Incredible India monthly contest of June#1|Old Vs New!

in Incredible India20 days ago

thumbnail.png
Image edited by Adobe

সবার প্রথমে আমি আমাদের কমিউনিটিকে ধন্যবাদ জানাতে চাই জুন মাসের প্রতিযোগিতার জন্য এতো সুন্দর একটা বিষয়বস্তু নির্বাচন করায়। এবারের প্রতিযোগিতার আলোচ্য বিষয় হলো পুরাতন বনাম নতুন। চলুন আর দেরী না করে আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করি।

1. Share the things that you believe were best in past, but now have been changed.

1.jpg

আগেকার দিনের যৌথ পরিবারকে আমি ভীষণ মিস করি যেখানে বাবা, কাকা, জ্যাঠারা সবাই একসাথে মিলেমিশে থাকতো। এখন তো কলকাতায় বেশীরভাগ পরিবারই নিউক্লিয়ার ফ্যামিলি, স্বামী, স্ত্রী এবং তাদের একটি বা দুটি সন্তান, এই নিয়ে কলকাতার ফ্ল্যাট কালচারে এক একটি পরিবার। বৃদ্ধ বাবা-মায়ের এখন আর পরিবারে জায়গা হয় না, তাদের স্থান হয় বৃদ্ধাশ্রমে। যৌথ পরিবারের সুবিধা এবং অসিবিধা দুটো দিকই আছে, তবে আমরা যদি অসুবিধাগুলোকে দূরে সরিয়ে রেখে আত্মীয়স্বজনকে নিয়ে একসাথে মিলেমিশে থাকতে পারি তাহলে যৌথ পরিবারের কোনো বিকল্প হয় না।

আগে পাড়া প্রতিবেশীদের সাথে আমাদের কখন যে একটা আত্মিক বন্ধন তৈরি হয়ে যেতো তা আমরা নিজেরাও বুঝতে পারতাম না। প্রতিবেশীদের সাথে বাটি চালাচালি আর পাড়ার বন্ধুদের সাথে খেলাধুলা করা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। এখন ফ্ল্যাট কালচারের সুবাদে আমরা পাশের বাড়ীর লোককে চিনি না আর মুখ চিনলেও তাদের নাম জানি না। বাড়ীর কেউ অসুস্থ হয়ে পড়লে এখন আর আমরা পাড়ার লোককে ডাকি না, ডাক্তার আর অ্যাম্বুলেন্সকে ফোন করি।

2. How do you define old is gold?

2.jpg

পুরনো দিনের কালজয়ী গানগুলো আজও আমার মনকে নাড়া দেয়। গানগুলো যতবারই শুনি না কেনো বারবার করে শুনতে ইচ্ছে করে। নচিকেতার ভাষায় বললে,

পুরনো দিনের গান আজও ভরে মনপ্রাণ।

কিশোর, মান্না, রফি, হেমন্ত, লতা এদের গান কখনও পুরনো হবে না। আধুনিক যুগের অত্যাধুনিক গানগুলোর বেশীরভাগই একবার শুনলে আর দ্বিতীয়বার শুনতে ইচ্ছে করে না।

এখনকার স্বাস্থ্য সচেতন মানুষ শরীর ঠিক রাখার জন্য জিমে ছোটেন আর আমরা সকাল বিকেল খেলাধুলার মাধ্যমে নিজেদের শরীর আর মন দুটোই ঠিক রাখতাম। গ্রামের দিকে এখনও এই অভ্যাসটা বজায় রয়েছে কিন্তু শহর থেকে বিলুপ্ত প্রায়।

আগেকার দিনে মানুষরা খাঁটি খাবার খেতেন আর সেই কারণে জীবনের বেশীরভাগ সময় তারা নিরোগ থাকতেন। জ্বর, সর্দি-কাশি, পেট খারাপ এইসব বাদ দিয়ে তাদের কোনো জটিল অসুখ হতো না। আর এখন তো প্রতি দশটা বাড়ীর মধ্যে অন্তত একটা বাড়ীতে ক্যান্সার পেশেন্ট দেখতে পাওয়া যায়। রাসায়নিক সার ও কীটনাশক নির্ভর শাকসবজি এবং মাছ, মাংস খেতে অভ্যস্ত আমরা কখন যে ডাক্তারের ওষুধের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়ি তা আমরা নিজেরাও জানতে পারি না। আরও অনেক কারণ ছিল, আপাতত এই কটাই থাক। এইসব কারণে আমি সবসময় নতুনের বদলে পুরনোর সমর্থনে।

3.Discuss some points why changes are needed for a better future!

3.jpg
Photo Source

পরিবর্তন সবসময় কাম্য তবে সেটা টেকনোলজি এবং বিজ্ঞানের হাত ধরে। উদাহরণস্বরূপ বলতে পারি মুঠোফোন এবং ইন্টারনেটের উদ্ভাবন যুগান্তকারী আবিষ্কার। আর এখন তো স্মার্টফোনের মাধ্যমে আমরা ঘরে বসেই প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারছি। ঘর থেকে বহু দূরে থাকলেও মোবাইল ফোনের মাধ্যমে আমরা যখন খুশী ঘরের লোকজনদের সাথে কথা বলতে পারছি। তাই ভালো এবং সুরক্ষিত ভবিষ্যতের জন্য পরিবর্তন অবশ্যই দরকার।

প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি @sayeedasultana, @mou.sumi, @karobiamin71 এবং @mukitsalafi কে এই কন্টেস্টে অংশগ্রহন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

Sort:  
Loading...

Estoy de acuerdo con tu perspectiva en relación al tema amigo @pijushmitra, me conmueve la realidad de lo que sucede con los padres mayores "no tienen cabida en la familia" los hijos viven en departamentos tan pequeños y buscan solución enviándolos a un ancianato, es muy triste y lamentable los hijos no desean cuidar a sus padres, entonces me pregunto ¿quién cuidará de ellos en el futuro, cuado ellos sean los viejos? Hay un dicho muy cierto que dice: "no hagas lo que no quieres que te hagan"

Saludos cordiales y éxito.

 19 days ago 

@thaizmaita Thank you for reading my contest post and leaving an insightful feedback.

 19 days ago 

আমার জন্ম ও বেড়ে উঠা এককপরিবারে কিন্তু আমিও আপনার মতোই যৌথ পরিবার মিস করি।বিয়ের পরে আটমাস আমার সুযোগ হয়েছিলো শশুর বাড়িতে একসাথে থাকার ।এই সময় আমি টের পেয়েছি সামান্য সমস্যা থাকলেও সবার সাথে থাকার আনন্দ ।
প্রতিযোগিতার প্রতিটি প্রশ্নের উত্তর আপনি খুব চমৎকারভাবে দিয়েছেন ।প্রতিযোগিতায় আপ্নার সফলতা কামনা করছি ।

 19 days ago 

ছোটবেলায় আমি যৌথ পরিবারে মানুষ হয়েছি। সকলের সাথে একসাথে থাকার মজাই আলাদা। তখন মানুষের জীবনও এতটা জটিল ছিল না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রতিযোগিতার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Thank you for sharing quality content on Steemit
You have been supported by the team:


Curated by: @adeljose

Saludos apreciado amigo
Que tanto han cambiado las familias! Realmente mucho y es difícil porque eso tiene consecuencias en la sociedad. Comparto contigo el gusto por la música vieja y de antaño. Te deseo éxitos y bendiciones

 17 days ago 

Yeah, families have changed worldwide. Thank you for reading my post and sharing your opinion.