ভালোবাসার মানুষকে বিদায় জানানো কষ্টের মুহূর্ত

in Incredible Indialast month

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন। আজকের দিনটা যেন আমার জীবনে এক অন্ধকার অধ্যায়ের শুরু। সকাল ৯ টা বাজে মাত্র আবার হাজব্যান্ড আমাদের বিদায় দিয়ে কর্মস্থলের পথে পা বাড়ালো। এ শব্দগুলো খুব সহজ খুব সাধারণ কিন্তু এর পেছনে যন্ত্রনা শুধু আমি আর আমার ছোট্ট মেয়েটাই জানি। প্রায় ১৪ মাস আমরা একসাথে ছিলাম হাসি কান্না ছোট ছোট মুহূর্তগুলো ভাগাভাগি করেছি। সেই একসাথে থাকার দিনগুলো যেন চোখের পলকে হারিয়ে গেল।

IMG_20250702_141052 (1).jpg

যে মানুষটা প্রতিদিন দুপুরে অফিস থেকে ফিরে এসেই আমাকে আর আমার মেয়েকে মন ভরে দেখতো এই মানুষটা এখন সম্পূর্ণ আলাদা জায়গায় থাকবে। দুপুরে ভাত খেত আর আমার সাথে গল্প করতো আজ সবকিছু শুধু স্মৃতির পাতায়। আমাদের রেখে যখন চলে গেল পুরো ঘরটা যেন নিস্তব্ধ হয়ে গেল। মনে হচ্ছিল আমার বুকের ভিতর কেউ একমুঠো করে হাওয়া টেনে নিচ্ছে।আমার দুই বছরের ছোট্ট মেয়েটা সারাক্ষণই তার বাবাকে খুঁজে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরপরই আমাকে জিজ্ঞেস করে আমার বাবা কোথায় ? এই একটি প্রশ্ন শুনলে আমার কলিজা কেপে ওঠে।ওর চোখের পানিগুলো যেন আমার সমস্ত শক্তি চুষে নিচ্ছে।

IMG_20250702_133047.jpg

আমি ওকে বোঝাচ্ছি বাবা কাজে গেছে আবার আসবে। কিন্তু একটুও বোঝেনা, বোঝার কথাও না, ও তো এখনো অনেক ছোট।আমার হাজবেন্ড যাওয়ার সময় যখন গাড়ির দরজাটা বন্ধ হবে আমি শুধু তাকিয়ে থাকলাম। যাওয়ার সময় একটিবার তাকালো আমার দিকে।কলিজাটা তখন মনে হলো দুমরে মুছরে শেষ হয়ে যাচ্ছে।তখন খেয়াল করলাম আমার হাজবেন্ডের চোখে লুকানো পানি,তাকানোর সাথেই মুখটা ঘুরিয়ে নিয়েছিল যেন আমি দেখতে না পাই। বাস্তবতা বড়ই কঠিন। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি যেন একটা ঘড়ে নয় একটা শূন্যতা নিয়ে বসবাস করছি।

IMG_20250702_132714.jpg

প্রতিটি জায়গায় তার ছোঁয়া তার হেঁটে যাওয়া তার ব্যবহার করার জিনিস গুলো আমাকে কাঁদিয়ে তুলেছে। তার বিছানার পাশে রাখা পানির বোতল, তার পরা শার্ট, এমনকি ব্রাশটা পর্যন্ত এখনো জায়গায় পড়ে আছে যেন সে এখানেই আছে। আমরা একসাথে থাকার সময় অনেক ছোট ছোট স্মৃতি গেঁথে ফেলেছি এই বাসাটার সাথে। আমরা একসাথে বাজারে গেছি, রাতে ছাদে হাঁটতে গেছি, একসাথে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করেছি, বেলকনিতে কতই না দুজন গল্প করেছি,এমনকি দুষ্টু মিষ্টি ঝগড়াও করেছি,সবই আজ স্মৃতির পাতায়।এক অদ্ভুত শূন্যতা ঘিরে ধরেছে আমার চারপাশ। তবে আমি জানি এটাই জীবন।

IMG_20250702_132739.jpg

কাজের কারণে মানুষকে ত্যাগ করতে হয় প্রিয় মানুষদের। তারও কষ্ট হচ্ছে এটাও আমি বুঝি। আমাদের ভবিষ্যতের জন্যই তো সে এত কিছু করছে পরিশ্রম করছে। কিন্তু মনের ব্যথাগুলো বোঝে না যুক্তির ভাষা। তাই আজ আমার মন বারবার কান্না চেপে রাখতে গিয়ে আরও বেশি ভারী হয়ে যাচ্ছে। আমি এখন নিজেকে শক্ত রাখার চেষ্টা করছি আমার মেয়ের জন্য। ও যেন বাবার অভাব টের না পায় ও যেন হাসতে পারে আনন্দে থাকতে পারে। প্রতিদিন তার বাবার ছবি দেখিয়ে বলি এই তো তোমার বাবা। একটু পর ফোন দেবে। আর ফোন আসলেই ও দৌড়ে যায় বাবাকে বলে তুমি কবে আসবা আমার কাছে চলে আসো। এই ছোট ছোট মুহূর্তগুলোই এখন আমার জীবনের ভরসা।

মাঝে মাঝে মনে হয় আমরা আসলে নারীরা ভিতরে কতটা শক্ত সেটা সময় না এলে কেউই বোঝেনা। আমি জানি একদিন এই কষ্টগুলো ফিকে হয়ে যাবে আবার আমরা একসাথে হব আবার নতুন করে দিনগুলো রাঙ্গাবো। কিন্তু এই মুহূর্তের কষ্টগুলো ভুলে থাকার নয়। কেউ যখন ভালবাসার মানুষকে বিদায় জানায়, তার হৃদয়টা একটু একটু করে ভেঙে যায়। কিন্তু আবার সেই মানুষ ফিরে আসবে এই বিশ্বাসেই আমরা বেঁচে থাকি।ইনশাল্লাহ একদিন আবারো আমরা তিনজন একসাথে হব আগের চেয়ে আরো বেশি ভালোবাসা নিয়ে। আল্লাহ আমাদের এই কষ্টের শান্তির দিন এনে দিন এই প্রার্থনাই করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমি যেন মনটাকে শক্ত রাখতে পারি। আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

Thank you so much