The August contest #1 by sduttaskitchen|Significance of Equality for a healthy society!.

in Incredible Indiayesterday

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।



সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি কমিউনিটি এডমিন @sduttaskitchen ম্যাম কতৃক আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছি। প্রথমেই আমি আমার কিছু বন্ধু @rubina203,,, @simaroy,,,@tammanna,,, দেরকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সহজেই আপনারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

অংশগ্রহণ লিংক



1000015714.jpg

ছবির উৎস



আসুন এবার মূল পোষ্টে যাওয়া যাক:-

পৃথিবীর জন্মলগ্ন থেকেই নারী-পুরুষের মধ্যে বৈষম্য বা পার্থক্য হয়ে আসছে। যেটা বর্তমান পৃথিবীতে আরও বেশি মাত্রা আলোচনা সমালোচনার বিষয় হয়ে দাড়িয়েছে। নারীরা দিন দিন তাদের অধিকার আদায়ের জন্য চেষ্টটা করে যাচ্ছেন৷ প্রতিষ্ঠা করতেছেন নানা ধরনের নারী সংগঠন, পরিচালনা করতেছেন নানা ধরনের কর্মসূচি। বর্তমান সময়ে সকল জায়গায়, অফিস স্কুল কলেজ আদাল, মিডিয়া সহ সকল কর্ম ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ চোখে পরার মতো। এটা থেকে বলা যায় কিছুটা হলেও নারীরা আগের থেকে এগিয়ে গিয়েছেন এবং তাদের অধিকার কিছুটা আদায় করেছেন। তবে আমাদের আলোচনার বিষয় শুধু নারী নয়। পুরো মানব জাতী নিয়েই। যেখানে যে কেউ ইচ্ছা মতো বা স্বাধীন ভাবে তাকে নারী-পুরুষ বা একজন মানুষ বিবেচনা করতে পারে। একজন পুরুষ চাইলে নারীর মতো বা একজন নারী চাইলে পুরুষের মতো চলাফেরা করতে পারে। তবে আমাদের সমাজ এবং ধর্ম এটাকে প্রাধান্য দেয় না। আজকে এসব বিষয়ই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টটা করব। নিচে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে দিয়ে বিষয়গুলো পরিষ্কার হওয়া যাক:-

What is your perspective about the LGBTQ community? Describe.


LGBTQ হলো অনেকগুলো শব্দের সংক্ষিপ্ত রুপ। যার প্রতিটার আলাদা আলাদা নাম ও অর্থ রয়েছে। নিচে আমি তাদের আলাদা আলাদা পরিচিত দেওয়ার চেষ্টটা করতেছি-


  • L- Lesbian: এটা দ্বারা সম সেক্সুয়াল বোঝায়। মানে নারী হয়ে নারীর প্রতি আকৃষ্ট হওয়া বোঝায়। সাধারণ বর্তমান সময়ে এর প্রভাবটা একটু বেশি দেখা যায়৷ এমন কি নারী নারীতে বিয়ের ঘটনাও আপনে নেট দুনিয়ায় খুজলে পাবেন। তবে ধমীর্য় দিক দিয়ে এটা কখনও হওয়া উচিত না।

  • G-Gay : এটাও সম সেক্সুয়াল বোঝায় তবে, এটা পুরুষে পুরুষে সেক্স বা পুরুষ হয়ে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া বোঝায়। যেখানে একজন পুরুষ সব সময় একজন নারীর প্রতি আকৃষ্ট হবে, তা না হয়ে পুরুষের প্রতিই আকৃষ্ট হয়। যা লজ্জাজনক এবং একটি ঘৃর্ণিত কাজ। আমাদের সমাজ এবং র্ধমীয় দিক এটাকে মেনে নেয় না। তবে বর্তমান সমাজে এর প্রভাব বেড়েই চলেছে। আমাদের ইসলাম ধর্মের মতে এটা সবচেয়ে বড় গুনাহ। এর ফলে সেই জাতীর উপর নেমে আসে গজব। যাই হোক আমাদের বিষয়টা অন্য দিকে।

