"ফেলে আসা দিনগুলো............!"
![]() |
---|
আমাদের মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত থাকে। যেগুলো চাইলেও আমরা কখনোই ভুলে থাকতে পারিনা। যেগুলো হয়তোবা অতি সাধারন কিন্তু হৃদয়ের কোণে গেঁথে থাকে সারা জীবন। ঠিক তেমনই কিছু স্মৃতি আমার জীবনের সাথে ও জড়িয়ে আছে। যেগুলো এখনো আমার মনের পর্দায় ভেসে ওঠে। কখনো আমাকে হাসিয়ে দেয় আবার কখনো আমার চোখের কোনে জল এনে দেয়। বাল্যকালের সেই দিনগুলো বৃষ্টির সময় কাদামাটি নিয়ে খেলাধুলা করা। স্কুল শেষ করে মাঠের মধ্যে গিয়ে সবার সাথে আনন্দ করা। সন্ধ্যার সময় মায়ের ডাকে ঘরে ফিরে আসা, সবকিছুই যেন একটা সিনেমার মতো চোখের সামনে ভেসে থাকে সারাক্ষণ।
মায়ের হাতে খাওয়া গরম ভাত বাবার কড়া শাসন তার মাঝে থাকা অফুরন্ত ভালোবাসা। ভাই বোনের সাথে ঝগড়া করা সবকিছুই আজ স্মৃতি হয়ে গেছে, কিন্তু এখনো মনে পড়ে না। সন্ধ্যার পর পড়াশোনা শেষ করে ভাই বোন সবাই মিলে দাদির কাছে বসে রূপকথার গল্প শোনা। সবকিছুই ছিল যেন সোনালী দিনের মতো এখন সবকিছুই স্মৃতিতে পরিণত হয়ে গেছে। সেই ছোট্ট বাড়িটা এখন চোখের সামনে ভেসে আছে। এখনো মনে আছে বৃষ্টি হলে আম গাছের নিচে গিয়ে আম কুড়াতাম। স্কুল থেকে বাড়ি ফেরার পর ভাইবোন সবাই মিলে পুকুরে ঝাঁপিয়ে পড়তাম সাঁতার কাটার জন্য। যখন স্কুলে যাওয়ার সময় হতো তখন সকল সহপাঠী একসাথে মিলে গল্প করতে করতে স্কুলে পৌঁছাতাম।
ঈদের সময় আসলে সবাই মিলে কি কি আনন্দ করবো, আগে থেকেই ঠিক করে রাখতাম, বিশেষ করে কোরবানির সময় ঈদের পরের দিন থেকে শুরু হয়ে যেত আমাদের চড়ুইভাতি রান্না করা। একেক দিন একেক জায়গায় রান্না করতাম। কে কি দিবে আগে থেকেই লিস্ট করে রাখতাম। সবাই মিলে বসে একসাথে মিলে চড়ুইভাতি খাওয়ার মজাটাই ছিল অন্যরকম। প্রতিটা মুহূর্তই এখনকার চাইতেও অনেক বেশি নিখুঁত ছিল, অনেক বেশি সুন্দর ছিল তবে সেগুলো এখন সবকিছুই স্মৃতি।
সময় বদলে গেছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের আশে পাশে থাকা মানুষগুলোও বদলে গেছে। আবার মাঝে মাঝে চিন্তা করি আমি নিজেও অনেকটা বদলে গেছি। যত পরিমাণে আধুনিকতার ছোঁয়ায় আমরা আমাদের জীবনটাকে রাঙিয়ে তোলার চেষ্টা করছি। তত পরিমাণে আমাদের জীবন থেকে সুখ পালিয়ে যাচ্ছে। তবুও একাকী কোন সন্ধ্যায় কিংবা পুরনো স্মৃতি যখন আবারো মনে পড়ে, আবারো যখন সেই ছবিগুলো দেখার চেষ্টা করি। তখন সেই দিনগুলোর মাঝে আবারও ফিরে যেতে ইচ্ছা করে। আবারও ইচ্ছে করে মায়ের সাথে বসে গল্প করতে আবারও ইচ্ছে করে বাবার কাছ থেকে কড়া শাসন পেতে। অতীতের স্মৃতি গুলো মনে পড়লে মনে হয় কতটা আনন্দ ছিল, সেই সময়টা ছোট ছোট মুহূর্তগুলোও কতটা স্মৃতি মধুর ছিল।
![]() |
---|
এখন যখন নিজের সন্তানকে একটু একটু করে বড় করে তুলছি। তাদের বড় হওয়া দেখছি তখন সেই স্মৃতিগুলো আরো বেশি করে মনে পড়ছে। মনে মনে চিন্তা করি ওর জীবনেও কি থাকবে এই ধরনের স্মৃতি বিজড়িত কিছু মুহূর্ত। আমি কি পারবো তার জীবনে এমন কিছু মুহূর্ত তৈরি করতে। যেগুলো একটা সময়ে তার জীবনের স্মৃতি হিসেবে তার কাছে ধরা দেবে। আমাদের জীবনে ফেলে আসা স্মৃতি বিজড়িত মুহূর্তগুলো আমাদের জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ বলে আমার মনে হয়, কেননা ঐ মুহূর্তগুলো আমাদেরকে ভালবাসতে শেখায় আবারো নিজেকে গড়ে তুলতে শেখায়। তাই পুরনো স্মৃতি কখনোই ভুলে থাকা আমাদের কারোর পক্ষে কখনোই সম্ভব নয়। পুরনো স্মৃতি নিয়ে বেঁচে থাকার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে।