"আমরা পেয়েছি স্বাধীনতা.................!"
![]() |
---|
আমরা পেয়েছি স্বাধীনতা পায়নি স্বাধীনতার সম্মান। আমরা পেয়েছি স্বাধীনতা পায়নি স্বাধীনতার ঘ্রান। স্বাধীনতা শব্দটা খুবই ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দটার মধ্যে লুকিয়ে থাকে আত্মত্যাগ এই শব্দটার মধ্যে লুকিয়ে থাকে আমাদের দেশের প্রতি আমাদের ভালোবাসা। ২০২৪ সাল মনে আছে কি সেই কথা? যখন শুরু হয়েছিল বাংলাদেশে স্বৈরাচার দমন করার যুদ্ধ। ঠিক এই দিনেই বাংলাদেশ পেয়েছিল নতুন করে স্বাধীনতা। কিন্তু সেই স্বাধীনতার মান আমাদের দেশের মানুষ কতটুকু রাখতে পেরেছে? আমরা স্বাধীন হয়ে ভেবেছিলাম দেশ থেকে হয়তোবা দুর্নীতি ন্যায় পরায়ণতা মানুষের প্রতি মানুষের হিংসা সবকিছুই শেষ হয়ে যাবে! কিন্তু কোন কিছুই শেষ হয়নি, বরঞ্চ আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো শুরু হয়ে গেছে। রাস্তার মধ্যে মানুষকে পাথর ধরে পেটানো হচ্ছে তার মৃত্যু পর্যন্ত।
![]() |
---|
ছোট ছোট কন্যা সন্তানদেরকে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে, আবার কাউকে মেরে মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে যাতে করে কোন রকম প্রমাণ না পাওয়া যায়। আসলে আমরা এই কোন স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম। আমরা এই কোন স্বাধীন দেশে বসবাস করছি, মাঝে মাঝে প্রশ্ন করতে ইচ্ছে করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। আদৌ কি আমরা স্বাধীন।তার পরেও আজকের দিনে দাঁড়িয়ে নিজেদের বুক ফুলিয়ে আমরা বলতে পারি। আজকের দিনে স্বৈরাচার দমন হয়েছিল। তাই যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং তাদের তাজা প্রাণ দিয়েছে। তাদের জন্য অবশ্যই আমাদের মনের অন্তরের অন্তস্থল থেকে রয়েছে অফুরন্ত ভালোবাসা।
কত ভাই তার সাজা বুকের রক্ত দিয়ে স্বৈরাচার দমন করতে চেষ্টা করেছে। কত বোন ঘর থেকে বের হয়ে এসে স্বাধীনতার জন্য। সেই দিনগুলোর কথা এখনো মনে পড়ে যখন ১৫ থেকে ১৭ দিন কোন নেট ছিল না ওয়াইফাই বন্ধ করে দেয়া হয়েছিল। যাতে করে বাংলাদেশের মানুষ এই স্বাধীনতার যুদ্ধটা দেখতে না পারে। কিন্তু তারপরেও আমরা কিছুটা হলেও দেখতে পেরেছে কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছি। কিভাবে মানুষকে মেরে মাটির নিচে পুঁতে দেয়া হয়েছিল। কিভাবে ছাত্রদেরকে মেরে ফেলার পর ফুলের টপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। সেই দিনগুলোর কথা এখনো যদি মনে করি। এখনো শরীরের প্রতিটি পশম দাঁড়িয়ে যায় আর আমাদেরকে বলতে বাধ্য করে আমরা কি সত্যিই পেয়েছি স্বাধীনতা।
![]() |
---|
আজকের সেই দিন টা যেই দিনটাতে আমরা পেয়েছিলাম স্বৈরাচার দমনের সুন্দর কিছু মুহূর্ত। তখন বাংলাদেশের মানুষ ভেবেছিল পেয়ে গেছে স্বাধীনতা পেয়ে গেছি আমাদের বেঁচে থাকার নতুন রাস্তা। কিন্তু আমরা সেই রাস্তায় আজকে হাঁটতে গিয়ে হাজারো বাধা-বিপত্তি উপেক্ষা করে চলতে হচ্ছে। তারপরেও বলবো স্বাধীন দেশের জন্য যারা লড়াই করে গেছে। যারা নিজের জীবনের চিন্তা না করে দেশের জন্য চিন্তা করেছে। আল্লাহতায়ালা যেন তাদেরকে পরকালে ভালো রাখে। তারা যেন জান্নাতের উচ্চতর মাকাম পেয়ে যায়। যাতে করে তারা দেশের জন্য যা যা করেছে পরকালে তারা তার চাইতেও অনেক বেশি পেয়ে যায়। যারা এই যুদ্ধের জন্য নিজের জীবন দিয়েছে তাদের জন্য রইল অনেক ভালোবাসা। তাদের পরিবারের জন্য রইল অনেক ভালোবাসা আল্লাহ তাআলা তাদেরকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুক। স্বাধীন দেশের জন্য শুভকামনা আবারো ফিরে পাবো স্বাধীনতা।