The August contest #1 by sduttaskitchen|Significance of Equality for a healthy society!

in Incredible India2 days ago
Positive_20250806_221300_0000.png Edited by Canva

Hello Steemians,

প্রথমেই শ্রদ্ধেয়া এডমিন মহোদয়া'কে অসংখ্য ধন্যবাদ একটি বিষয়বস্তু নির্বাচন করার জন্য। এই ধরনের বিষয়বস্তু শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়ের জন্য না বরং সেই পূর্ব থেকে এখনো অব্দি গুরুত্বপূর্ণ। যদিও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরা চলছি এবং নিজেদেরকে উন্নত দাবী করছি তবে মানসিকতার দিক দিয়ে এখনো অনেক উন্নয়নে ঘাটতি রয়েছে বলে আমার মনে হয়।

LGBTQ, যেহেতু আমি দক্ষিণ এশিয়ার একটি দেশে বসবাস করি সুতরাং IP এর একটা বিষয় Google এ কাজ করে। আমি রীতিমতো অবাক হয়েছিলাম LGBTQ এই ইংরেজি বর্ণ গুলোকে যখন বিস্তারিত ভাবে জানতে চেয়েছিলাম। পাশাপাশি আমরা কাগজে-কলমে নিজেদেরকে উন্নত বললেও বাস্তব চরিত্রের জায়গায় আমাদের ভাবমূর্তি এবং কার্যক্রম সম্পূর্ণ ভিন্ন। বিশেষ করে লিঙ্গ বৈষম্যের কথায় যদি আসি তাহলে নারীদেরকে একপ্রকার সীমাবদ্ধতার মধ্যেই চিন্তা করা হয়।

যাইহোক, এখন প্রতিযোগিতায় উল্লেখিত প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে আমি আমার অভিব্যক্তি এবং ধারণা উপস্থাপন করব।

What is your perspective about the LGBTQ community? Describe.

boy-4586191_1280.webp.jpgSource

আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। LGBTQ সম্প্রদায় বলতে আমরা তৃতীয় লিঙ্গের মানুষদেরকে বুঝি। আমার ধারণা মতে তারাও আমাদের মতই মানুষ। আর এই ছোট্ট বাক্যটা আমরা একদমই মানতে নারাজ। তবে আমাদের জানা উচিত এ সম্প্রদায় সম্পর্কে; কেন? কিভাবে?

সত্যি বলতে এটা সম্পর্কে তিন বছর আগেও আমার তেমন কোনো ধারণা ছিল না। তাছাড়া কিছু ক্ষেত্রে আমি কখনোই ইন্টারনেটের উপর নির্ভর করি না। যাইহোক সেইটার অন্য কারণ রয়েছে। LGBTQ - নারী-পুরুষ ছাড়া যে তৃতীয় লিঙ্গের মানুষদের আমরা জানি, এদেরকে নারী এবং পুরুষের থেকে আলাদা করে ঐরকমভাবে চিন্তা করার কোনো গুরুত্ব আমি চিন্তা করি না।

কারণ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যদি কোনো নারী গর্ভাবস্থায় ডায়াবেটিস, থাইরক্সের মতো ভয়ংকর শান্ত রোগে ভুগতে থাকেন তাহলে তাদের থেকে জন্মগ্রহণ করা শিশুদের বিভিন্ন শারীরিক সমস্যা হতে দেখা যায়। তৃতীয় লিঙ্গের যে শিশুরা জন্মগ্রহণ করেন এটাও ওই শিশুদের মধ্যেই পড়ে। তাই এটাকে আমাদের সমাজের যে মানুষগুলো অস্বাভাবিক, হাস্যকর বা বিভিন্ন কটুক্তি ও খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখে থাকেন তাদেরকে আমি জ্ঞানী ব্যক্তিদের কাতারে ফেলতে পারছিনা।

Do you believe we consider ourselves as human first before classifying gender? Your viewpoint!

people-2589546_1280.jpgSource

অবশ্যই, লিঙ্গ বৈষম্য করার বিষয়টা আমাদের মাথাতেই রাখা উচিত না। কারণ নারী-পুরুষ বলতে একটি গাড়ির দুটো চাকা'কে বোঝায় যেখানে প্রতিটা জায়গায় খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে আমি তৃতীয় লিঙ্গের কথা উল্লেখ করিনি কারণ আমি প্রথম প্রশ্নের উত্তরে আমার ধারণা উপস্থাপন করেছি তৃতীয় লিঙ্গ সম্পর্কে। তাই আমি একদমই নারী-পুরুষ যে লিঙ্গ বৈষম্য আমরা ধারণ করি সেটার বাইরে আমি মানুষ হিসেবে সবাইকে বিবেচনা করছি।

In this Generation Alpha and Beta, are women still getting equal respect at home and in society? Share your views!

