কবিতা সপ্তাহ ৩ - The Sound of Silence
এই বর্ষণমুখর মেঘলা দিনে কেমন আছেন আপনারা? দিন-কালও হয়ত ভালোই যাচ্ছে। Incredible India কমিউনিটিতে টানা তৃতীয় সপ্তাহের জন্য আয়োজিত হচ্ছে কবিতা প্রতিযোগিতা। আয়োজক @mamun123456 ভাই এবারের বিষয় হিসাবে রেখেছেন নিস্তব্দতার শব্দ। খুবই চমৎকার এবং গভীর একটি বিষয়। প্রতিপাদ্যের সাথে মিল রেখে আমিও একটি কবিতা লেখার চেষ্টা করেছি। এখানে আমি আমার সেই প্রয়াসটুকুই তুলে ধরলাম।
আমি আমন্ত্রণ জানাচ্ছি @impersonal, @zulbahri and @kibreay001 ভাইকে।

বেখেয়ালে আজও কানে ভাসে তোমার
নিস্তব্ধ সেই শব্দগুলো।
বোকা আমি, বুঝতে পারিনি সেসব,
তোমার নিশ্চুপ আবেগগুলো।
যখন প্রথম তোমার বুক থেকে,
বালু উঠাতে গেলাম,
কলকলিয়ে, ছলছলিয়ে চলে গেলে,
তোলা যাক, ভাবলাম।
তোমার বুকে ফেলি কতো,
ময়লা-আবর্জনা।
ভেবেছি, অর্থব তুমি, শক্তি নেই।
প্রতিবাদ করবেনা।
তোমার কোলের মাছ,
যখন ধরতাম আঁধার রাতে,
বুঝিনি কভু হতাশ তুমি,
প্রতিবাদ করবে তীব্র আঘাতে।
আজ ফিরে এলে তুমি,
ভয়ঙ্কর এক রূপে।
নিচ্ছ প্রতিশোধ সব কিছুর,
আগের মতোই নিশ্চুপে।
অর্থব আমি, অসুর আমি,
রুখে দাঁড়ানোর শক্তি নেই।
তোমার প্রতিবাদের ভাষায়,
আমি হারিয়ে ফেলেছি খেই।
আর ভেঙ্গো না দু'তীর তুমি,
মোদের করো ক্ষমা।
তোমার নিস্তব্দ ভাষা বুঝেছি এখন,
হে, নদী-মা।

নদী আমাদের জন্য মাতৃসম একটি বিষয়। কিন্তু না বুঝতে পেরে আমি নদী দখল করছি, নদীর পানি দুষিত করছি। নদীকে নিজেদের কাজে লাগানোর জন্য অযোগ্য করে তুলছি। একটা সময় ছিলো যখন নদীই আমাদের জন্য সবকিছু ছিলো। আমরা নদীর পানি পান করতাম, নদীর পানিতেই নিজেদের প্রয়োজনীয় অনেক কাজ করতাম। নদীর তীরেই গড়ে উঠেছে বড় বড় সভ্যতা। এমন কোন সভ্যতা বা জাতির অস্তিত্ব পৃথিবীতে নেই যারা নদী থেকে দূরে বসতি গড়ে তুলেছে।
কিন্তু আজ আমরা সেই নদীকেই শোষণ করছি নানা ভাবে। নদীর বুক থেকে বালু তুলছি, ময়লা করছি। অনেকেই আবার নদীকে দখল করে অট্টালিকা বানাচ্ছে। আমাদের সর্বদা উপকারী এই মাতৃসম নিদর্শন তার নিশ্চুপ প্রতিবাদ জানায় যেনো নদীর দু'তীর ভেঙ্গে। খরস্রোতের মাধ্যমে। এযেন তার ভীষণ শব্দের নিশ্চুপ, নিস্তব্দ প্রতিবাদ। যাই এই পর্বের বিষয়ের সাথে পুরোপুরি মিলে যায়।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
ভাই আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আপনার কবিতার প্রতিটা লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। আমাকে কবিতা প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাই। ❤️
Human ruined everything in nature
And we call it Civilization & Development.
Nice words for Conquer and Destroy. 😓
Sad but true.