঘুম থেকে উঠে পড়লাম। তবে আজকে আমার বাজার যাওয়ার কোনো চাপ নেই কারণ গতকাল আমি বাজার করে রেখেছি। তাই ফ্রেশ হয়ে নিয়ে আয়েশ করে চা খেতে খেতে আমি আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। এরপর আমার গিন্নি রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লো। সকাল ৮টা নাগাদ আমরা দুজনে ব্রেকফাস্ট করলাম। আজকে ও ব্রেকফাস্টের জন্য পাস্তা বানিয়েছিল। ও আগে কোনোদিন পাস্তা বানায়নি, তাই আমি ওকে গাইড করলাম।

1.jpg

2.jpg

3.jpg

4.jpg

সকাল ৯টার পরে ও অফিস চলে গেলে আমি এক কাপ চা করে নিয়ে অনলাইনে কাজ করতে বসলাম। ১০টা নাগাদ অ্যামাজন থেকে আমায় এক জোড়া ল্যান্সারের ক্লগ চপ্পল ডেলিভারি দিয়ে গেলো। আমার এমনিতে ১০ নাম্বার সাইজের জুতো বা চপ্পল ফিট হয় কিন্তু এটা দেখলাম কিছুটা বড়ো। যাইহোক, এটা আর রিটার্ন দেবো না, ম্যানেজ করে চালিয়ে দেবো।

“দুপুর”

5.jpg

6.jpg

দুপুর ১টার পরে মাসী কাজ করতে আসলো। আজকে কাজের মাসী বেশ আগেই চলে এসেছে। মাসী এই সুখবরটাও দিলো যে আগামী দুদিন মানে মঙ্গলবার আর বুধবার ও রান্না পুজোর জন্য ছুটি নিচ্ছে। বুধবার অবশ্য আমিও শ্বশুরবাড়ী যাবো, তাই আমার সেরকম একটা অসুবিধা হবে না। মাসী কাজ করার সময় আমি জিও মার্ট থেকে কিছু সব্জী অর্ডার করলাম। মাসী কাজ করে চলে যাওয়ার পর আমায় জিও মার্ট থেকে পেঁয়াজ, ঢ্যাঁড়শ এবং কাঁচালঙ্কা ডেলিভারি দিয়ে গেলো। তারপর আমি স্নান করে নিয়ে লাঞ্চ করে ঘন্টাখানেকের জন্য ভাতঘুম দিতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

7.jpg

8.jpg

9.jpg

সন্ধ্যে ৬টা নাগাদ আমার ঘুম ভাংলে আমি সন্ধ্যে দিয়ে নিয়ে এক কাপ চা খেলাম। তারপর আমি ড্রেস চেঞ্জ করে হাঁটতে বের হলাম। ৩০-৪০ মিনিটের মতো হাঁটার পর আমি বাড়ী ফিরে এসে আরো এক কাপ চা করে স্টিমিটের জন্য ডেইলি ডায়েরী গেম লিখতে বসলাম।

“রাত”

ডেইলি ডায়েরী গেম লেখা শেষ হয়ে গেলে আমি স্টিমিটে পোস্ট করে দিলাম। এইসময় আমার বেশ খিদে পেয়ে গিয়েছিল বলে আমি বাইরে বেরিয়ে পাড়ার একটা দোকান থেকে এগ রোল কিনে খেলাম। তারপর বাড়ী ফিরে আমি আমার এক ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে কিছুক্ষণ কাজ করলাম।

রাত ৯টার পর আমার স্ত্রী অফিস থেকে ফিরে এলে আমরা দুজন মিলে ভিডিও কলে কিছুক্ষণ মেয়ের সাথে কথা বললাম। ঝুনু আগামীকাল অফিস থেকে সোজা ওর বাপের বাড়ী যাবে আর আমি পরের দিন অর্থাৎ বুধবার ওখানে যাবো।

যাইহোক, এরপর ও সব খাবারদাবার গরম করার পর আমরা দুজনে মিলে ডিনার করে নিলাম। তারপর ও ঘুমাতে চলে গেলে আমি আধঘন্টার মতো ইউটিউব সার্ফ করলাম। তারপর আমার ঘুম পেয়ে গেলে আমিও ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ১৫ই সেপ্টেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

Sort:  
Loading...

Congratulations! Your post has been supported by our team

InShot_20250801_084743252.jpg

Curated by @ninapenda

 8 days ago 

@ninapenda, thank you for your generous support.