আমরা যে অগ্রগতির দিকে দিন দিন এগোচ্ছি কিন্তু নারী-পুরুষের যে সমান সম্মান এ বিষয়টা ঐ গতিতে সামনের দিকে এগোচ্ছে না। এখনো নারীদেরকে ওইভাবে মূল্যায়ন করা হয় না। তবে হ্যাঁ পৃথিবীর কিছু কিছু দেশে নারীদের মূল্যায়ন করা হয় যেটা পৃথিবীর উন্নত দেশগুলোর মানচিত্র দেখলেই উপলব্ধি করা যায়। যতদিন না আমরা এ লিঙ্গ বৈষম্য থেকে বেরিয়ে আসতে পারবো ততদিন আমরা উন্নত দেশ এবং জাতিতে পরিণত হতে পারব না।

উদাহরণস্বরূপ; আমার পাশেই এক পরিবারে দম্পতি অর্থাৎ স্বামী ও স্ত্রী দুজনেই সরকারি চাকরি করেন। মজার বিষয় হল অফিস শেষে দুজনেই বাড়িতে ফিরে একজন বাজারে ঘুরতে যায় আর অন্যজন পরিবারের সকলের জন্য খাবার-দাবার প্রস্তুত করা থেকে শুরু করে ঘরের সকল কাজ করেন। প্রকৃতপক্ষে তাদের একাডেমিক শিক্ষা এবং সেইটার সনদ রয়েছে যার পরিপ্রেক্ষিতে ভালো অবস্থানেও আছেন। তবে নারী এবং পুরুষের যে সমান সম্মান এটা কিন্তু সেখানে নেই।

Do you agree that if the main root is not nourished appropriately, then the plant can't grow healthily? How do you glimpse this in human generations?

এটা তো একদমই সঠিক, কারণ মূল শিকড় বলতে আমি এটাকে পরিবারের সাথে তুলনা করব। কারণ পারিবারিক শিক্ষাটা আমাদের জীবনের প্রথম ধাপ। এ প্রথম ধাপ থেকেই আমাদের পরবর্তী ধাপে স্টেপ বাই স্টেপ যেতে হয়। তবে একই শ্রেণিকক্ষে একই প্রতিষ্ঠানে একই পোশাকে পড়া শিক্ষার্থীদের মধ্যেও আচরণের ভিন্নতা দেখা যায়।

একটি পরিবারে দুইটি শিশু একটি ছেলে এবং একটি মেয়ে, একই টেবিলে খাবার খেতে বসানোর পরে যদি ছেলেটিকে মাছের মাথা এবং মেয়েটিকে ছোট মাছের টুকরো দেওয়া হয় তাহলে ওই ছেলে এবং মেয়ে দুজনের মন মানসিকতার কথাটা কেমন হতে পারে?

ঐ সময়ে ঐ কন্যা শিশুটি নিজেকে খুবই ছোট মনে করা শুরু করবে যে কারণে তাঁর যে মানসিক গ্রোথ অনেকটা আটকে যায়।

এখানে একটি শিশু তাঁর পরিবারেই মূল্যায়ন পায় না তাহলে সে বাইরে মূল্যায়ন পাওয়ার প্রত্যাশাও করবে না। যে কারণে দেখবেন একটি পরিবারের দুইটি শিশু যেখানে ছেলে শিশুটি সুস্বাস্থ্যবান এবং ভালো অবস্থানে যেতে পারে। অন্যদিকে ঐ একই পরিবারের কন্যা শিশু যে কিনা জীবনে কিছুই করতে পারে না।

Is it the dress or our way of glancing at the body that separates upbringing? Your viewpoint!

family-4989137_1280.jpgSource

পোশাক এবং শরীরের দিকে তাকানোর চেয়ে ধরন এখানে আমার সাথে অন্যদের মতামত মিলবে না। অনুরূপভাবে আমি উপরের প্রশ্নগুলোর উত্তর যেভাবে উপস্থাপন করেছি সেগুলোর সাথেও সকলের সাদৃশ্য থাকবে না এটাই স্বাভাবিক।

যাইহোক, পোশাকের বিষয়টি যদি বলি তাহলে প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমি পোশাককে মূল্যায়ন করি। কারণ একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট রঙের এবং একই ধরনের পোশাক ব্যবহার করার নির্দেশনা থাকে। এটারও ইতিবাচক অনেক কারণ রয়েছে যেগুলো হয়তো আমাদের সকলের জানা।

এবার যদি আমি বাস্তব জীবনে চলে আসি, তাহলে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও পোশাক দেখে মানুষকে বিচার করা বা যেকোনো কিছু অস্বাভাবিক। আমি এখানে পাশ্চাত্য পোশাকের কথা উল্লেখ করব। যেটা সম্পর্কে আমি অনেক মানুষকে নেতিবাচক অভিমত প্রকাশ করতে শুনেছি।

তবে এই নেতিবাচক অভিমত যারা প্রকাশ করেন আমি সম্পূর্ণ তাদের বিরোধিতা করছি। কারণ আমাদের এখানে পাশ্চাত্য কালচারের যে পোশাক এগুলো পরিধান করা হয় না কিন্তু এমন কোনো দিন নেই যেদিন শিশু থেকে বয়স্ক মহিলা লাঞ্ছনার শিকার হচ্ছে না।

প্রকৃতপক্ষে, এখানে কি পোশাকটা গুরুত্বপূর্ণ নাকি আমাদের তাকানোর ভঙ্গি?

অর্থাৎ প্রথমে আমাদের দৃষ্টিভঙ্গির উন্নতি দরকার।

আমার লেখাটি এখানেই সমাপ্ত করছি। পাশাপাশি, @dexsyluz, @alexanderpeace & @nanidi তিনজন বন্ধুকে নিমন্ত্রণ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

Sort:  
Loading...