অনলাইনে শো-পিস কেনার অভিজ্ঞতা
নমস্কার বন্ধুরা। আপনারা সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি গল্প শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।
যারা নিয়মিত আমার পোস্ট পড়েন তারা জানেন, আমি অনলাইনে শপিং করতে বেশ ভালোবাসি। তাই মাঝে মাঝেই অনলাইন থেকে বিভিন্ন রকমের জিনিস কিনে থাকি। একটা সময় ছিল যখন সাজগোজের জিনিসপত্র কিনতে ভীষণ ভালো লাগত, তারপর জামাকাপড় কিনতেও বেশ ভালো লাগত। তবে সময়ের সাথে সাথে সমস্ত কিছুই পরিবর্তন হয়। তাই আজকাল সাজগোজের জিনিসপত্র কেনার পেছনে টাকা খরচ না করে ঘরের বিভিন্ন জিনিসপত্র কিনতে ইচ্ছে হয়। বিয়ের আর কয়েক মাস বাকি আছে। নতুন সংসারে গিয়ে ঘরটাকে নতুন করে সাজিয়ে তোলার ইচ্ছে আছে। তাই ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র কেনার প্রতি আমার আকর্ষণ বেড়েছে। ঘর সাজানোর জন্য অনলাইন থেকে বেশ কয়েকটি শো-পিস কিনেছি। তার মধ্যে আজকে আপনাদের সাথে আমার পছন্দের শো-পিসটির ডিটেইলস শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।
কয়েকদিন আগেই আমি এই পার্সেলটা রিসিভ করেছি। খুব সুন্দর ভাবে প্যাকেজিং করা ছিল। যেহেতু শোপিসটা প্লাস্টার জাতীয় এক ধরনের মেটেরিয়ালস দিয়ে তৈরি ছিল তাই সহজে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে সেলার খুব সুন্দর ভাবে জিনিসটাকে প্যাকেজ করে দিয়েছিল। যার ফলে ভালোভাবে জিনিসটা আমি রিসিভ করেছি। মোবাইলে যে রকম টা দেখে অর্ডার দিয়েছিলাম হাতে পেয়েও দেখলাম জিনিসটা হুবুহু একই রকম। বক্সের মধ্যে আলাদাভাবে একটা ময়ূরের পালক দেওয়া ছিল। যেটা আমি ছবি তুলতে ভুলে গিয়েছে। ওভারঅল পুরো জিনিসটাই আমার বেশ ভালো লেগেছে।
নিচে প্রোডাক্টটির লিংক শেয়ার করে দিচ্ছি। কারোর পছন্দ হলে অবশ্যই কিনতে পারেন।
এই জিনিসটা আমি কিনেছি Meesho অ্যাপ থেকে। আমি বেশিরভাগ জিনিস এই অ্যাপ থেকেই কিনে থাকি, শুধুমাত্র বিউটি প্রোডাক্ট বাদে। যে কোন জিনিস অনলাইনে কেনার আগে আমি সেই প্রোডাক্টটির রেটিং দেখে নিই। রেটিং ভালো হলে এবং যারা চিনেছেন তারা যে অরিজিনাল ছবি পোস্ট করে সেগুলো দেখে পছন্দ হলে তবেই অর্ডার করি। এই জিনিসটা কেনার আগেও আমি রেটিং এবং অরিজিনাল প্রোডাক্ট এর ছবি দেখে নিয়েছিলাম। রেটিং বেশ ভালোই ছিল। সেই সাথে যারা কিনেছেন তারা যে ছবি পোস্ট করেছিল সেগুলো দেখেও পছন্দ হয়েছিল। তাই বেশি কিছু ভাবনা চিন্তা না করে জিনিসটা অর্ডার দিয়ে দিয়েছিলাম।
আমি যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি নিয়েছিলাম তাই আমাকে ৫২৫ টাকা দিতে হয়েছিল।মানে ৪৪ স্টিম মতো। তবে কেউ যদি অনলাইন পেমেন্ট করে তাহলে বেশ ভালোই ডিসকাউন্ট পাওয়া যায়। তাই আমার মতে অনলাইন পেমেন্ট করলেই সেটা লাভজনক হয়। তবে আমার ফোন-পে তে পেমেন্ট করতে একটু অসুবিধা হচ্ছিল তাই আমি ক্যাশ অন ডেলিভারিতে নিয়েছিলাম।
আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।