"সময়টা খারাপ............!"
![]() |
---|
এই পৃথিবীতে সবাই বলে তারা আমাদের আপন, কিন্তু যখন দিন শেষে চোখ বন্ধ করে বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করি। তখন মনে হয় আমার আমি ছাড়া আর কেউ আপন নয়। যতই চেষ্টা করি সবকিছু গুছিয়ে নিজের মত করে সবার সাথে ভালো থাকতে কিন্তু দিন শেষে কেন যেন ভালো থাকা হয় না। কিছু মানুষের কথা অন্তরে এমন ভাবে আঘাত করে, মনে হয় এ পৃথিবী ছেড়ে চলে যেতে পারতাম তাহলে হয়তবা বেশ ভালো হতো। মেয়েদের জীবনটা কত আজব তাই না, মেয়েরা বাবার ঘরে রাজকন্যা হয়ে জন্মগ্রহণ করে। যখন বড় হয় তখন সেই ঘরের মানুষ তাদেরকে বোঝা মনে করে। তাদেরকে পরের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। আসলে নিজের ছোটবেলাটা কিভাবে পার করেছি বুঝতেও পারিনি। বড় হওয়ার পর বুঝতে পেরেছি এই দুনিয়া কত কঠিন। এক মুঠো ভাতের কত মূল্য।
মেয়েদের জীবনটাই হচ্ছে জেলখানা, বাবার বাড়িতে বাবার অধীনে থাকতে হয় বিয়ে হওয়ার পর স্বামীর বাড়িতে স্বামীর অধীনে। বৃদ্ধ হওয়ার পর সন্তানের অধীনে আসলে তাদের নিজের বলে কোন কিছুই নেই। না আছে স্বাধীনতা না আছে নিজের মতো করে বাঁচার একটু সুযোগ। আবার অনেকেই আমাদেরকে স্বার্থপর বলে আখ্যা দিয়ে থাকে। আমরা কিভাবে স্বার্থপরতা করি মাঝে মাঝে চিন্তা করি, পরিবারের মানুষের জন্য এত কিছু করার পরেও কেউ একজন এসে জিজ্ঞেস করে না আমি মানুষটা কেমন আছি। ঘরে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে ঘরের বউ ঘরের কাজ সামাল দিয়ে, রান্না বান্না শেষ করে সেই মানুষটা সেভাবে যত্ন করার জন্য তৈরি হয়ে পড়ে। কিন্তু সেই ঘরের বউ যখন দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ে থাকে কেউ তাকে জিজ্ঞেস করার জন্য এগিয়ে আসে না।
বরঞ্চ শরীরের মধ্যে অসুস্থতা নিয়ে হলেও সংসারের কাজগুলো গুছিয়ে নিতে হয়। আজকে নিজেকে বড়ই অসহায় মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে নিজের জন্য। যত তাড়াতাড়ি আমি এই পৃথিবী ছেড়ে দিতে পারব ততই আমার জন্য ভালো হবে। একমাত্র আমার ছায়া আমার আপন আর যিনি আমাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন তিনি আমার আপন আর সবাই স্বার্থপর। ভালবাসা দেখায় সেটাও স্বার্থের জন্য সবাই বলে পাশে আছি বিপদে পড়লে কারো ছায়া পর্যন্ত নিজের কাছে দেখতে পাই না। আমি কি আসলেই এতটা খারাপ নাকি আমার নীরবতা দিন দিন আমাকে শেষ করে দিচ্ছে। বুঝতেও পারছি না কি করব। চোখ বন্ধ করলে এই পৃথিবীর মানুষগুলোর স্বার্থপর মুখগুলো আমার সামনে ভেসে ওঠে। আমি ভালো নেই আমি বুঝতে পারি, তারপরেও সবার সামনে ভালো থাকার চেষ্টা করি।
![]() |
---|
এখন আর কারো কাছে কোন কিছুই বলতে ইচ্ছে করে না। কারণ যারা নিজের ইচ্ছের মূল্য দিতে জানে না তারা আমার বলাতে ইচ্ছের মূল্য কিভাবে দেবে। তাই চুপচাপ থাকতে ভালোবাসা তারপরেও মনে হয় ভেতরে ভেতরে আমি শেষ হয়ে যাচ্ছি। আর কত কষ্ট সহ্য করলে এই পৃথিবীর মানুষের আমাকে কষ্ট দেয়া শেষ হবে, আর কতটা নীরব থাকলে তাদের কথা বলার শেষ হবে। আমি জানি এই পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমাকে কথা শুনতেই হবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস করে চেষ্টা করেও আবার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারিনা। তবে আমি চেষ্টা চালিয়ে যাব আবার চেষ্টা শেষ পর্যন্ত থাকবে, যতদিন আমি এই পৃথিবীতে থাকবো ততদিন আমি আমার ভাগ্যের সাথে লড়াই করে যাব। আবার ভাগ্যটাকে পরিবর্তন করার একটা প্রচেষ্টা আমার মাঝে থাকবে। আমি আশা করি আমার ওপর ওয়ালা হয়তোবা আমার বর্তমান সময়টা অনেক খারাপ রেখেছে। ভবিষ্যৎ সময়টাই এর চাইতেও ভালো হতে পারে।