আজ ছোটবেলার কথা অনেক মনে পড়ছে কারণ ছোটবেলার স্মৃতিগুলো যখন চোখের সামনে দেখতে পাচ্ছি ।। তাই সেই দিনগুলোর কথা অনেক বেশি মনে পড়ে। এলাকার কিছু ছোট ছোট ছেলেরা বড়শি দিয়ে মাছ ধরছে দেখে সত্যিই ভালো লাগতেছে কারণ এভাবে আমিও দলবদ্ধ হয়ে মাছ ধরেছি বিভিন্ন ছোট ছোট বিলে।।
আপনারা হয়তোবা অনেকেই এভাবে মাছ ধরেছেন আর আমাদের অঞ্চলে এইভাবে মাছ ধরা কে বলা হয় বড়শি দিয়ে মাছ ধরা।। আমাদের গ্রামের ভাষায় বড়শি বললেও হয়তোবা অঞ্চল ভেদে এটিকে বিভিন্ন নামে ডাকা হতে পারে।। যদিও এভাবে খুব বেশি মাছ ধরা সম্ভব না কিন্তু আনন্দটা থাকে ভরপুর আর একটা আলাদা আকর্ষণ থাকে কারণ কয়েকজন মিলে একসাথে এভাবে মাছ ধরলে যখন কারো বরশিতে মাছ ধরলে সবাই মিলে উল্লাস করে।।
ছোট থাকতে যখন স্কুলে পড়াশোনা করতাম স্কুল থেকে এসে বন্ধুরা মিলে এভাবে বরশি নিয়ে বেরিয়ে পড়তাম।। যদিও বাসা থেকে মাছ ধরতে যেতে দিত না তারপরও চুরি করে হলেও বন্ধুদের সাথে যেতাম।। এক অন্যরকম আনন্দ বরশি দিয়ে মাছ ধরার মধ্যে। আজ তাদের দেখে আমারও সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল ।। কি একটা সময় ছিল,, না ছিল চিন্তা না ছিল ভাবনা সব সময় খেলাধুলার মধ্যেই ছিলাম কোন কিছু নিয়ে একটু চিন্তা হতো না।।
আর হ্যাঁ এইভাবে মাছ ধরতে যেয়ে একটা দুর্ঘটনা হয়েছিল আমার এক বন্ধুর সাথে।। আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে একদিন বরশি নিয়ে মাছ ধরতে যায় একটি বিলে আর মাছ ধরতে ধরতে হঠাৎ একটা বরশি আমার বন্ধুর হাতে লাগে।। একদম হাতের ভিতর দিয়ে এমন ভাবে লেগে যায় আর কোন ভাবেই বের হচ্ছিল না।। আমার বন্ধুটাও কান্না শুরু করে দিচ্ছিল কারণ অনেক ব্যথা করতেছিল।।
পরে তাকে নিয়ে আমরা বাসায় আছি এবং তার বাবা-মাকে বলি,, পরে ডাক্তারের কাছে নিয়ে গেলে হাতটা একটু কেটে সেই বরশি বের করে। সেদিন থেকে মাছ ধরা আমরা কিছুটা কমিয়ে দেয় কারণ আমরা অনেক ভয় পেয়েছিলাম।। অনেক সময় এভাবে মাছ ধরতে যেয়ে অনেকের চোখ ও বরশি লেগে যায় যায়।। তাই অনেক সাবধানতার সাথে মাছ ধরতে হয়।।
আমরা বন্ধুরা মিলে ছোট থাকতে অনেক খেলাধুলা করেছি এবং খেলাধুলার পাশাপাশি আমরা অনেকভাবে মাছও ধরতাম।। শুধু বরশি দিয়ে না অন্যান্য জাল দিয়েও মাছ ধরেছি অনেক আনন্দের সাথে।। বড় হওয়ার সাথে সাথে আর আগের মত চাইলেও সেভাবে আনন্দের সাথে মাছ ধরতে পারি না,, বিশেষ করে বসছি দিয়ে।। বরশি দিয়ে মাছ ধরার মধ্যে কি যে আনন্দ ছিল যারা ধরেছে শুধু তারাই জানে।।
@tipu curate
Upvoted 👌 (Mana: 4/8) Get profit votes with @tipU :)