The April contest #2 by the sduttaskitchen|Child marriages!
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। Incredible India কমিউনিটিতে এটি আমার প্রথম পোস্ট। আমি লেখাটি লিখেছি @sduttaskitchen ম্যাডামের আয়োজিত একটি চমৎকার থিমের কনটেস্ট বাল্যবিবাহ নিয়ে। কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে চলে যাই।

Do you support early-age marriages? Share your opinion! |
---|
বাল্যবিবাহ, আমার যতটুকু মনে পড়ে, জীবনের কোন পর্যায়েই আমি সমর্থন করিনি। মানুষের জীবনে সঙ্গীর প্রয়োজন হয়। মানুষ একজন পারফেক্ট জীবন সঙ্গী চায়। একজন মানুষের জন্য তার উপযোগী জীবনসঙ্গী কেমন হবে তা বুঝার জন্য প্রয়োজনীয় বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞতা লাগে। বালক বয়সে এই অভিজ্ঞতা বা ম্যাচিউরিটি কারই থাকে না।
সংসার জীবন অন্যরকম একটি জীবন। এখানে দায়িত্ব নিতে হয়। কোন কিশোর কিংবা কিশোরীর পক্ষে এই ধরনের দায়িত্ব নেওয়া বা কী ধরনের দায়িত্ব তার নিতে হয়; এই বিষয়ে কোন ধারণাই থাকেনা। এসব কারনে বিবাহ উত্তর কলহ ও ফ্যাসাদ লেগে থাকে। এমনও হয়, একপর্যায়ে তা বিবাহ বিচ্ছেদ কিংবা কোন এক পক্ষের বড় রকমের ক্ষতির দিকে মোড় নেয়। এসব কথাগুলো আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি।

Before thinking of marriage, which points should parents keep in their mind? And how we can reduce child trafficking! |
---|
আমাদের দেশে বাল্যবিবাহের শিকার বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই হয়। এক্ষেত্রে পিতা-মাতার দায়িত্ব জ্ঞানহীনতাকে আমি দায়ী করব। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই পিতা-মাতা নিজেদের চিন্তাভাবনার দক্ষতা প্রকাশে ব্যর্থ হয়। বিয়ে দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি সবার আগে ভাবতে হয় তা হচ্ছে, তার ছেলে বা কন্যা বিবাহের জন্য উপযুক্ত কিনা? সংসার জীবনের জন্য সে প্রস্তুত কিনা? সে যখন শশুরালয়ে যাবে, সেখানকার দায়িত্ব জ্ঞান সম্পর্কে তার অভিজ্ঞতা আছে কিনা? সে দায়িত্ব নিতে পারবে কিনা? এসব বিষয়ে তারা ভাবে না। এমন মনে হয়, মেয়েদেরকে বিয়ে দিতে পারলেই তারা যেন বেঁচে যায়! পরবর্তীতে কি হবে সেই বিষয়ে তারা ভাবে না। যার কারণে ছেলে এবং মেয়েদের মধ্যকার সম্পর্ক সব সময় গড়ে উঠে না। এতে করে দাম্পত্য কলহ তৈরি হয়।
বাল্যবিবাহ হোক কিংবা প্রাপ্তবয়স্ক বিবাহ হোক; বিয়ে দেওয়ার ক্ষেত্রে পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ সম্পর্কে সঠিক ধারণা নিতে হয়। পাত্র বা পাত্রী কেমন, তার বাবা-মা কেমন, ভাই-বোন কেমন, পাড়া-প্রতিবেশীদের সাথে তাদের সম্পর্ক কেমন, তারা কতটা সামাজিক, এসব বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা নিতে হবে। আমাদের দেশে এসব বিষয়ের চেয়ে আর্থসামাজিক অবস্থার বেশি গুরুত্ব দেওয়া হয়। এতে করে দেখা যায় আর্থসামাজিক অবস্থা ভালো থাকলেও মন মানসিকতা এবং মানবিকতা অনেক পরিবারেরই নেই। এতে করে সম্পর্কে টানা-পোড়োন শুরু হয়। যা খারাপ দিক বয়ে আনে। পিতা-মাতাকে অবশ্যই এসব বিষয় সচেতন হতে হবে।
Do you believe proper education can play a significant role in avoiding such unlawful acts? What are they? |
---|
হ্যাঁ, আমি মনে করি যথাযথ শিক্ষা এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে পারে। তবে এর পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরির দিকেও মনোযোগ দিতে হবে। আমি এমন অনেক শিক্ষিত পরিবার দেখেছি, যারা তাদের অল্প বয়সী কন্যাকে বিয়ে দিয়ে ফেলেছে। আবার এমন পরিবারও দেখেছি যেখানে পরিবারের কর্তা মূর্খ; কিন্তু যথেষ্ট জ্ঞানী। তিনি কিন্তু তার কন্যার ক্ষেত্রে এমনটি করেননি। এক্ষেত্রে, শিক্ষিত লোকটির সার্টিফিকেট রয়েছে, কিন্তু যথাযথ শিক্ষা তিনি পাননি। অপরদিকে, মূর্খ লোকটির সার্টিফিকেট না থাকার পরও তিনি যথেষ্ট জ্ঞানী ছিলেন এবং সুশিক্ষিত ছিলেন। যার কারণে তিনি সচেতন একজন পরিবারের কর্তা হিসেবে যা করার দরকার তা করেছেন। তদুপরি, শিক্ষার কোন বিকল্প নাই। অবশ্যই যথাযথ শিক্ষা এবং সামাজিক সচেতনতা বাল্যবিবাহ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কন্টেস্টে অংশ নেয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার প্রিয় @impersonal দাদা, @kibreay001 ভাই এবং @sheikhtuhin ভাইকে।
Twitter Promotion Link: https://x.com/akib_66/status/1913683954332537098
You are right when you point out that education can limit the rate of child marriage. I believe under-aged marriage is uncommon amongst enlightened individuals. Understanding the risk involved helps them during decision making.
Some nice words. Thank you for your appreciation.