  • B- Bisexual: যারা নারী এবং পুরুষ উভয়ের প্রতি আকৃষ্ট হয় তারা এই ক্যাটাগরির মধ্যে পরে। এটাও এক ধরনের সমস্যা বলতে পারেন। একজন পুরুষ সব সময় নারীর প্রতি এবং নারী সব সৃয় পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া উচিত৷ সৃষ্টিকর্তার প্রদত্ত নিয়ম এটাই।

  • T- Transgender : এটা আমি মনে করি ভয়াবহ ভাবনা। সৃষ্টিকর্তার সৃষ্টির বিপরিতে চলে যাওয়া যা আমাদের মোটেও উচিত না। এখানে একজন পুরুষ যে কিনা সৃষ্টি গত ভাবে পুরুষ কিন্তু তার পুরুষ হতে ভালো লাগে না। সে মেয়েদের মতো চলতে চায়। আবার একজন নারী যার নারীর মতো চলতে ভালো লাগে না সে পুরুষ হতে চায়। এই বিষয়টাকেই এই শব্দটা দ্বারা বোঝায়। বর্তমান সময়ে এই সমস্যাটা খুব বেশি মাত্রায় বেড়ে গিয়েছে। এটা নিয়ে অনেকে আন্দোলন ও করা শুরু করেছে। এটা নাকি রাষ্ট্রীয় ভাবে বৈধ্যতা দিতে হবে। যা হাস্যকর ছাড়া আর কিছুই না।

  • Q- Queen : এখানে উপরের সকল বিষয়গুলো সামগ্রিক ভাবে বোঝায়।

মূল কথা হলো LGBTQ দ্বারা মানুষকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। মানুষের ব্যবহার, আচার, চলাফেরা আর কাজ কর্মের উপর এটা নির্মাণ। তবে বর্তামন বিশ্ব এটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। অনেক দেশ এটার বৈধ্যতাও দিচ্ছে। আমি মনে করি এটার বৈধ্যতা দেওয়া উচিত না। কারণ, সৃষ্টিকর্তা আমাদেরকে আলাদা আলাদা ভাবে সৃষ্টি করেছেন, তার নিয়ম মতোই আমাদের চলা উচিত৷ না হলে সমাজের মধ্যে জটিলতা দেখা দিবে।

Do you believe we consider ourselves as human first before classifying gender? Your viewpoint!



1000015715.jpg

ছবির উৎস



হ্যাঁ! এটা আমি বিশ্বাস করি আমরা সবার আগে মানুষ তারপর আমাদের লিঙ্গ শ্রেণীবদ্ধ। জন্মগত ভাবে আমরা সবার আগে একজন মানুষ৷ তারপর পুরুষ না নারী সেটা বিবেচনা করা হয়। কারণ, আপনে খেয়াল করলে দেখবেন অন্য প্রাণীদের বাচ্চা হলে তাদেরকে মানুষের বাচ্চা বলা হয় না, শুধু মানুষের পেটে জন্ম নিলেই তাকে মানুষ বলা হয়৷ আবার মানুষের পেটে জন্ম নিলেই সবাই মানুষ হয়ে গড়ে উঠতে পারে না। মানুষ হয়ে জীবন যাপন করতে হলে দরকার সঠিক শিক্ষা। যাই হোক, আমি এটা বিশ্বাস করি যে আমরা লিঙ্গ শ্রেণীবদ্ধ করার আগে প্রথমে নিজেদেরকে মানুষ হিসেবে বিবেচনা করি।

In this Generation Alpha and Beta, are women still getting equal respect at home and in society? Share your views!



1000015716.png

ছবির উৎস



না! আমি মনে করি বর্তমান প্রজন্মে এসে মহিলারা ঘরে এবং সমজাে তাদের সঠিক সম্মান পাচ্ছে না। বিশেষ করে তাদের উপর বর্তমান সমাজে নানা ধরনের অন্যায় করা হয়। যা মোটেও উচিত না। কারণ, প্রতিটা মানুষেরই স্বাধীন ভাবে বাচার অধিকার দিতে হবে। তাদের বাক স্বাধীনতা থেকে শুরু করে চলাফেরার সঠিক স্বাধীনতা পাচ্ছে না। সমাজ নানা ধরনের বেড়াজালে তাদেরকে আটকে রেখেছেন। তবে আমাদের উচিত নারীদেরকে সঠিক সম্মান দেওয়া। তাদের অধিকারগুলো ফিরিয়ে দেয়া। তাদেরকে স্বাধীন ভাবে বাঁচতে, চলতে ও মত প্রকাশ করতে দেওয়া৷

Do you agree that if the main root is not nourished appropriately, then the plant can't grow healthily? How do you glimpse this in human generations?



