"অস্তিত্ব..........!"
![]() |
---|
![]() |
---|
অস্তিত্ব শব্দটি খুবই ছোট্ট একটা শব্দ, অথচ এই শব্দটা আমাদের সবার জীবনের একটা অদৃশ্য অংশ। গভীরভাবে অনুভব করার একটা বিষয়। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। কে আমি? কেন আমি এ পৃথিবীতে এসেছিলাম? আমার জীবনের আসল অর্থ কি? এইসব প্রশ্ন আমাদের মনকে বারবার নাড়া দেয়। এইসব প্রশ্নের উত্তর খোঁজার ভেতরেই কিন্তু আমাদের অস্তিত্ব লুকিয়ে থাকে। আমাদের অস্তিত্ব তো শুধুমাত্র আমাদের শারীরিক বেঁচে থাকার উপর নির্ভর করে না।আত্মিক উপলব্ধি, মানসিক চেতনা এবং সমাজে নিজের অবস্থান বোঝার মধ্য দিয়ে পূর্ণতা পায়। অনেক সময় তো দেখা যায়, মানুষ অনেক বড় বড় সফলতা অর্জন করার পরেও নিজের অস্তিত্ব নিয়ে সংশয় বোধ করে।
আবার অনেকের ক্ষেত্রেই দেখা গেছে ছোট ছোট ভালো কাজ করেও কিন্তু জীবনের গভীর অর্থ খুঁজে পায়। এই পৃথিবীতে আমাদের কোন অস্তিত্ব আছে বলে আমরা কখনো চিন্তাও করিনি, আবার এই পৃথিবীতে আমরা আসবো এটাও আমরা জানতাম না। কিন্তু একজন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। তার শিক্ষা অনুযায়ী চলার জন্য, বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। অথচ আমরা মানুষের আর কি করি নিজেদের ইচ্ছা অনুযায়ী চলতে চলতে, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তার ইচ্ছাগুলো পূরণ করার কথা আমরা ভুলে যাই। প্রতিনিয়ত মানুষ শুধুমাত্র তার প্রয়োজনের তাগিদে দৌড়াতে থাকে, একটা কথা কি জানান তো? আমরা শুধুমাত্র হাওয়ার পেছনে দৌড়াচ্ছি। যার কোন নিশ্চয়তা নেই, যেটা শুধুমাত্র শূন্যতা কারণ এই পৃথিবী ক্ষণস্থায়ী।
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব শুধুমাত্র আমাদের ভালো কাজ, আমরা যদি ভালো কাজ করতে পারি আর সৃষ্টিকর্তার দিকনির্দেশনা অনুযায়ী চলতে পারি। তাহলে কিন্তু আমাদের এই পৃথিবীতে অস্তিত্ব আছে, একটা সময় আবার বিলীন হয়ে যাবে। যার কোন নিশ্চয়তা নেই। অনেকেই নিজেদের সফলতা নিয়ে অহংকার করে, আবার অনেক মানুষ আছে ভালো কাজ করার পরেও সেই কাজ গুলোকে লুকিয়ে রাখে। আজকে আপনার শরীরের শক্তি আছে আপনি সেটা দিয়ে কাজ করছেন, কিন্তু একটা সময়ের পরে দেখা যাবে আপনার শরীরে শক্তি থাকবে না। আপনি কাজ করতে পারবেন না, তখন আপনার এই অহংকার কোথায় যাবে। নিজের অস্তিত্ব নিয়ে কখনোই অহংকার করা উচিত না। কিছু কিছু মানুষ এত বেশি অহংকার করে, অহংকার, দাপটে তাদের সঙ্গে চলা তো দূরের কথা, তাদের থেকে মানুষ দশ হাত দূরে থাকার চেষ্টা করে।
আপনার অস্তিত্ব আপনি বিশ্বাস করেন টাকা পয়সা ধন দৌলত তাই না! আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন কি এই ধন দৌলত টাকা পয়সা আপনার সাথে যাবে? অনেকেই কবর খুঁড়তে গিয়ে দেখা গিয়েছে এখন এর কাপড় এখনো কিছুই হয়নি, অথচ লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। এখান থেকেই তো আমরা বুঝতে পারি কাপড় নষ্ট হওয়ার আগেই আমাদের শরীর নষ্ট হয়ে যাবে। আমাদের হাড় খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি নিয়ে আমি আপনি এত অহংকার করছি। এই সবকিছু দেখার পরেও আমরা আমাদের অস্তিত্ব এই পৃথিবীতে টিকিয়ে রাখার চেষ্টা করছি। তবে কেউ ভালো কাজের মাধ্যমে কেউ খারাপ কাজের মাধ্যমে। একটা কথা মনে রাখবেন যারা ভাল কাজের মাধ্যমে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করে। তারা দিনশেষে কিছুটা বছর হলেও মৃত্যুর পরে এই পৃথিবীতে বেঁচে থাকেন।
নিজের অস্তিত্ব নিয়ে কখনোই বড়াই করা উচিত না। আমরা এই পৃথিবীতে একটা সময় ছিলাম না, আবার একটা সময় আছি আবার আগামী দিনে আমরা নাও থাকতে পারি। কারণ সবকিছুই সৃষ্টিকর্তা আগে থেকেই ঠিক করে রেখেছেন। জন্ম যখন হয়েছে এই পৃথিবীতে মৃত্যু অবশ্যই হবে, এটা আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে। তাই নিজের অস্তিত্ব নিয়ে বড়াই না করে অন্ততপক্ষে সৃষ্টিকর্তা যেই দিকনির্দেশনা দিয়েছে, সেটা অনুযায়ী চলার চেষ্টা করতে হবে। অস্তিত্ব বিলীন হয়ে যাবে তবে আপনার ভালো কাজ, এই পৃথিবীতে থেকে যাবে, এটা আমি বিশ্বাস করি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেয়ার জন্য।