শৈশব নিয়ে কবিতাঃ- ও মেঠো পথ

আমার জন্ম এবং বাল্যকাল কেটেছে গ্রামে। আমি গ্রামের কাঁদা মাটিতে বড় হয়েছি। যার কারনে আমার চাল-চলন, আচরণ, কথাবার্তায় এখনো গেঁয়ো ভাবটা রয়ে গিয়েছে। এজন্য আমি কখনো হীনমন্যতায় ভুগিনি। বরং সবসময় গর্ব হয় যে, আমার শৈশব কেটেছে যেভাবে কাটানোর কথা ছিল। খুবই চমৎকার, সাবলীল একটি শৈশবময় শৈশব আমি কাটিয়েছি। খালে বিলের জলে ডুবিয়ে, নদীতে-পুকুরে সাঁতার কেটে, গাছের ডাল থেকে ফুল পেরে, কাঁচা-পাকা ফল পেড়ে আমি আমার শৈশব কাটিয়েছি। এজন্যই হয়তো আমি আমার গ্রামটাকে খুব বেশি ভালোবাসি। সবচেয়ে বেশি ভালোবাসি। আমি সব সময় আমার গ্রাম, পরিবেশ, প্রকৃতি, এসব নিয়ে কবিতা লিখতে ভালোবাসি। তারই অংশ হিসেবে আমি আজ আমার গ্রামের মেঠো পথের স্মৃতি নিয়ে একটি কবিতা লিখেছি। নাম দিয়েছি, ও মেঠো পথ। আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব।


IMG_20250402_075402_894.jpg

ব্যাকগ্রাউন্ডে থাকা রাস্তায় আমার শৈশব কেটেছে। রাস্তার ধারে আমার ছেলের একটি ছবি। গত শীতে বেড়াতে গিয়ে তোলা।


আমার গাঁয়ের মেঠো পথ,
আমায় কেন ডাকো তুমি?
আমি এখন শহরে থাকি,
পুরো দস্তুর শহুরে আমি।

ও মেঠো পথ, মনে কি পড়ে?
রাত দিন তোমার উপর হামাগুড়ি,
তপ্ত দুপুরে, মুক্ত বাতাসে,
তোমার উপর দৌড়েদৌড়ি।

বর্ষার দিনে, ক্রমাগত বৃষ্টিতে
কর্দমাক্ত তোমার বুক।
খেলতে গিয়ে, পিছলে পড়ে,
কাঁদা মেখে যেত মুখ।

বসন্তকালে দু-ধার তোমার,
ভরে যেত ফুলে ফুলে।
কৃষ্ণচূড়া আর চাঁপা দিয়ে,
খেলতাম আমি মন খুলে।

ও মেঠো পথ, ও মেঠো পথ,
তোমায় খুব পড়ে মনে।
ও মেঠো পথ, ও মেঠো পথ
তুমি স্মৃতিতে আছো প্রতিক্ষণে।


99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkzDMJvzhgge6xjg1Nf9DcfBH4r8nT4SwCnVyV5ThNn2TSAFX5aycxcicGqzkN2ba65fkezAX5kQfzJCdhJuU.png

আমার গ্রামের প্রতিটা ক্ষণ, প্রতিটি মুহূর্ত আমার স্মৃতিকে সবসময় নাড়িয়ে যায়। আমি সবসময় সেই শৌসবের কথা মনেকরে স্মৃতিকাতর হয়ে যাই। তারই অংশ হিসেবে আমি আমার কবিতায় তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কবিতাটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। ধন্যবাদ।