"টাকার পাওয়ার..........!

in Incredible Indialast month
pexels-photo-5922465.jpeg

ছবির উৎস

টাকা আমাদের জীবনে ঠিক কতটা প্রয়োজন। এই প্রশ্নের উত্তরে অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা হয়তোবা আপনারা আমার সামনে দিবেন। তবে আমি বলব টাকা শুধুমাত্র আমাদের প্রয়োজন মেটাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টাকা দিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না। টাকা দিয়ে আপনি দামি খাট অবশ্যই কিনতে পারবেন। তবে ঘুম কখনোই চিনতে পারবেন না। টাকা দিয়ে আপনি দামি দামি খাবার কিনতে পারবেন, তবে ক্ষুধা কখনোই কিনতে পারবেন না। বর্তমান সময়ে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। যেখানে টাকা হলে সবার কাছে আপন হওয়া যায়, আপনার কাছে টাকা নেই আপনাকে কেউ পছন্দ করবে না।

টাকা হলে যেমন বাবা-মায়ের কাছে ভালো একটা সন্তান হওয়া যায়। ঠিক তেমনি একটা ছেলে তার স্ত্রীর কাছে ভালো একজন স্বামী হতে পারে। একটা মেয়ের বাবার যখন টাকা থাকে। তখন সে তার স্বামীর কাছে তার স্বামীর বাড়ির মানুষের কাছে ভালো একটা বউয়ে পরিণত হয়। মাঝে মাঝে চিন্তা করি এই টাকা কে বানিয়েছে, যার এত মূল্য? টাকা থাকলে অপরিচিত মানুষ পরিচিত বলে সবার সামনে বুক ফুলিয়ে বলে, আমি একে চিনি! অথচ টাকা না থাকলে আমাকে আপনাকে কেউ চিনে না! আপনি একজন বিপদে পড়ে দেখেন, আপনার আত্মীয়-স্বজনের কাছে আপনার কোন মূল্য থাকবে না! আপনি তাদের বাড়িতে যাওয়ার আগেই, তারা আপনাকে বারণ করে দেবে। আপনি কেন তাদের বাড়িতে যেন তাদের বাড়িতে না যান এটাই হচ্ছে টাকার মূল্য।

যদি কখনো ভুলেও আপনি আপনার আত্মীয়-স্বজনের বাড়িতে চলে যান। তখন তারা দরজার ওপাশে দাঁড়িয়ে আপনাকে বলে দেবে, আমরা তোমাকে কোনরকম সাহায্য করতে পারবো না। আপনার পকেটে টাকা থাকলে আপনার সাথে থাকা মানুষগুলো আপনার প্রশংসা করবে। আপনার যোগ্যতা না থাকলেও আপনাকে সমাজের একজন মহা মূল্যবান মানুষ বানিয়ে দেবে। আপনার যোগ্যতা না থাকলেও আপনাকে একজন সমাজের ভালো কর্মী হিসেবে সবার সামনে উপস্থাপন করবে, কারণ আপনার পকেটে টাকা আছে।

pexels-photo-4968660.jpeg

ছবির উৎস

যেদিন আপনার কাছে টাকা থাকবে না। সেদিন আপনার সাথে থাকা মানুষগুলো আপনার কাছ থেকে দশ হাত দূরে থাকবে। আপনাকে পরিচয় করিয়ে দেয়া দূরের কথা কারো সাথে, আপনার সাথে বসে কথা বলতেও তারা দ্বিধাবোধ করবে। এই সমাজে বর্তমান সময়ে শিক্ষার কোন গুরুত্ব নেই। বর্তমান সময়ে সততার কোনো গুরুত্ব নেই। বর্তমান সময়ে দাঁড়িয়ে বুঝতে পেরেছি আপনি কতটা ভালো মানুষ সেটা জানার কারো প্রয়োজন নেই। যদি থাকে আপনার কাছে টাকা, তাহলেই আপনি সমাজের জন্য মহামূল্যবান একজন কাকা। যদি না থাকে আপনার কাছে টাকা, কে আপনি ভাই আপনাকে তো চিনি না এখানে কি চাই।

হায় আফসোস সবকিছু ছেড়েই একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। যার কাছে লক্ষ কোটি টাকা আছে সেও কিন্তু ওই তিন হাত মাটির নিচে যাবে, আর যার কাছে এক টাকাও নেই সেও কিন্তু ওই মাটির নিতেই যাবে। তারপরেও আমাদের মানুষের অহংকারের শেষ নেই। অহংকার করে কোন লাভ নেই, টাকা আছে সবার ভালোবাসা আছে টাকা নেই আপনাকে কেউ চিনে না। এটাই বাস্তব যদি আপনি অস্বীকার করেন তাতেও আমার কিছু করার নেই। কারণ আজকাল টাকা হলে কাঠের পুতুল কথা বলে। টাকার কাছে সবকিছু হার মানে। হায়রে টাকা।

Sort:  
Loading...