"মৃত্যু............!"

in Incredible India20 hours ago

IMG_20250803_164003_982.jpg

মৃত্যু খুবই ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দ যখন একটা মানুষের জীবনে আসে তখন তাকে এই পৃথিবী থেকে নিয়ে যায়। আসলে আমরা চাইলেও এই মৃত্যু নামক শব্দটাকে আমাদের জীবন থেকে কখনোই বিতাড়িত করতে পারবো না। এই পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে যত জীবজন্তু রয়েছে, সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা মানুষ আমাদেরকে আল্লাহতালা বুদ্ধি জ্ঞান সবকিছু দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছেন। মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন এই যন্ত্রণা থেকে কখনোই বেঁচে থাকতে পারবো না। এই পৃথিবীতে যখন এসেছি তখন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে।

IMG_20250803_164003_552.jpg

তবে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সেটা আগে কখনো বুঝতে পারিনি, এটা একেবারেই বাস্তব নিজের চোখে কোন কিছু না দেখলে সেটা আসলে সঠিকভাবে অনুধাবন করা যায় না। তবে এত ছোট্ট একটা শব্দের পেছনে এত যন্ত্রণা আছে সেটা আমরা কখনো আর কল্পনা করতে পারি না। একটা মানুষ যখন এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় হয়, তখন তার কি কি পরিস্থিতি হয় সেটা খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। তবে হ্যাঁ আমি বিশ্বাস করি আল্লাহ তা'আলা তাদেরকে কষ্ট কম দিয়ে থাকেন। যারা তার পথে প্রতিনিয়ত চলতে থাকে। আমি আর আপনি এই পৃথিবীতে অল্প কয়েক দিনের জন্য এসেছি। আমাদেরকে এই পৃথিবীর ত্যাগ করতে হবে কিন্তু কিছু মানুষের কথা বলার ধরন আচরণ দেখে মনে হয়, তারা যেন এই পৃথিবীতে অনন্তকালের জন্য এসেছে।

IMG_20250803_164003_459.jpg

আপনার হায়াত যতদিন রয়েছে আপনি ঠিক ততদিন এই পৃথিবীতে থাকবেন, এর বেশি আপনি একটা দিনও এই পৃথিবীতে থাকতে পারবেন না। একটা দিন নয় বরংচ একটা সেকেন্ড যে কোন মুহূর্তেই আপনাকে তুলে নেয়া হবে। তাই অন্ততপক্ষে মৃত্যু নামক শব্দটাকে ভয় করতে হবে। কিছু মানুষ মনে করে হয়তোবা মরে যাওয়ার পর তাদের জীবনের সব চাওয়া পাওয়া শেষ হয়ে যাবে। তবে যারা আল্লাহর পথে প্রতিনিয়ত চলতে থাকে, তাদের জন্য মৃত্যুই হচ্ছে একমাত্র রাস্তা সুখের ঠিকানায় পৌঁছানোর জন্য। এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার হল আপনি এখানে যত ভালো পরীক্ষা দিতে পারবেন। আপনি এই পৃথিবী থেকে যাওয়ার পরে পরকালে তার ফলাফল তত ভালোভাবেই ভোগ করতে পারবেন।

আমরা মনে করি এই পৃথিবীর সৌন্দর্য অনেক বেশি মূল্যবান। তবে এই পৃথিবীর কোন কিছুই না এর চাইতে অনেক বেশি মূল্যবান জান্নাত। যেখানে আল্লাহ তায়ালা তার নেয়ামতের বান্দাদেরকে রাখবেন। এখন আপনি আমি কি করছি আমরা কি সেই পথে চলতে পারছি আমরা কি জান্নাতে যাওয়ার রাস্তায় আছি। কখনো কি চিন্তা করেছেন অহংকার দ্বন্দ্ব সবকিছু বন্ধ করে দিতে হবে। যদি মনের মধ্যে অহংকার আসে তাহলে অবশ্যই কবরস্থান থেকে ঘুরে আসতে হবে। যেখানে লক্ষ টাকা ইনকাম করা মানুষটাও ঘুমিয়ে আছে, আবার 10 টাকা ইনকাম করা মানুষরাও ঘুমিয়ে আছে। দুনিয়া কিছুই না মৃত্যুর যন্ত্রণা সবাইকে গ্রহণ করতে হবে। অতএব প্রস্তুত থাকুন যেকোনো মুহূর্তে আমি আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাব এটাই বাস্তব।

Sort:  
Loading...

Congratulations! Your post has been supported by our team

InShot_20250801_084743252.jpg

Curated by @aviral123

 7 hours ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেয়ার জন্য।