Better Life with Steem|| The Diary Game|| 05th June 2025

in Incredible India2 months ago
1000003921.jpg

Hello Steemians,
আজকে ভীষণ ব্যস্ততাময় একটা দিন অতিবাহিত করলাম। আমি আজকের দিনের সেই বিচিত্র কার্যক্রম এখন আপনাদের সাথে শেখার করবো। যেখানে আমি আমার বর্তমান জীবন-যাপন ও এলাকার কিছু চলমান পরিস্থিতি উপস্থাপন করবো।

আজ আমাদের উপজেলার সবচাইতে বড় পশুর বাজারে কোরবানির পশুর মেলা বসেছিল। সকলেই চড়াও মূল্যে তাঁদের পশু বিক্রির এই দিনটির অপেক্ষায় থাকে। যদিও আমার কোনো প্রস্তুতি ছিল না, তবে সকালের খাবার খেতে খেতে প্রায় সকাল এগারোটা তখন ছোটভাই কল করে জানালো সেজো মা, আমাকে আজ বাজারে নিয়ে যাবে। তাই আর না করার সুযোগ ছিল না।

1000003888.jpg

মিনি, ট্রাক ও বড় ট্রাকে করে দূর দূরান্ত থেকে সবাই তাঁদের গবাদিপশু গুলো যত্ন করে বাজারে নিয়ে এসেছে। আবার বাজারের মাঝে রাস্তায় কাজ চলছে যে কারণে চলাচলে অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে হাঁটুরেদের। আমরাও আজ হাঁটুরেই, তাই অন্যদের মতো একই পরিস্থিতি আমাদের ও। অটোটা আর সামনে নিয়ে যেতে পারলাম না। পথেই বাজার তাই সেখানে ৪/৫ মিনিট একটু দেখলাম যে কতো বড় গরু বাজারে নিয়ে এসেছে।

1000003895.jpg

এইটুকুতেই অবস্থা বেহাল তাই আমরা পাশের একটা দোকানে গিয়ে কাপ আইসক্রিম খেলাম। অন্যদিকে বাজার করার জন্য ATM 🏧 থেকে ছোট ভাইয়ের টাকা ক্যাশ করতে হবে, তাই আমি ও সেজো মা ভাইয়ের সাথে সেখানে গেলাম।

1000003893.jpg

ড্রাগন ফল নিলাম এক কেজি যেটার মূল্য ২৫০ টাকা। এগুলো আমার মায়ের অনেক পছন্দ। আমি বিশেষ পছন্দ করিনা কেমন যেন কোনো স্বাদই পাই না।

1000003890.jpg

কমলা গুলো সেই পছন্দ হয়েছিল তাই দুই কেজি নিয়ে নিয়েছিলাম। কারণ বোনের মেয়ের ফল খুব পছন্দ, তাই কমলাটা দেখে ওর পাশাপাশি আমার ও এককথায় লোভী হচ্ছিল।

1000003891.jpg

অন্যান্য ফল কম বা বেশি বারো মাসই পাওয়া যায় কিন্তু লিচু বারো মাস পাওয়া যায় না। এই সময়টায় লিচু পাওয়া যায়, তাছাড়া আমাদের এখানে এখন একদমই তরতাজা লিচু পাওয়া যায়। তবে মূল্য শুনেই আমার অবস্থা খারাপ কিন্তু ফল গুলো দেখে খুবই ভালঝ লাগছিল। যাইহোক, মাত্র তিনশত টাকা দিয়ে একশত লিচুর একটা তোড়া নিয়ে নিয়েছিলাম।

1000003889.jpg

ফলের দোকানে গেলেই মন চায় সব তুলে নিয়ে আসি। মাঝেমধ্যে তো এটাও মনে হয় যে আমার এইরকম একটা ফলের বাগান থাকলেই ভালো হতো। ওহ! ইচ্ছে মতো বাগানে ঘুরতাম আর ফল তুলে নিতাম।

1000003897.jpg
1000003896.jpg

তারপর গিয়েছিলাম সবজি বাজারে, ইদ একদমই সন্নিকটে বাজারে সেই পরিমাণ লোকজনের ভীড়। এককথায় হাঁটাই যাচ্ছিল না ঠিকঠাক, যাইহোক বাজারে গিয়ে প্রয়োজনীয় সবজি নিয়েছিলাম। তবে ইলিশ মাছ যেন সাধ্যের বাইরে। এক কেজি ওজনের মাছের মূল্য ৩৫০০ টাকা, শুনেই মাথাটা গরম হলো। কিছুক্ষণ তো ঐ লোককে যথেষ্ট গরম কথাই বললাম। যদিও পরে মূল্য কম বললো কিন্তু তখন আর মাছ নিতে মন চাইছিল না।

1000003898.jpg

বাড়িতে ফিরে এসে শুনলাম আমার বড় কাকু আমাদের জেলা শহরে পায়ের এক্স-রে করাতে গিয়েছে কিন্তু ব্যাংক ওপেন না থাকায় টাকা কম পড়ছিল। কাকিমা বলার সাথে সাথেই আমি বিকাশে কিছু টাকা পাঠালাম।

ঐ মূহুর্তেই প্রচণ্ড বৃষ্টি নেমেছিল তবে একটা বড় হাঁস ক্রয় করতে যেতে হবে, তাই আমি ও কাকুর ছেলে রূপম হাঁস আনতে গেলাম। ঐটা পরিষ্কার করে কাটতেই বিকেল পাঁচটা বেজে ছিল। যে কারণে দুপুরে আর খাওয়ার ও সময় পাইনি।

1000003917.jpg
1000003918.jpg

আমাকে যাঁরা এখানে জানেন আমি হটকারীতা করি এটা আমার বাস্তব জীবনেও , যদিও পরিবর্তন করার চেষ্টা ও চলমান। যাইহোক, ফ্রিজ ক্রয় করতে হবে তাই বাজারে গেলাম সন্ধ্যায়। আমাদের বাজারে ছোটভাই ছিল কিছু টাকা ক্যাশ নিয়েই বেরিয়ে পড়লাম। শোরুমের কাছেই ঐ মূহুর্তে আমাদের আরো দুই ভাই ছিল।

ওদের সাথে অটোতে উঠেই কথা বলেছি, যাইহোক ঐখানে গিয়ে আমরা চারজন শোরুমে গেলাম। তারপর একটা ছোট ফ্রিজ ক্রয় করলাম। যেটা আমার বাড়িতে পৌঁছাতে রাত বারোটা বেজেছিল যখন আমরা সবেমাত্র রাতের খাবার শেষ করে বিশ্রাম নিচ্ছিলাম।

সবমিলিয়ে অনেক ব্যস্ততাময় একটা দিন অতিবাহিত করলাম। আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

Sort:  
Loading...

Thanks to his good work, he has earned a vote from the steemcurator09 team.



IMG-20250531-WA0001.jpg

 2 months ago 

Thank you so much for your support