Better Life with Steem||The Diary Game|| 16th July 2025
![]() |
---|
Hello Steemians,
রাতে না ঘুমাতে না ঘুমাতে অভ্যাস হয়ে গেছে, তবে মাঝেমধ্যে একটু ক্লান্তই লাগে। যেমনটা বিগত রাতের শেষভাগে হয়েছিল। অনিচ্ছা সত্ত্বেও ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়েছিলাম কিন্তু ঘুম আর হয়নি। অন্যান্য সময় তো ভোরারাতে ঘুমাই আজ তা ও হয়নি।
![]() |
---|
তাছাড়া রাতে কিছু না খাওয়ার জন্য সকালেই ভীষণ খিদে পেয়েছিল। অনেক চেষ্টা করছিলাম ঘুমানোর জন্য কিন্তু বোনের মেয়ে ভোর বেলাতেই আমার বিছানা উঠে কান ধরে টানাটানি শুরু করে দিয়েছিল। সাধারণত আমি মশারি ছাড়াই ঘুমাই তাই আমার বিছানায় তুলে দিলেই হলো। এই যে সকালেই তাঁর গানের তালে নাচতে হবে। সেই যে বায়না ধরেছে, আমার চেয়ারে গিয়েই আরাম করে বসেছে সেখান থেকে নামবার কোনো নাম নেই। গানের উচ্চশব্দে পাশের ঘরের সকলের সকালের ঘুমটাই আজ নষ্ট হয়েছিল। কিন্তু মামাদের আগমন ঐ গানের আওয়াজ শুনে। কারোরই বুঝতে বাকি নেই যে তাঁদের ভাগ্নি তখন নাচছিল।
আমি তো সকালে কুম্ভকর্ণের মতো ঘুমাই এটাই সত্য, কারণ যদি কেউ না ডাকে তাহলে হয়তো পরবর্তী সন্ধ্যায় ঘুম ভাঙ্গবে। আমাদের বাড়ির মধ্যে আমি সবার থেকে বিলম্ব করে ঘুম থেকে উঠি। মাঝেমধ্যে সাপ্তাহিক ছুটির দিন কাকুর সাথে দেখা হলেই এটা নিয়ে কথোপকথন।
![]() |
---|
যাইহোক, সুযোগে প্রাতঃকৃত্য শেষ করে আমার সকালের ওষুধ খেয়ে নিলাম। সকালে তো খিদে পেয়েছিল যেটা একটু আগেই বলেছি, তাই মা আমার জন্য পেঁপে কেটে প্লেটে দিয়েছিল। আমি সকালে গরম ভাত খাওয়ার পূর্বে কিছুই খাই না এবং ঘুম থেকে উঠেই কাজ সেরে খাবার খাই। এটা মায়ের জানা তাই মা'কে কিছু না বললেও খাবার রেডি করতে বিলম্ব নেই। তাছাড়া, হাঁচির পরিমাণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে, সকালে উঠতেই প্রায় পর পর এক কুড়ি হাঁচি হয়েছিল।
![]() |
---|
![]() |
---|
তারপর মুরগির ডিম ভাজি দিয়ে গরম গরম ভাত খাওয়ার পর পরই শুরু হয়েছিল ভীষণ বৃষ্টি। বৃষ্টি দেখে মনে হচ্ছিল যে এই বছর মনে হয় আর বৃষ্টি নামবে না। কারেন্ট যাচ্ছিল আর আসছিল, অন্যদিকে মেঘ যেন মাটিকে স্পর্শ করবে এইরকম অবস্থা। কালো মেঘের জন্য চারদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে এসেছিল।
বোনের আজ তৃতীয় দিনের পরীক্ষা, তাই গাড়ি রিজার্ভ করে রেখেছিলাম। তাছাড়া প্রতিদিন খুলনা গিয়ে পরীক্ষা দিয়ে আবার ফিরে আসতে আসতেই রাত প্রায় আটটা বাজে। আমাদের পুচকুকে রাখতে মা ও বাবা রীতিমত ক্লান্ত।
![]() |
---|
বোন বাড়ি থেকে সকাল সাড়ে এগারোটায় বেরোনোর পরে আমি স্নানে গিয়েছিলাম।তারপর একটু বাজারের দিকে গিয়েছিলাম নাকের ড্রপ ক্রয়ের জন্য। তবে চিকিৎসা শাস্ত্রে ভারতের নাম না বললেই নয়। জুন মাসে আমার যে বড় মা ক্যান্সারে রোগী তিনি আমার জন্য একটা নাকের ড্রপ নিয়ে এসেছিলেন। ড্রপটা সকালে একবার ব্যবহার করলেই মোটামুটি ভালো লাগছিল। ঐ ড্রপটা শেষ হওয়ার কারণে এখন একটু বেশি ঝামেলা হচ্ছে। বাজারে গিয়েই ড্রপটা নিয়ে বাড়িতে ফিরে আসার জন্য বেরিয়েছিলাম ফার্মেসি থেকে।
![]() |
---|
![]() |
---|
মেঘের অবস্থা খারাপ দেখে আবার ফার্মেসিতে গেলাম। হঠাৎ দমকা হাওয়ার সাথে প্রবল বৃষ্টি শুরু হয়েছিল। প্রায় ঘন্টাখানেক একটানা বৃষ্টি হওয়ার পর কিছুটা পরিবেশ শান্ত। মেঘের ঘনত্বটা ও কম মনে হচ্ছিল। তাই আমি আর বিলম্ব না করে বাড়ির উদ্দেশ্যে বেরোলাম।
![]() |
---|
বিদ্যুৎ সংযোগ থাকা সত্ত্বেও টাওয়ারের ব্যাটারীতে জেনারেটর দিয়ে চার্জ দিতে হচ্ছিল। তাহলে বুঝুন টাওয়ারের কি করুন অবস্থা। এ কারণেই ঝড়বৃষ্টি হলে যখনই বিভ্রাট হয় তখনই হয় ইন্টারনেট সংযোগের সমস্যা।
আকাশটা একটা হালকা হয়েছে এই সুযোগে ছাগলরা ও দলবেঁধে ঘাস খেতে রাস্তায় বেরিয়েছে। অতিরিক্ত বৃষ্টির জন্য মানুষের পাশাপাশি গবাদিপশুরাও রয়েছে বিপদে।
একটু দ্রুত হেঁটে বাড়িতে ফিরে এসেছিলাম। এভাবেই আজকের দিনটা অতিবাহিত করেছি। আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি।
You have been supported by the Team 04:
@fantvwiki, many many thanks for your valuable support 👍