একটি হলুদ রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

এই সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই

🤗 হ্যালো বন্ধুরা

সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের সবার ভালোবাসায় ভালো আছি। আজকে আপনাদের সবার মাঝে আমার গোলাপ ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম।


হলুদ গোলাপ ফুল

IMG_20250510_101051.jpg

গোলাপ ফুল মানে হল সৌন্দর্য যা সবাই পছন্দ করে। গোলাপ ফুল ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহার করা হয় যে কোন জায়গায় বিশেষ কোনো অনুষ্ঠানে আমরা গোলাপ ফুল দেখতে পাই কারণ এই ফুলটি সবার পছন্দের একটি ফুল ও এই ফুলটির মাধ্যমে ভালোবাসা প্রকাশ করা হয় খুব সহজে। লাল গোলাপ তার উপরে রয়েছে আরো চমৎকার চমৎকার বাহারে রঙের ও বিভিন্ন জাতের গোলাপ ফুল তবে লাল গোলাপ বেশি দেখা গেলেও বর্তমানে এখন নানা রকমের গোলাপ ফুল দেখা যায়।

🌼হলুদ গোলাপ 🌼

IMG_20250510_101036.jpg

হলুদ গোলাপ দেখতে খুবই অপরূপ সুন্দর একটি ফুল। গোলাপ ফুল বলতেই সুন্দর তবে এই হলো গ্রামের গোলাপ ফুলটি সৌন্দর্য কাছ থেকে খুবই সুন্দরভাবে উপভোগ করা যায়। অনেকগুলো পাপড়ি যার কিছু অংশ গাড়ো হলুদ আবার কিছু অংশ হালকা হালকা হলুদ পাপড়ির চারপাশে কিছুটা গোলাপি কালারের ছোঁয়াও রয়েছে সবকিছু মিলেমিশে খুবই সুন্দর ও আকর্ষণীয় একটি গোলাপ ফুল ফুটে রয়েছে গাছে। হলুদ রংয়ের এই গোলাপ ফুলের পাপড়ি গুলো সৌন্দর্যের জন্য ফুলটি সৌন্দর্য আরো খুব সুন্দর দেখাচ্ছিল।

IMG_20250510_101007.jpg

গোলাপ ফুল আমার সবথেকে প্রিয় ফুল একটি গোলাপ ফুল দেখতে যেমনই হোক না কেন এই ফুলটি আমার খুবই ভালো লাগে নানা রকমের গোলাপ ফুলের মধ্যে আমার সবগুলো গোলাপ ফুলের পছন্দের ফুল। গোলাপ ফুলের মধ্যে কিছু গোলাপ ফুল আছে আকারে অনেক বড় আবার অনেকগুলো অনেক ছোট ছোট গোলাপ ফুল তবে আজকে আমার তোলা এই হলো গোলাপ ফুলটি খুবই সুন্দর ও আকারেও অনেক বড় যা দূর থেকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিলো। হলুদ রঙের এক গোলাপ ফুলের পাপড়ির রং সবকিছু মিলেমিশে গোলাপ ফুলটিকে আরো বেশি সুন্দর করে তুলেছে।

বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে গোলাপ ফুল গাছ রোপন।

IMG_20250510_101019.jpg

আমরা সবাই বাগান করতে পছন্দ করি বাগান সৌন্দর্য করে তোলার জন্য নানা রকম গাছ রোপন করা হয়। সবারই বাগানে গোলাপ ফুল গাছ দেখা যায় তবে বাগানে যদি বাহারি রঙের বে গোলাপ ফুল গাছ রোপন করা হয় তাহলে ওই বাগানের সৌন্দর্যটা আরো অনেক বেশি বেড়ে যায়। নানা রকমের গোলাপ ফুল ফুটে বাগানটিকে আরো অনেক বেশি অপরূপ করে তুলবে যা দেখতে খুবই সুন্দর দেখাবে। গোলাপ ফুলের সৌন্দর্য এমনই যে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে বাগানটিকে আরো বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তোলে।

তো বন্ধুরা , আজকে আপনাদের সবার মাঝে আমার তোলা হলুদ রঙের গোলাপ ফুলটিরএই চমৎকার গোলাপ ফুলটির কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

Sort:  
Loading...
 2 months ago 

পৃথিবীর সব ফুলি সুন্দর ।তবে গোলাপ এর সাথে অন্য ফুলের তুলনা হয় না।গোলাপের তুলনা গোলাপ নিজেই।আপনর হলুদ গোলাপের ছবি খুব সুন্দর হয়েছে ।
চমৎকার এই ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

যারা গাছ ভালবাসে তাদের মনটা অনেক ফ্রেশ হয়। আজকের করা গোলাপের ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল। এই রঙ এর গলাপ সচারচর একটা দেখা যায় না। অনেক অনেক ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।