Better Life with Steem || The Diary Game || September 22, 2025

in Incredible India22 hours ago

1.jpg

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ২২শে সেপ্টেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

2.jpg

আজকে সকালেও ৬টার সময় ঘড়ির অ্যালার্মের শব্দে আমার ঘুম ভাংলো। তারপর ফ্রেশ হয়ে নিয়ে আমি ঝুনুর সাথে বসে চা খেলাম আর আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। তারপর আমি সোজা বাজারে চলে গেলাম কিছু সব্জী আর মাছ কিনতে আর ও আজকের রান্না করার প্রস্তুতি নিলো।

3.jpg

আমি প্রথমে সব্জীর দোকানে গিয়ে কুমড়ো, পটল আর বেগুন কিনলাম। তারপর মাছের বাজারে গিয়ে আজ আর মাছ কিনলাম না, তার বদলে আমি রুই মাছের ডিম কিনলাম। বাড়ী ফেরার পথে কচুরি আর জিলিপি কিনে নিলাম আমাদের দুজনের ব্রেকফাস্টের জন্য।

বাড়ী ফিরে দেখি ও ততক্ষণে স্নান করে অফিস যাওয়ার জন্য প্রস্তুত। এরপর ঝুনু কচুরি আর জিলিপি খেয়ে অফিস চলে গেলো আর আমি ব্রেকফাস্ট করার পর এক কাপ চা করে নিয়ে অনলাইনে কাজ করতে বসলাম।

“দুপুর”

দুপুর ১টার পর মাসী কাজ করতে এলো। মাসী কাজ করে চলে গেলে আমি স্নান করে নিয়ে লাঞ্চ করলাম। আজকে আমার লাঞ্চের মেনু ছিল আলু দিয়ে পনীরের তরকারী আর বড়ির টক। বড়ির টক রান্নাটা আমি আমার স্ত্রীর কাছ থেকে শিখেছি। বিয়ের আগে আমি এই পদ কখনও খাইনি। লাঞ্চের পর আমি ঘন্টাখানেকের জন্য ঘুমাতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

4.jpg

বিকেল ৫টা নাগাদ ঘুম থেকে উঠে আমি এক কাপ চা বানিয়ে খেয়ে নিয়ে হাঁটতে বের হলাম। এরপর সন্ধ্যে হয়ে আসলে আমি বাড়ী ফিরে সন্ধ্যে দিলাম। তারপর বারান্দায় মেলে রাখা জামাকাপড় সব ঘরে তুললাম। এরপর এক কাপ চা করে নিয়ে আমি স্টিমিটের জন্য ডেইলি ডায়েরী গেম লিখতে বসলাম। বেশ কয়েকদিন পরে আজকে স্টিমিটের জন্য পোস্ট লিখছি।

“রাত”

5.jpg

6.jpg

ডেইলি ডায়েরী গেম লেখা শেষ হয়ে গেলে আমি স্টিমিটে পোস্ট করে দিলাম। তারপর আমি অনলাইনে ১ কেজি পেঁয়াজ, ২০০ গ্রাম আদা আর ৪০০ গ্রাম মাদার ডেয়ারীর মিষ্টি দই অর্ডার করলাম। ৩০ মিনিটের মধ্যে আমায় অর্ডার ডেলিভারী দিয়ে গেলো।

এরপর আমি শাহরুখ খানের ছেলের প্রথম ওয়েব সিরিজ দেখা শুরু করলাম। তারপর ঝুনু অফিস থেকে বাড়ী ফিরলে আমরা মেয়ের সাথে ভিডিও কলে কিছুক্ষণ কথা বললাম। তারপর ও খাবারদাবার সব গরম করলে আমরা দুজনে ডিনার করে নিলাম।

ডিনার হয়ে গেলে ঝুনু ঘুমাতে চলে গেলো আর আমি ল্যাপটপ অন করে আবার ওয়েব সিরিজটা দেখা শুরু করলাম। দুটো এপিসোড দেখার পর আমি কিছুক্ষণ ফেসবুক ঘাঁটলাম। তারপর আমি বেশ কয়েকটা ইউটিউব ভিডিও দেখলাম। বেশ কয়েকটা গানের ভিডিও দেখার পর আমি কিছু নিউজ চ্যানেল দেখলাম। এরপর ঘুম পেয়ে গেলে আমি বেডরুমে ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ২২শে সেপ্টেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।