1000015717.png

ছবির উৎস



অবশ্যই একমত। একটি গাছের মূল যদি সঠিক ভাবে পুষ্টি না পায় তাহলে, তার বৃদ্ধি সঠিক ভাবে হয় না। আর সঠিক ভাবে সে বেড়ে না উঠলে বড় হতে পারবে না এবং ফলও জন্মাতে পারবে না। এজন্য আগে উদ্ভিদের মূলকে সঠিক ভাবে যত্ন করতে হবে পরিচর্যা করতে হবে। আসুন উদ্ভীদের এই দিকের সাথে মানব প্রজন্মের তুলনা করা যাক।

আপনে যদি একটি শিশুকে জন্ম থেকে সঠিক ভাবে শিক্ষা না দেন, সকল কিছু প্রাথর্ক্য না শেখান তাহলে সে বড় হলে সঠিক ভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। সমাজে কাকে কিভাবে সম্মান করা উচিত কার অধিকার কেমন সেটা সঠিক ভাবে দিতে পারবে না। এজন্য জন্মের পর থেকে আমাদেরকে সকল বিষয় সম্পর্কে ধীরে ধীরে সঠিক জ্ঞান দিতে হবে। যার ফলে মানব প্রজন্ম সঠিক ভাবে চলতে পারবে।

Is it the dress or our way of glancing at the body that separates upbringing? Your viewpoint!


আসলে আমাদের জীবনের প্রতিটা বিষয়ই আমাদেরকে অন্য বিষয় থেকে আলাদা করে রাখে। এর মধ্যে পোশাক একটা বিষয়। এটা মানব জীবনকে অন্যদের থেকে আলাদা করে রাখে। এক একজনের পছন্দ ও রুচি মতো সে তার পোশাক বিবেচনা করে থাকেন। যার ফলে সহজেই তার পোশাক দেখলে তার চিন্তাধারা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাওয়া যায়। মানুষ তাদের রুচি ও পছন্দ মতো পোশাক পরে। যা তার শিক্ষাকেও আন্দাজ করতে সহায়তা করে।

এবার আসি পোশাক কি লালন পালনের মধ্যেও পাথর্ক্য সৃষ্টি করে নাকি। হ্যা অনেক সময় এটা লালন পালনের মধ্যেও পাথর্ক্য করে থাকে। বিশেষ করে বাবা মা তাদের কিছু সন্তানকে সব সময় বেশি ভালো বাসেন, তখন তাদেরকে ভালো পোশাক কিনে দেন। তবে সমাজে এই রকম লোকের সংখ্যা খুবই কম।

আসলে আমাদের সব কিছু মূল কথা হলো আমরা মানুষ। আমাদেরকে মানুষ হিসেবেই পৃথিবীতে বেচে থাকতে হবে এবং জীবন পরিচালনা করতে হবে। মানুষ হওয়ার পর আমাদেরকে অন্য বিষয়গুলো ধীরে ধীরে নিজেদের জীবনে মানিয়ে নিতে হবে। যাতে সমাজের অন্যদের সাথে ভালো ভাবে জীবন যাপন করা যায়।

আমি আজকের প্রতিযোগিতার বিষয় নিয়ে আমার মতামতগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টটা করেছি। আশা করি আপনারা সবাই ভালো ভাবে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

1000007009.png

1000007010.gif

সবাইকে অনেক ধন্যবাদ আজকের পোষ্টটা পড়ার জন্য।

Sort:  
 yesterday 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এরপর আমি লক্ষ্য করে দেখতাম আপনি প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর চমৎকার ভাবে দিয়েছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ইনশাল্লাহ সময় করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব ধন্যবাদ ভাল থাকবেন।

 22 hours ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

Loading...